BD MONIR

BD MONIR I am Monir Hossain from Bangladesh &l make ,vlog and funny game, puzzle so if u like my Content Then

মানুষ আগামীকাল, বাঁচবে কিনা সে চিন্তা নাই, কিন্তু কাল কাকে কিভাবে ঠকানো যায় সে চিন্তা ঠিকই আছে....!
07/08/2025

মানুষ আগামীকাল, বাঁচবে কিনা সে চিন্তা নাই, কিন্তু কাল কাকে কিভাবে ঠকানো যায় সে চিন্তা ঠিকই আছে....!

🔥 বাঁচার জন্য ছুটে চলা… আর দাম চাওয়ার মানুষেরা… 🔥দূর্ঘটনাস্থলে তখনো এম্বুলেন্স আসেনি।চারপাশে শুধু আগুনের গন্ধ, পোড়া মানু...
22/07/2025

🔥 বাঁচার জন্য ছুটে চলা… আর দাম চাওয়ার মানুষেরা… 🔥

দূর্ঘটনাস্থলে তখনো এম্বুলেন্স আসেনি।
চারপাশে শুধু আগুনের গন্ধ, পোড়া মানুষের গন্ধ, আর আতঙ্ক।
পুড়ে যাওয়া বাচ্চাগুলো একেকজন কোলের মধ্যে নিথর হতে হতে কাতরাচ্ছে, ছটফট করছে।

কে যেন দৌড়ে নিল একটা বাচ্চাকে কোলে করে।
হাসপাতাল খুব কাছেই তো – মেট্রো স্টেশন থেকে মন্সুর আলী মেডিকেল কলেজ।
রেগুলার ভাড়া মাত্র ৩০–৪০ টাকা।

কিন্তু না, রিকশাওয়ালা বলল, “১২০ টাকা লাগবে ভাই, এখন পরিস্থিতি টাইট।”
একটা নয়, দুটো নয় – একের পর এক রিকশাওয়ালা, সবার একই কথা–
“বাড়তি টাকা দিতেই হবে, না হলে যাবো না!”

বাচ্চাটার পোড়া শরীর তখন কোলের মধ্যে কাঁপছে।
তবুও কারও চোখে জল নেই, শুধু টাকার হিসাব!

আরেকজন দৌড়াচ্ছে মাইলস্টোন কলেজের দিক থেকে,
পুড়ে যাওয়া ছোট্ট মেয়েটিকে বাঁচানোর জন্য, ওকে মর্ডান হাসপাতালে নিতে চায়।
রেগুলার ভাড়া ২৫০–৩০০ টাকা।

কিন্তু সিএনজিওয়ালা চাচ্ছে ১০০০, কেউ চাইছে ১২০০ টাকা!
বলছে, “ঝামেলা হবে ভাই, বেশি ভাড়া না দিলে যাবো না!”

সেই মানুষটা কাকুতি মিনতি করছে, “ভাই, এইটুকু বাচ্চা, দেখেন না… পুরো শরীর পুড়ে গেছে…”
কিন্তু কোনো কানে পৌঁছায় না।

রাস্তায় চলা প্রাইভেট কারগুলোরও কেউ থামে না, কেউ জানালা খুলে পর্যন্ত দেখে না।
একটা বাচ্চার পোড়া শরীরের কষ্ট তাদের একটুও নরম করে না।

বাচ্চাগুলো ততক্ষণে যন্ত্রণায় ছটফট করছে।
তাদের ছোট্ট মুখ থেকে শুধু গোঙানি বের হচ্ছে, যেন বাঁচতে চাচ্ছে…
আর আমরা? আমরা তখনও দাম বাড়াচ্ছি!

যখন মৃত্যুর সাথে লড়াই, তখনো কেন টাকার হিসাব?
যখন একটুখানি দয়া বাঁচাতে পারে একটা জীবন, তখনো কেন গলায় ওঠে ‘ভাড়া বেশি দিতে হবে’?

এই সমাজ কবে শিখবে?
এই মানুষগুলো কবে বুঝবে, টাকার চেয়ে বড় কিছু আছে– নাম তার মানবতা?

একটা বাচ্চার পোড়া শরীর আর কষ্ট ভোলার নয়।
তাদের শেষ শ্বাস নিতে নিতে এই শহরের মানুষকে দেখে যাওয়া চোখও একদিন আমাদের বিচার করবে।

আমরা কবে মানুষ হবো? কবে সভ্য হবো?

#মানবতা #ভাড়া #বাচ্চাদেরযন্ত্রনা

“স্বপ্নগুলো ধুলোয় মিশে গেল আকাশ ছোঁয়ার আগে "আজ উত্তরা মাইলস্টোন কলেজের আকাশে উড়ে যাওয়া স্বপ্নগুলো এক ঝটকায় থেমে গেল...
21/07/2025

“স্বপ্নগুলো ধুলোয় মিশে গেল আকাশ ছোঁয়ার আগে "

আজ উত্তরা মাইলস্টোন কলেজের আকাশে উড়ে যাওয়া স্বপ্নগুলো এক ঝটকায় থেমে গেল। যারা চলে গেছে, তারা ফিরে আসবে না, কিন্তু তাদের স্মৃতি আর অসমাপ্ত স্বপ্নগুলো আমাদের হৃদয়ে চিরজীবী থাকবে। 💔
একটি পুরো প্রজন্মের কান্না, একটুখানি আকাশ ছোঁয়ার স্বপ্ন… সব থমকে গেল কিছু সেকেন্ডেই। 🕊️✨

#উত্তরা #মাইলস্টোন_কলেজ #শোক #বাংলাদেশ #প্রার্থনা

10/07/2025

৩ কেজি তরমুজ খাওয়ার কঠিন চ্যালেঞ্জ
゚viralシ

হারিয়ে যাওয়া মুহূর্তগুলোই আজ হৃদয়ের সবচেয়ে কাছের স্মৃতি…
10/07/2025

হারিয়ে যাওয়া মুহূর্তগুলোই আজ হৃদয়ের সবচেয়ে কাছের স্মৃতি…

09/07/2025

বেলুন ফোটানোর প্রতিযোগিতা
゚viralシ ゚viralシ

08/07/2025

゚viralシ ゚viralシ TopFans

🎉 ৬,০০০ হৃদয়ের ভালোবাসা! ❤️🙏আজ আমরা ৬ হাজার ফলোয়ারের একটি সুন্দর মাইলফলকে পৌঁছালাম!এই যাত্রায় যারা পাশে ছিলেন, আপনাদের প...
05/07/2025

🎉 ৬,০০০ হৃদয়ের ভালোবাসা! ❤️🙏
আজ আমরা ৬ হাজার ফলোয়ারের একটি সুন্দর মাইলফলকে পৌঁছালাম!

এই যাত্রায় যারা পাশে ছিলেন, আপনাদের প্রতিটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাহস আমাদের এগিয়ে যেতে শক্তি দিয়েছে।

আপনাদের ভালোবাসায় আমাদের প্রতিটি পোস্ট, প্রতিটি গল্প হয়ে উঠেছে বিশেষ। এই পথচলার নায়ক আপনারাই।

আমরা কথা দিচ্ছি, সামনে আরও ভালো কিছু নিয়ে হাজির হবো। আপনারা পাশে থাকুন, আমরা এগিয়ে যাবো। 🌟

20/06/2025

🌙 জুমা মোবারক 🌙
আজ জুমার দিন, রহমত ও বরকতের দিন।
আসুন, পবিত্র এই দিনে দোয়া করি যেন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন এবং হৃদয় শান্তি দিয়ে ভরে দেন।
🕌 সালাত আদায় হোক নিয়মিত,
🤲 দোয়া হোক কবুলের মতো।

#জুমা_মোবারক #দোয়ার_দিন

আল্লাহ যখন আপনার অভিভাবক হন, তখন যত শক্তিশালীই হোক না কেন শত্রু, সে কিছুই করতে পারবে না। সততা, ধৈর্য ও তাওয়াক্কুলই আসল ...
19/06/2025

আল্লাহ যখন আপনার অভিভাবক হন, তখন যত শক্তিশালীই হোক না কেন শত্রু, সে কিছুই করতে পারবে না। সততা, ধৈর্য ও তাওয়াক্কুলই আসল শক্তি। জীবন চলবে পরীক্ষার মধ্য দিয়ে, কিন্তু ঈমানদার কখনো একা নয়।

#আল্লাহরভরসা #সততারজয় #ঈমান #বিশ্বাস #ধৈর্য #আল্লাহসাথেআছেন #সত্যেরপক্ষে

Address

Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD MONIR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD MONIR:

Share

Category