SK Raju 01

SK Raju 01 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SK Raju 01, Digital creator, Gazipur.

Hello Viewers Assalamualaikum Hope everyone is doing well"Please like my page follow share


আমি নতুন প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন

আর সকলেই আমার ফেসবুক পেজটি ফলো করবেন

জানি পরবর্তীতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি

পৃথিবীর সকল মানুষ যদি তাদের প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার মিছিলে অংশগ্রহণ করে তবুও আমি আমার প্রাক্তনকে ক্ষমা করবো না। আমার...
19/10/2024

পৃথিবীর সকল মানুষ যদি তাদের প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার মিছিলে অংশগ্রহণ করে তবুও আমি আমার প্রাক্তনকে ক্ষমা করবো না। আমার প্রাণবন্ত জীবনকে রক্তপাতহীন হত্যা করার জন্যে সে বেঁচে নিয়েছিলো গোলাপ, ঠোঁটের কোণে মিথ্যে গুঁজে রাখা চুমু। জোছনার আলো থেকে টেনেহিঁচড়ে অন্ধকারে একা রেখে ট্রাসলেট হয়েছে অন্য কারোও বুকে। যে মন থেকে ভালোবাসে সে মরে, জন্মের মরা মরে, যার জন্য মরে সে ফিরেও তাকায় না।

'পরিবার মানছে না, আমি তোমায় ভালোবাসি, বিশ্বাস করো ওইটুকুন সত্য, মৃত্যুর মতো সত্য। তবুও পরিবারে মুখে হাসি ফুটাতে আমাদের আলাদা হওয়া হওয়া উচিৎ'।

তোমাকে আমার আর ভালো লাগে না, টক্সিক লাগে তোমার সঙ্গ। যোগ্যতার বাটখারা দিয়ে মাপলে ভালোবাসা। দীর্ঘদিনের সম্পর্কে থেকে যেই টেবিলে বসে মুগ্ধতা নিয়ে চুমু খেলো, ঐ টেবিলে বসে'ই চুমুর বদলে মিথ্যা অভিযোগ ঠোঁটে ঠেসে দিয়ে যারা জলের গ্লাসের মতো সম্পর্ক ভাঙলো, অন্য নদীতে সাঁতার কাটলো, অন্য কাঁদে মাথা রাখলো, জামা-কাপড় বদলানোর মত মানুষ বদল করলো, আবেগ না বুঝে ক্যারিয়ার বুঝলো, সেসকল প্রেমিকের নামে আমি বুকের তিন ইঞ্চি গভীরে ক্যাপিটাল লেটার আজন্মকাল ঘৃণা লিখে রাখি। তাদের ক্ষমা করা পাপ।

আমি হাতেমতাই না, আমি প্রেমিকা। ঘৃণা করতে করতে আমি হয়ে উঠবো এতবেশী নিকৃষ্ট যে আমার সমস্ত প্রার্থণায় থাকবে তোমার জন্য অভিশাপ। তুমি মরলেও একচিমটি আফসোস করবো না আমি। আমি কাঁদবো না এক ফোঁটাও।

ধরো পৃথিবী ধ্বংস হওয়া চূড়ান্ত, মৃত্যু বুকের উপর ওঠে হামাগুড়ি দিচ্ছে, হৃদয়পিণ্ডে কুড়োল মারছে যন্ত্রণা, ঐ মুহূর্তেও যদি আমার প্রাক্তন এসে ক্ষমা চায়, আমি করুনার ছলেও তাকে ক্ষমা করবো না। আমি মৃত্যু ছুঁতে ছুঁতেও কাঁপা কাঁপা হাতে শাহাদাৎ আঙ্গুল তুলে সোজাসাপ্টা জানিয়ে দিব, পৃথিবীর সমস্ত শুদ্ধ প্রেমিকদের গায়ে কলঙ্ক লেগে যাবে তোমাকে ক্ষমা করে দিলে। আমি তোমায় ক্ষমা করতে পারছি না প্রিয় আমার। আমি তোমায় ঘৃণা করি, বিচ্ছিরি রকমের ঘৃণা করি...

এই হৃদয় ঘরে বসতবাড়ি গড়লে স্বপ্ন আঁকলে চোখ জুড়ে,প্রণয়ের করতলে বিশ্বাস জাগালেকেন দাবদাহে যাচ্ছে পুড়ে?মধ্যরাতে জাগিয়ে কত গল...
18/10/2024

এই হৃদয় ঘরে বসতবাড়ি গড়লে
স্বপ্ন আঁকলে চোখ জুড়ে,
প্রণয়ের করতলে বিশ্বাস জাগালে
কেন দাবদাহে যাচ্ছে পুড়ে?

মধ্যরাতে জাগিয়ে কত গল্প বুনতে
খুনসুটিতেই কাটতো প্রহর,
নিষ্পাপ চোখের চাহনিতে থাকতো
যেনো কথার আরসি নগর।

নিমিষেই ধুলোয় লুটিয়ে পালালে
আমার পরিশুদ্ধ আবেগটুকু,
ভাবিনি কভু বেখেয়ালি ভাবনায়
তুমিও যে হতে পারো দুমুখো।

মানুষের রুপে এসে নীলাক্ত করে
মৃত্যুর চেয়েও যন্ত্রণা দিলে,
একটাই প্রশ্ন করি অন্ধকারে বসে
মন ভেঙে কি আনন্দ পেলে?

যেখানেই থাকো সুখ যেন না কমে
বলে যায় রোজকার প্রার্থনায়,
আমার সমস্তটা জুড়ে রাখি তোমায়
হোকনা অভিমান বা যাতনায়।

17/10/2024

Hi

17/10/2024

শুভ রাত্রি 💯🥰♥️

15/10/2024

সকলেই বন্ধু-বান্ধব আসেন একসাথে কাজ করি লাইফে আসেন

একদিন একটি পাঁখি মহান আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে, আল্লাহ আমি অনেক কষ্ট করে, আমার ঘরটা বানিয়ে ছিলাম। তুমিদিয়ে উড়িয়ে দি...
14/10/2024

একদিন একটি পাঁখি মহান আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে, আল্লাহ আমি অনেক কষ্ট করে, আমার ঘরটা বানিয়ে ছিলাম। তুমি

দিয়ে উড়িয়ে দিলে। কেন আফান চিলে? তখন আল্লাহ করলে উত্তরে বললো, তুমি যখন এমাছিলে তখন একটা সাপ

তোমার ঘরে ঢুকেছিল, তোমাকে খাওয়ার জন্য। তাই আমি তফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম।

মহান আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেয়, যেনো তারা আমাদের ক্ষতির কারন না হয়।

14/10/2024

প্রিয় বন্ধুগণ লাইভে যুক্ত হয়ে যান 🎉🥀♥️

12/10/2024

আজকের লাইভ

12/10/2024

আজকের লাইভ

যারা নতুন প্লিজ ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না আপনারা

11/10/2024

আজকের লাইভ

যারা পেজে আমার জয়েন করছেন তাদের জন্য ধন্যবাদ

10/10/2024

Hello Viewers Assalamualaikum Hope everyone is doing well"Please like my page follow share

Address

Gazipur

Telephone

+8801637210348

Website

Alerts

Be the first to know and let us send you an email when SK Raju 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SK Raju 01:

Share