13/03/2025
ফেসবুক মনিটাইজেশন user দের জন্য Payout Disabled হওয়া একটি বড় সমস্যা। এটা৷ mainly ভুল তথ্য বা নীতিমালা লঙ্ঘনের কারণে হয়ে থাকে। এর আরো কয়েকটি কারণ থাকতে পারে, যেমন:
1. ভুল ব্যাংক বা ট্যাক্স তথ্য :
যদি ব্যাংক অ্যাকাউন্ট বা ট্যাক্স সম্পর্কিত তথ্য ভুল বা অসম্পূর্ণ থাকে, তাহলে ফেসবুক পেমেন্ট বন্ধ করে দিতে পারে।
2. Unusual Activity (অস্বাভাবিক কার্যক্রম) :
স্প্যাম বা অস্বাভাবিক এনগেজমেন্ট (ফেক লাইক, কমেন্ট, শেয়ার, বট ব্যবহার) করলে। Facebook Monetization Policy ভঙ্গ করলে।
3. পেমেন্ট ব্যর্থ হওয়া :
ব্যাংক লেনদেন বাতিল করলে বা পেমেন্ট রিজেক্ট হলে। যদি বারবার পেমেন্ট প্রসেস করতে গিয়ে ব্যর্থ হয় তবে Payout Disabled হতে পারে।
--এখন প্রশ্ন হলো এই সমস্যার সমাধান কি আছে?
দেখুন ভাই সমস্যা থাকলে সমাধান ও অবশ্যই আছে তেমনই Payout সমস্যা সমাধানের উপায়ও আছে। যেমন:
1. Facebook Monetization Policy চেক করুন। ফেসবুকের নীতিমালা অনুসরণ করুন এবং আপনার অ্যাকাউন্টের বর্তমান স্ট্যাটাস Monetization Status থেকে চেক করুন।
2. ব্যাংক ও ট্যাক্স তথ্য আপডেট করুন। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, হোল্ডার নাম, ট্যাক্স ইনফরমেশন সঠিকভাবে দিন।
যদি তথ্য ভুল দেওয়া থাকে, তাহলে দ্রুত সঠিক তথ্য আপডেট করুন।
3. Facebook Support-এ রিপোর্ট করুন। Facebook Payout Support-এ যোগাযোগ করুন এবং সমস্যার বিস্তারিত জানান।
অনেক ক্ষেত্রে Facebook Pay Support-এর সঙ্গে সরাসরি কথা বলে সমস্যার সমাধান করা যায়।
4. পেজ ও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন।
2-Factor Authentication (2FA) চালু করুন, যাতে হ্যাকিং বা অননুমোদিত অ্যাক্সেস প্রতিরোধ করা যায়।
পেজ বা অ্যাকাউন্টে বিনাকারণে অ্যাডমিন বা ম্যানেজার এড দিবেন না।
👉 এগুলো ছাড়া অন্য কোনো কারণে Payout Disabled হলে কমেন্টে জানান, সমাধান খুঁজে বের করতে সাহায্য করবো কেননা আপনার যেকোনো সমস্যায় পাশে থাকবে।
Riazul it Solution