Anu I'm Shikder, this is my vlog page

24/08/2023

Aha ki bristy

Mun r biye🥰
04/08/2023

Mun r biye🥰

03/08/2023
Mun r holod💛
03/08/2023

Mun r holod💛

😘
28/07/2023

😘

❤️❤️
23/07/2023

❤️❤️

04/07/2023

বড় হাঁড়িতে মাংস রান্না 🤤

20/06/2023

ঈদ স্পেশাল প্যাকেজ
মাত্র ৪৮০০৳ টাকায় ৩০জুন, ০১,০২,০৩ জুলাই একটানা ৪ দিন সাজেক ট্যুর। যেতে চাইলে বুকিং কনফার্ম করুন আসন পেতে সীমিত।

৩ রাত ২ দিনের সাজেক ট্যুর:
সিঙ্গেল জনপ্রতি : ৪৮০০৳ (১:৪)
কাপল জনপ্রতি : ৬৫০০৳ (১:২)

বাস: ৩৬ সিটের ইকোনো/ ঈগল পরিবহন।

টিম সাইজ: ২৪ জন ( প্রতিটা ডেটে)
অলরেডি ৫০% বুকিং কনফার্ম। তাই দেরি না করে দ্রুত আপনার আসনটি নিশ্চিত করুন।

বিস্তারিত : Call & whatsapp
01601-779472
01840-767521

ঈদ স্পেশাল প্যাকেজমাত্র ৪৮০০৳ টাকায় সাজেক ভ্যালী ভ্রমণ - Sajek Valley Tour ৩রাত ২দিন  Magh Konna Travellers-মেঘকন্যা ট্র...
19/06/2023

ঈদ স্পেশাল প্যাকেজ
মাত্র ৪৮০০৳ টাকায় সাজেক ভ্যালী ভ্রমণ - Sajek Valley Tour ৩রাত ২দিন Magh Konna Travellers-মেঘকন্যা ট্রাভেলার্স এর সাথে। বিস্তারিত জানতে নিচে দেখুন।

________________________________________

#সাজেক_ভ্যালী_ভ্রমণ ৩রাত ২দিন

#ইকোনমি_প্যাকেজ
জনপ্রতি: ৪,৮০০/- ১রুমে ৪জন-নন এসি বাস
জনপ্রতি: ৬,৫০০/- ১রুমে ২জন-নন এসি বাস-কাপল

#প্রিমিয়াম_প্যাকেজ
জনপ্রতি: ৬,০০০/- ১রুমে ৪জন-নন এসি বাস
জনপ্রতি: ৭,৫০০/- ১রুমে ২জন-নন এসি বাস-কাপল

#বিঃদ্রঃ এসি বাস হলে জনপ্রতি ১,৭০০/- টাকা যুক্ত হবে উক্ত প্যাকেজের সঙ্গে।

#আমাদের সকল প্যাকেজ
#এসিবাস রবি এক্সপ্রেস/ সেন্টমার্টিন পরিবহন
# নন এসি বাস শ্যামলি / ইকোনো পরবহন / সৌদিয়া পরবহন/ J-1 সমমানের বাস

#ইকোনোমি_কটেজঃ গসপেল, মোনআভা,পাহাড়পুন্জী,বিহান, দার্জেলিং সমমানের।

#প্রিমিয়াম_কটেজঃ জুমঘর,অবকাশ,সাংগ্রাই,মেঘমাচাং,কিন্নর,ডিঙ্গি সমমানের।
________________________________________

❐ ঈদ স্পেশার প্যাকেজ মেঘকন্যা ট্রাভেলার্স এর সাজেক ভ্রমণ সময় সুচিঃ-

#ট্যুর_০১
যাত্রা:- ৩০/০৬/২০২৩ রাত ১০টা ঢাকা থেকে
ফেরা:- ০২/০৭/২০২৩ রাত ১০টা খাগড়াছড়ি হতে

#ট্যুর_০২
যাত্রা:- ০১/০৭/২০২৩ রাত ১০টা ঢাকা থেকে
ফেরা:- ০৩/০৭/২০২৩ রাত ১০টা খাগড়াছড়ি হতে

#ট্যুর_০৩
যাত্রা:- ০২/০৭/২০২৩ রাত ১০টা ঢাকা থেকে
ফেরা:- ০৪/০৭/২০২৩ রাত ১০টা খাগড়াছড়ি হতে

#ট্যুর_০৪
যাত্রা:-০৩/০৭/২০২৩ রাত ১০ টা ঢাকা থেকে
ফেরা:-০৫/০৭/২০২৩ রাত ১০ টা খাগড়াছড়ি হতে
________________________________________

আরো বিস্তারিত জানতে কল করুনঃ

হট লাইন:-
# 01601-779472
# 01840-767521
Call & whats up
________________________________________

#ভ্রমণের_স্থান_সমুহঃ
১. সাজেক
২. রুই লুই পাড়া
৩. কংলাক পাহাড়
৪. স্টোন গার্ডেন
৫. হ্যালিপ্যাড
৬. রিসাং ঝর্ণা
৭. তারেং
৮. আলুটিলা গুহা
৯. ঝুলন্ত ব্রিজ
১০. স্বর্ণ মন্দির
________________________________________________________________________________

❑ ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
প্রথমদিন রাতে রওনা দিয়ে পরদিন ভোরে খাগড়াছড়ি পৌঁছাবো। হোটেলে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিবো।

এরপর সাজেকের উদ্দেশ্যে রওনা করবো নতুন জিপে। দুপুরের মধ্যে সাজেকে রিসোর্টে চেক-ইন। সারাদিন সাজেক এর কংলাক পাহাড় লুসাই পল্লি হ্যালি প্যাড আশেপাশের স্পট ভ্রমন এবং পরদিন ঘুরবো রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা, তারেং ও ঝুলন্ত ব্রিজ। সন্ধ্যায় খাগড়াছড়িতে হোটেলে ফ্রেশ হয়ে রাতের খাবার। এরপর রাতের বাসে রওনা দিয়ে ভোরে ঢাকায় থাকবো।

খাবার : সকালের খাবারে থাকবে পরোটা, ডিমভাজি, ডাল, চা। দুপুরে চিকেন , ভর্তা, ডাল, সবজি, রাতে বারবিকিউ

২য় দিন: সকালে ভুনা ডিম খিচুড়ি দুপুরে খাগড়াছড়ির সবচেয়ে সেরা FNF রেস্টুরেন্ট অথবা মনটানা রেস্টুরেন্টে এ লাঞ্চ হবে, হাসের কালো ভুনা, অথবা দেশি মুরগি ভুনা, অথবা গরুর মাংস ভুনা।
________________________________________________________________________________

❐ কনফার্ম করার জন্য ডেড লাইনের মধ্যে প্রতিজন ২,৫০০/- টাকা কনফার্মেশন মানি জমা দিতে হবে যা ভ্রমণ কেনসেল করলে অফেরতযোগ্য বলে বিবেচনা করা হবে। ট্যুরের বাকি টাকা সকালে খাগড়াছড়ি পৌঁছে দিয়ে দিতে হবে।
________________________________________________________________________________

❐ যা যা থাকছে এর মধ্যেঃ
* সকল ট্রান্সপোর্ট খরচ
* দুই দিনের জন্য জীপ গাড়ি
* মোট ৫ বেলা খাবার।
* ১ রাত রিসোর্ট এ রাএি যাপন
* দক্ষ গাইড

❐ যা থাকছেনাঃ
যা যা উপরে উল্লেখ করা হয়নি।
________________________________________

(অফিসের ঠিকানা)

# উওরা সেক্টর ০৭ রোড নামবার ৩৫ হাউজ ০৩ উওরা ঢাকা ১২৩০।

*বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে পেমেন্টর সুবিধা রয়েছে।
*বিকাশ: # 01840767521 (পারসোনাল নাম্বার)
01714788120 যেকোন বিষয় জানতে কল করুন।

#বিঃদ্রঃ মাত্র ৬৯০০৳ টাকায় ৪ রাত ৩ দিনের ও সাজেক ভ্রমণের প্যাকেজ রয়েছে আমাদের। চাইলে বুকিং কনফার্ম করতে পারেন। এছাড়া ঈদের ছুটিতে সাজেক সহ কক্সবাজার, রাঙ্গামাটি,বান্দরবন,টাঙ্গুয়ার হাওড়,সিলেট ইভেন্ট রয়েছে।

ভ্রমণ আপনার দায়িত্ব আমাদের। তাহলে আর কেন দেরি এখনি বুকিং কনফার্ম করে আপনার আসনটি বুঝে নিন।

ধন্যবাদন্তে
মেঘকন্যা ট্রাভেলার্স

07/06/2023

Nivan❤️

17/04/2023

যারা ফরজ নামাজের পর আয়াতুল কুরসী পড়েন তাদের জন্য মৃত্যুর যন্ত্রনা কেমন হবে

হযরত মুহাম্মাদ (‎‫ﷺ‬‎) এর মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে। নবীজীর ঘরের দরজায় একজন কড়া নাড়ছে।

ফাতেমা (রাঃ)বললেন,
“বাবা একজন নতুন লোককে দেখলাম দরজার পাশে।”

নবীজী বললেন,“দরজা খুলে দেও তিনি
আজরাইল (আঃ) তোমাকে এতিম করতে এসেছে।”

ফাতেমা (রাঃ) দরজা খুলে দিলে প্রথমে জিবরাঈল (আঃ)পরে আজরাইল(আঃ) ঘরে প্রবেশ করল।

হযরতে জিবরাঈল (আঃ) বলেন, “হে নবী! আজকে একজন নতুন ফেরেস্তা এসেছে, যে ফেরেস্তা দুনিয়ার কারো কাছে আসার সময় অনুমতি চাই না। আজকে আপনার কাছে অনুমতি চাইছে। আপনি যেতে চাইলে সে আপনাকে নিয়ে যাবে, না যেতে চাইলে আপনাকে রেখে যাবে।”

নবীজী বললেন,
“থাকতে চাইলে কতদিন থাকতে পারব?”

জিবরাঈল (আঃ)বলেন, “আপনার যতদিন ইচ্ছা।”

নবীজী বলেন, “তারপর কি?”

জিবরাঈল(আঃ) বলেন, “তারপর যেতে হবেই কারণ জীবন যার আছে মৃত্যু তার হবেই।”

নবীজী বলেন, “যেতে যখন হবে তাহলে এখনি আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই।”

হযরত আজরাইল (আঃ)প্রথমে নবীজীর বুকের উপর তার হাতটা রাখলেন।

নবীজী বলেন,
“আমার মনে হচ্ছে বুকের উপর ওহুদ পাহাড় রেখেছে।”

নবীজী বলেন কি রাখলে আমার বুকের উপর?

আজরাইল(আঃ) বলেন নবীজী আমি জানি আপনি আল্লাহর সবচেয়ে সম্মানিত মেহমান, তাই আস্তে করে আমার হাতটা রাখলাম।

নবীজী বলেন, “তোমার আস্তে করে রাখা হাতের যন্ত্রনা যদি ওহুদ পাহাড় রাখার সম কষ্ট হয়, না জানি কত
কষ্ট মৃত্যুর যন্ত্রনা।

”নবীজী বলেন,হে আজরাইল(আঃ)! আজকে কথা দিয়ে যাও মৃত্যুর যত কষ্ট আজকে আমাকে দিয়ে দাও তবু আমার দুর্বল উম্মতকে মৃত্যুর কষ্ট দিও না।”

আজরাইল বলেন, “হে নবী! আমি যেহেতু জান কবজ করব আমি বলে দেই আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাযের পর আয়াতুল কুরসী পাঠ করে। আমি কথা দিলাম তারা মরণের কষ্ট তখন টের পাবে না।

❝সুবাহান-আল্লাহ❞
collected

আল্লাহ্ তাআলার রহমতে অন্ধকার কেটে যাবে ইনশাহ আল্লাহ্❤️
12/04/2023

আল্লাহ্ তাআলার রহমতে অন্ধকার কেটে যাবে ইনশাহ আল্লাহ্❤️

09/04/2023

নবীজির প্রথম স্ত্রী বিধবা ছিলেন। (একবার না, তার ২ জন হাজবেন্ড মারা যায়)

নবীজির মেয়ে ডিভোর্সি ছিলেন।

নবীজির একমাত্র কুমারী স্ত্রী উম্মুল মু'মিনীন আয়েশা (রাঃ) অল্প বয়সের হওয়া সত্ত্বেও কোনো সন্তানের মা হতে পারেনি।

উম্মুল মু'মিনীন খাদিজা (রাঃ) ৪০ বছর বয়সে বিয়ের পরও ৬ সন্তানের মা হতে পেরেছিলেন।

নিঃসন্দেহে গোটা পৃথিবী এখনো 'সিংগেল মাদার' কনসেপ্ট মেনে নেয়ার মত যথেষ্ট আধুনিক সামগ্রিকভাবে হতে পারেনি। ইসলামে সিংগেল মাদার কোনো অসম্মানের ব্যাপার না। ইসলামের অনেক বড় বড় স্কলার এর মা 'সিংগেল মাদার' ছিলেন।

হযরত মরিয়ম (আঃ) এর জীবনী, সাফা এবং মারওয়া পাহাড়ে ৭ বার পানির খোজে ছুটে বেড়ানো হযরত ইব্রাহীম (আঃ) এর স্ত্রী হাজেরার (pbuh) কাহিনী কিংবা সন্তানকে সিন্দুকে ভরে পানিতে ভাসিয়ে দেয়া হযরত মূসা (আঃ) এর মায়ের কথা সবার জানা।

আল্লাহ কেনো এসব কাহিনী বর্ণনা করেন?
এই নারীদের একক দায়িত্ব নেয়ামত হিসেবে তাদের মানসিক এবং আত্মিক শক্তির প্রতিনিধিত্ব করে। এগুলা সব ই নেয়ামত! গিফট!

ডিভোর্সি, বিধবা, নিঃসন্তান, বয়ষ্ক বিবাহ, সিংগেল মাদার... এসব কোনো অবস্থাতেই একজন মেয়ের জন্য অপমানজনক কিছু না। বরং ইসলামে অপছন্দনীয় হওয়া সত্ত্বেও ডিভোর্সের অধিকার কারো কারো জন্য একটি নেয়ামতও হতে পারে যদি সে একটা টক্সিক রিলেশনের মধ্যে থাকে যেখান থেকে বের হওয়া টা জরুরী হয়ে দাঁড়ায়।

আমাদের সমাজের প্রশ্নবোধক চিহ্নগুলো এত বিষাক্ত যে আমরা মানুষের ব্যক্তিজীবনকে মাঝেমাঝে প্রশ্নবাণে জর্জরিত করে ফেলি। একটু আধুনিক হওয়া প্রয়োজন সবার যেখানে ডিভোর্সি, বিধবা, নিঃসন্তান, বয়ষ্ক বিবাহ, সিংগেল মাদার টার্মগুলো শুনলেই চোখ-মুখ জিজ্ঞাসু হয়ে উঠবে না। একজন মেয়ের সম্মানের সাথে এসব টার্ম জড়িত না। কোনোভাবেই না।

collected

24/03/2023

ইয়া রব!
নীরবে কষ্ট পাচ্ছে এমন প্রতিটি অন্তরে আপনি রহমতের বৃষ্টি দান করুন!
আমীন!

Address

Gazipur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anu:

Share