২৪এর স্টুডেন্ট

২৪এর স্টুডেন্ট আমি তারুণ্যের পক্ষে...
আমি ছাত্রদের পক্ষে...
👉 Because I am most identified as a student.

বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের কোন পরাজয় নেই।।


©....Rony

নতুন বাংলাদেশে নতুন ভাবে পথ চলা। চলো বাংলাদেশ চলো বিশ্ব উজানে.... বাংলাদেশ দীর্ঘজীবী হোক।
09/08/2024

নতুন বাংলাদেশে নতুন ভাবে পথ চলা।
চলো বাংলাদেশ চলো বিশ্ব উজানে.... বাংলাদেশ দীর্ঘজীবী হোক।

09/08/2024

স্বাধীন দেশে নতুন পরিচয়ে চাকরি নিবেন, কোনো বাপ দাদার পরিচয়ে না।

সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

চেয়েছিলো সরকারি চাকরিতে অধিকার, হয়ে গেল সরকার...😍😊
09/08/2024

চেয়েছিলো সরকারি চাকরিতে অধিকার, হয়ে গেল সরকার...😍😊

কোথাও এক জায়গায় পড়েছিলাম 'প্রতিভার' অপব্যবহার করতে নেই! আসলেই 'প্রতিভা আর মেধার' অপচয় করতে নেই। আপনি যত বড়ই প্রতিভা...
08/08/2024

কোথাও এক জায়গায় পড়েছিলাম 'প্রতিভার' অপব্যবহার করতে নেই!

আসলেই 'প্রতিভা আর মেধার' অপচয় করতে নেই। আপনি যত বড়ই প্রতিভাবান কিংবা মেধাবী হোন না কেন, আপনার প্রতিভা আর মেধা যদি ন্যায় অন্যায় বিচার করতে না পারে।
আপনার প্রতিভা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে, আপনার মেধাকে যদি ন্যায়ের পথে ব্যবহার করতে না পারেন, আপনার এই প্রতিভা, মেধার‌ কোন মূল্য নাই।।
আপনার এই প্রতিভা কখনোই জনসম্মুখে প্রকাশিত হবে না, আপনার এই মেধা মানুষকে কখনোই প্রবাহিত করবে না।

মেধাকে সঠিক জায়গায় এবং প্রতিভাকে সময় মত ব্যবহার করুন দেখবেন জীবন আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

প্রতিভা, মেধা, শিক্ষা এই তিনটা শব্দ পারস্পরিক সম্পর্কিত। সো প্রতিভা আর মেধা সুশিক্ষার মাধ্যমে প্রতিফলন ঘটান।

সাম্প্রতিক বাংলাদেশের প্রেক্ষাপটে সেটার দৃষ্টান্ত স্থাপন করেছেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সারজিস আলমরা......

এই দেশ তারুণ্যের,এই দেশ ছাত্রসমাজের,এই দেশ মেধাবীদের,এই দেশ সাধারণ জনতার,এই দেশ সর্বস্তরের মানুষের। চলবে না আর কোন স্বৈর...
08/08/2024

এই দেশ তারুণ্যের,
এই দেশ ছাত্রসমাজের,
এই দেশ মেধাবীদের,
এই দেশ সাধারণ জনতার,

এই দেশ সর্বস্তরের মানুষের। চলবে না আর কোন স্বৈরাচার কোন বৈষম্য।

এই জেনারেশনের মেয়েরা দেখিয়ে দিয়েছে, নিজের স্বকীয়তা বজায় রেখে পৃথিবীও পাল্টে দেয়া যায়। পোশাক কখনো বাধা হতে পারে না! তে...
08/08/2024

এই জেনারেশনের মেয়েরা দেখিয়ে দিয়েছে, নিজের স্বকীয়তা বজায় রেখে পৃথিবীও পাল্টে দেয়া যায়। পোশাক কখনো বাধা হতে পারে না!

তেলাপোকা দেখে ভয়ে চিৎকার করা জেনারেশনের মেয়েরাও দেশ সংস্কারের প্রয়োজনে লাঠি হাতে ট্রাফিকের দ্বায়িত্ব পালন করছে!
রেস্পেক্ট প্রিয় বোনেরা...😍

পার্থক্যটা টের পাচ্ছেন???বছরের পর বছর ক্ষমতার চেয়ারে থেকেও যারা ইন্ডিয়া প্রসঙ্গে বিড়ালের মতো ম্যাঁও ম্যাঁও করে কথা বলতো।...
08/08/2024

পার্থক্যটা টের পাচ্ছেন???
বছরের পর বছর ক্ষমতার চেয়ারে থেকেও যারা ইন্ডিয়া প্রসঙ্গে বিড়ালের মতো ম্যাঁও ম্যাঁও করে কথা বলতো। ড. ইউনুস সেখানে ইন্ডিয়ার সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে ইন্ডিয়াকেই থ্রেট করে কথা বললেন!

ভদ্রলোক এখনও চেয়ারে বসেন নাই। ক্ষমতাও হাতে নেন নাই। তার আগেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে তিনি ইন্ডিয়াকে মাতব্বরি করতে দিবেন না। নেভার। এভার।

স্যালুট স্যার আপনাকে আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার জন্য।
ভারতীয় টিভি চ্যানেল এন ডি টিভির সাথে সাক্ষাৎকারে ড. মুহম্মদ ইউনুস বলেন_

#ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বেশি বাড়াবাড়ি করে, তাহলে তারাও সেভেন সিস্টার্স নিয়েও শান্তিতে থাকতে পারবে না।

#শেখ মুুজিবের ছবি এবং মুর্তি পাবলিক কেনো নামাচ্ছে, এটা তার মেয়েকে জিজ্ঞেস করেন। উনি কী কী করেছেন, সেটা তিনিই ভালো জানেন।

#দেশে যে হানাহানি হচ্ছে, এটা দীর্ঘদিনের জুলুম নির্যাতনের প্রতিক্রিয়াজনিত। শীঘ্রই থেমে যাবে।

আমার ধারণা, কয়েক মিনিটের এই ইন্টারভিউ পৃথিবীর বাইরের কোনো এক গ্রহে পৌঁছে গেছে৷ যেখানে বসে আমাদের (আবরার) হাসছে পুষ্পের হাসি।

আত্মীয় হয়েও আপনি যা করলেন সম্পর্কের চাইতে দেশ ও দেশের জন্য মানুষ। অনেক ধন্যবাদ স্যার, বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কে না ন...
08/08/2024

আত্মীয় হয়েও আপনি যা করলেন সম্পর্কের চাইতে দেশ ও দেশের জন্য মানুষ। অনেক ধন্যবাদ স্যার, বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কে না নেওয়ার জন্য। দেশের মানুষের শেষ আশ্রয়স্থল ছিল বাংলাদেশ সেনাবাহিনী। জাতির এই ক্লান্তিলগ্নে অভিভাবক হিসেবে সঠিক সিদ্ধান্তের জন্য দেশবাসী আপনার কাছে আজীবন ঋণী থাকবে....

আপনার সুযোগ্য নেতৃত্বে আমরা গর্বিত। আমরা যেন সব সময় গর্বের সাথে পরিচয় দিতে পারি। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় মাতৃভূমি রক্ষার্থে দেশের জনগণের স্বার্থে সবসময় জনগণের সাথেই আছে এবং থাকবে। ইনশাআল্লাহ।

Bangladesh Army

08/08/2024

আজ দুপুর ২ টায় বাংলাদেশে পৌঁছাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও আগ্রহী ছাত্র-জনতাকে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অবস্থানের আহ্বান থাকবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

08/08/2024

💪

08/08/2024

আচ্ছা যারা ড. মুহাম্মদ ইউনূসকে চাচ্ছেন না, তারা কাকে চান? ওনার থেকে আস্থাভাজন লোক এদেশে আর কে আছে? মতামত জানিয়ে যাবেন।
যারা ইউনুস কে জানেন না তারা নানা কথা বলেন। ড ইউনুস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের ১ টি টাকা লাভ নেননি। যে গ্রামীন ব্যাংকের বাজার মূল্য ৯৩০০০০ কোটি টাকা!! তাহলে উনি সুদ খোর হলেন কিভাবে? উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন মাত্র! গ্রামীণ ব্যাংকের সবটাকার মালিক দরিদ্র নারীরা। এমনকি ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই। উনি ব্যক্তিগত সম্পত্তি বিশ্বাস করেন না। বহু অর্থ লাভের সুযোগ পেয়েও উনার জীবনযাপন অতি সাধারণ। যারা দুনিয়ায় ধন সম্পত্তির উর্ধ্বে তাকে আপনি সুদখোর বলছেন?
নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একটা পরিচয়, সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হল:

১। নোবেল।

২। অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড।

৩। মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র ১২ জন। তার মধ্যে প্রফেসর ইউনুস একজন।

মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন, আক্ষরিক ভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে।

বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল আলিম্পক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। আলিম্পক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন (প্রধান অতিথি) আলিম্পক মশাল বাহক। ২০২০ সালের জাপান আলিম্পকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস। ভাবা যায়!? পৃথিবীর ইতিহাসে Olympic Laurel দেয়া হয়েছে মাত্র দুই জন কে তার মধ্যে ড. ইউনূস একজন।

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মত নাকউঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ড. ইউনুসের ছবি!! ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল।

প্রফেসর ইউনুসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋন, সামাজিক ব্যবসা, এবং থ্রি জিরো, এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহন করেছে। এই তিনটা তত্ত্বের তিনটাই যে খুব ভাল, আমি এমনটা মনে করি না। যেকোন সুদ ভিত্তিক পদ্ধতি ভাল হতে পারে না। তবে পয়েন্ট হল সারাবিশ্ব এটাকে গ্রহন করেছে। সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো— এই দুইটা খুবই জনহিতকর তত্ত্ব, এটা নিয়ে বিতর্ক নেই।

বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যেকোন তালিকাতে প্রফেসর ইউনুস টপ ৫ এর মধ্যে

06/08/2024

অভিনন্দন ড. ইউনুস কে..

সেইসাথে অভিনন্দন জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কদেরকে যাদের দুঃসাহস এই ছাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে একটা স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছে।।

এবং এই আন্দোলনকে ঘিরে যারা শহীদ হয়েছেন যাদের জীবন ত্যাগের মাধ্যমে আমরা বৈষম্য মুক্ত, স্বৈরাচার মুক্ত একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।।

বাংলাদেশের পতাকায় তোমাদের নামগুলা স্বর্ণাক্ষরে‌ লিখা থাকবে।
জাতি তোমাদেরকে কখনো ভুলবেনা।।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ২৪এর স্টুডেন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ২৪এর স্টুডেন্ট:

Share

Category