Bismillah Agro BD

Bismillah Agro BD Alhamdulillah �

যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়; জেনে রেখ, আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়।
(সুরা আর-রাদঃ২৮)

আজ বাজারে হাটছিলাম। হঠাৎ দেখি রাস্তার এক কোনায় বসে আছে একজন বায়োবৃদ্ধ মহিলা। কৌতুহলি হয়ে দেখতে গেলাম ওনাকে। কাছে গিয়ে দে...
10/03/2024

আজ বাজারে হাটছিলাম। হঠাৎ দেখি রাস্তার এক কোনায় বসে আছে একজন বায়োবৃদ্ধ মহিলা। কৌতুহলি হয়ে দেখতে গেলাম ওনাকে। কাছে গিয়ে দেখি কিছু কচুর শাক নিয়ে বসে আছে বিক্রি করার জন্য।
আচ্ছা একটু চিন্তা করুন তো ওনি এই শাকগুলো আর কত টাকা বিক্রি করতে পারবে?
কিন্তু অনেক আশা করে বসে আছে এগুলো বিক্রি করে বাড়িতে কিছু নিয়ে যাবে।

আর আমাদের এই জীবন নিয়ে কত কি ভাবনা❗

ঠিক ততোখানিই হোন.....
25/01/2024

ঠিক ততোখানিই হোন.....

24/01/2024

আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ই'লমান নাফিয়ান,ওয়া রিজক্বান ত্বাইয়িবা ওয়া আ'মালান মুতাক্বাব্বালান 🤲
(ইবনে মাজাহ)

22/01/2024

প্রাণের বাবরি মসজিদ ❤️

১৯৯২ সালের ৬ই ডিসেম্বর পর্যন্ত ভারতের অযোধ্যায় যেখানে প্রায় ৫০০ বছর পুরনো বাবরি মসজিদ ছিল, সেই জায়গাতেই ২০২০ সালের ৫ আগস্ট নরেন্দ্র মোদী রামমন্দির নির্মানের সূচনা করেছিল। যেটি মহাসমারোহে আজ (২২শে জানুয়ারি, ২০২৪) উদ্বোধন হবে।

প্রাণের বাবরি মসজিদ (১৫২৮ থেকে ১৯৯২)।





সংগৃহীত

21/01/2024

যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য আমার নিয়ামত বৃদ্ধি করে দেব।
(সুরা ইব্রাহীম -৭)

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bismillah Agro BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share