
19/10/2024
পৃথিবীর সকল মানুষ যদি তাদের প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার মিছিলে অংশগ্রহণ করে তবুও আমি আমার প্রাক্তনকে ক্ষমা করবো না। আমার প্রাণবন্ত জীবনকে রক্তপাতহীন হত্যা করার জন্যে সে বেঁচে নিয়েছিলো গোলাপ, ঠোঁটের কোণে মিথ্যে গুঁজে রাখা চুমু। জোছনার আলো থেকে টেনেহিঁচড়ে অন্ধকারে একা রেখে ট্রাসলেট হয়েছে অন্য কারোও বুকে। যে মন থেকে ভালোবাসে সে মরে, জন্মের মরা মরে, যার জন্য মরে সে ফিরেও তাকায় না।
'পরিবার মানছে না, আমি তোমায় ভালোবাসি, বিশ্বাস করো ওইটুকুন সত্য, মৃত্যুর মতো সত্য। তবুও পরিবারে মুখে হাসি ফুটাতে আমাদের আলাদা হওয়া হওয়া উচিৎ'।
তোমাকে আমার আর ভালো লাগে না, টক্সিক লাগে তোমার সঙ্গ। যোগ্যতার বাটখারা দিয়ে মাপলে ভালোবাসা। দীর্ঘদিনের সম্পর্কে থেকে যেই টেবিলে বসে মুগ্ধতা নিয়ে চুমু খেলো, ঐ টেবিলে বসে'ই চুমুর বদলে মিথ্যা অভিযোগ ঠোঁটে ঠেসে দিয়ে যারা জলের গ্লাসের মতো সম্পর্ক ভাঙলো, অন্য নদীতে সাঁতার কাটলো, অন্য কাঁদে মাথা রাখলো, জামা-কাপড় বদলানোর মত মানুষ বদল করলো, আবেগ না বুঝে ক্যারিয়ার বুঝলো, সেসকল প্রেমিকের নামে আমি বুকের তিন ইঞ্চি গভীরে ক্যাপিটাল লেটার আজন্মকাল ঘৃণা লিখে রাখি। তাদের ক্ষমা করা পাপ।
আমি হাতেমতাই না, আমি প্রেমিকা। ঘৃণা করতে করতে আমি হয়ে উঠবো এতবেশী নিকৃষ্ট যে আমার সমস্ত প্রার্থণায় থাকবে তোমার জন্য অভিশাপ। তুমি মরলেও একচিমটি আফসোস করবো না আমি। আমি কাঁদবো না এক ফোঁটাও।
ধরো পৃথিবী ধ্বংস হওয়া চূড়ান্ত, মৃত্যু বুকের উপর ওঠে হামাগুড়ি দিচ্ছে, হৃদয়পিণ্ডে কুড়োল মারছে যন্ত্রণা, ঐ মুহূর্তেও যদি আমার প্রাক্তন এসে ক্ষমা চায়, আমি করুনার ছলেও তাকে ক্ষমা করবো না। আমি মৃত্যু ছুঁতে ছুঁতেও কাঁপা কাঁপা হাতে শাহাদাৎ আঙ্গুল তুলে সোজাসাপ্টা জানিয়ে দিব, পৃথিবীর সমস্ত শুদ্ধ প্রেমিকদের গায়ে কলঙ্ক লেগে যাবে তোমাকে ক্ষমা করে দিলে। আমি তোমায় ক্ষমা করতে পারছি না প্রিয় আমার। আমি তোমায় ঘৃণা করি, বিচ্ছিরি রকমের ঘৃণা করি...