10/03/2024
আজ বাজারে হাটছিলাম। হঠাৎ দেখি রাস্তার এক কোনায় বসে আছে একজন বায়োবৃদ্ধ মহিলা। কৌতুহলি হয়ে দেখতে গেলাম ওনাকে। কাছে গিয়ে দেখি কিছু কচুর শাক নিয়ে বসে আছে বিক্রি করার জন্য।
আচ্ছা একটু চিন্তা করুন তো ওনি এই শাকগুলো আর কত টাকা বিক্রি করতে পারবে?
কিন্তু অনেক আশা করে বসে আছে এগুলো বিক্রি করে বাড়িতে কিছু নিয়ে যাবে।
আর আমাদের এই জীবন নিয়ে কত কি ভাবনা❗