মজাই মজা

মজাই মজা আমার প্রিয় ভাই ও বোনের আপনাদের সবাইকে আমন্ত্রিত আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্!❤️❤️

আজকের ঢাকার আকাশ
12/04/2025

আজকের ঢাকার আকাশ

ইনশাআল্লাহ মার্চ ফর গাজা🇪🇭🇪🇭🇧🇩🇧🇩আজকের ঢাকা🇪🇭🇧🇩🇪🇭
12/04/2025

ইনশাআল্লাহ

মার্চ ফর গাজা🇪🇭🇪🇭🇧🇩🇧🇩
আজকের ঢাকা🇪🇭🇧🇩🇪🇭

এই ছবি দুটির পার্থক্য করতে আপনাকে অর্থনীতিবিদ হতে হবে না, কমনসেন্স থাকলেই হবে...!১ম ছবিতে, একজন বিখ্যাত ফাইন্যান্স এক্সপ...
12/04/2025

এই ছবি দুটির পার্থক্য করতে আপনাকে অর্থনীতিবিদ হতে হবে না, কমনসেন্স থাকলেই হবে...!

১ম ছবিতে, একজন বিখ্যাত ফাইন্যান্স এক্সপার্ট বিলিয়ন ডলার বিনিয়োগ এর সামিট করার পরও বলছেন, ১৫ হাজার লোকের কর্মসংস্থান। দিস ইস ফ্যাক্ট, বাস্তব. .! উনি কথা বলছেন স্ট্যাটিসটিক্যালী, অংক কষে। ভোটের জন্য উন্মাদ হয়ে আষাঢ়ে গল্প শোনানোর কোন প্রয়োজন তার নেই।

আর ২য় ছবিতে, একজন প্রাক্তন অর্থনীতির শিক্ষক, আমার এক সময়ের পছন্দের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। কথা বলছেন পচনধরা, হাস্যকর রাজনৈতিক নেতাদের মত, কোনরকম ডাটা ছাড়া, ব্যাকগ্রাউন্ড স্ট্যডি ছাড়া..!
আফসোস, তারা এখনও এই দেশের মানুষকে আকাশ কুসুম গল্প শোনায়..!

ভাই, কেউ যদি এই দেশে আজকে কয়েকশত বিলিয়ন ডলারও ইনভেস্ট করে, আগামীকালই ১ লক্ষ লোকের চাকরি হয়ে যাবে না। একটা ম্যানুফেক্চারিং প্লান্ট বানাইতে এক - দের বছরের বেশি সময় লাগে, তার পরে চাকরি হওয়া শুরু হয়। আপনারা দয়া করে নতুন ওবায়দুল কাদের হইয়েন না, এই সব বস্তা পঁচা কথাবার্তা এই দেশের মানুষ শুনতে চায় না..!

এই লোকটা ইউনুসের সাথের সবচেয়ে বড় খেলোয়াড়। দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, তোমরা ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ ক...
09/04/2025

এই লোকটা ইউনুসের সাথের সবচেয়ে বড় খেলোয়াড়। দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, তোমরা ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলো না।

বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতোটা শক্ত খেলোয়াড় তা টের পাবা মাস ছয়েক পরেই। এই ছেলেরা ওয়েস্টার্নের আরাম আয়েশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য না; দেশ বদলে দেয়ার জন্য। তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দাও প্লিজ।

ইতিমধ্যেই সে স্টারলিং নিয়ে এসেছে, নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে। বিনিয়োগ হিসেবে বাহিরের একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে এই বছর ১০০ কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে।

৫টা বিশালাকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে, রিভার ম্যানেজমেন্টের প্লান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে; ৪ টা আন্তর্জাতিক মানের হাসপাতাল (বিদেশী বিনিয়োগে) তৈরির প্রক্রিয়া চালাচ্ছে; ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশী বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে।
ইতিমধ্যেই ১০টা বৃহত্তর ইকোনমিক জোন তৈরি কার্যক্রম চলছে..
ভাই মাত্র কয়েক দিনে এগুলা করেছে সে। যদি সে ৩৬৫ দিন কাজ করার সুযোগ পায় চিন্তা করছেন কই যাবে তার উদ্যোগ গুলা..

তার লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসা এই দেশে। যা দেশের ৩ কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিবে। কম হলেও ১ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।

পরবর্তী সরকারে যেই আসুক, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে ৩ বছর। ইনশাআল্লাহ।

06/04/2025

হঠাৎ করেই একটা গোটা জেনারেশন কার্টুন হয়ে গেলো,
আল্লাহর বানানো সৃষ্টি তাদের পছন্দ হয়নি,
তাই তারা কার্টুন সাজতেছে।
"নাউজুবিল্লাহ"

এপ্রিলের ৯-১০ তারিখ সারা দুনিয়া আমাদেরকে চিনবে অন্য ভাবে।সমীহ করা শুরু করবে। প্রফেসর ইউনুসের লিডিং এ ৫০ দেশের ২৩০০ ইনভেস...
05/04/2025

এপ্রিলের ৯-১০ তারিখ সারা দুনিয়া আমাদেরকে চিনবে অন্য ভাবে।

সমীহ করা শুরু করবে। প্রফেসর ইউনুসের লিডিং এ ৫০ দেশের ২৩০০ ইনভেস্টর আসবে ইন্টারকন্টিনেন্টালে।

এটা বাংলাদেশ কেন আশে পাশের দেশ ও কখনো ভাবেনি বা করতে পারেনি। ভাবুন কি হতে যাচ্ছে দেশে। এলন মাস্ক থেকে বিল গেটস ও আসবে বা আসার সম্ভাবনা আছে।

এলন মাস্কের স্টার লিঙ্ক ইভেন্ট লাইভ ব্রডকাস্ট করবে। ইতিমধ্যে সকল দেশের বড় বড় জায়ান্ট ইনভেস্টর দেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে।

যদি এভাবেই চলে তাহলে নতুন কাজের ক্ষেত্র হবে। আপনারা খালি স্কিলস শিখে যান, 5IR স্কিলস শিখুন, ডিজিটাল ট্রান্সফরমেশান শিখুন। নিজেকে ট্রান্সফরমেশান করুন আর চোখ কান খোলা রাখুন।

আবার আমরা অচিরেই আসিয়ান দেশ গুলার মেম্বার হয়ে যাব। আহা কি শান্তি লাগছে। বিদেশী এম্বেসি দেশে আসছে।

একটা নতুন দেশ পেতে যাচ্ছি আমরা। প্রফেসরের জন্য ভালোবাসা অবিরাম।।।। ধন্যবাদ

-Aziz Masum

ক্যাপশন ছবিতে!!!আমরা নির্বাচন দিয়ে কি করবো,আমরা চাই দেশ যোগ্য ব্যক্তির হাতে এগিয়ে যাক সেটা যে দলেরই হোক।     ゚    #ইউনুস
28/03/2025

ক্যাপশন ছবিতে!!!
আমরা নির্বাচন দিয়ে কি করবো,আমরা চাই দেশ যোগ্য ব্যক্তির হাতে এগিয়ে যাক সেটা যে দলেরই হোক।
゚ #ইউনুস

সব শাশুড়িরা হচ্ছে তালুকদার বাড়ি, চৌধুরী বাড়ি ও খান বংশের মেয়ে।শুধু বাড়ির বউটা ফকিন্নির মেয়ে।
26/03/2025

সব শাশুড়িরা হচ্ছে তালুকদার বাড়ি, চৌধুরী বাড়ি ও খান বংশের মেয়ে।
শুধু বাড়ির বউটা ফকিন্নির মেয়ে।

সন্তানের বাবা যদি, সন্তানের মাকে সম্মান করে, ভালোবাসে তবে সন্তানও সেটাই শিখবে।এমনকি আশেপাশের সবাইও তা করবে।একজন মেয়ের জন...
26/03/2025

সন্তানের বাবা যদি, সন্তানের মাকে সম্মান করে, ভালোবাসে তবে সন্তানও সেটাই শিখবে।
এমনকি আশেপাশের সবাইও তা করবে।একজন মেয়ের জন্য স্বামী তার সবচেয়ে বড় ঢাল,ছায়া।স্বামী যেভাবে সবার সামনে তার স্ত্রীকে উপস্থাপন করবে,সবাই সেভাবেই তাকে কদর করবে।স্বামী নিজেই যদি সবার সামনে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে,গুরুত্ব না দেয় তবে অন্য রাও সাহস পায়।নিজের সন্তানও তখন আর তার মাকে গুরুত্ব, সম্মান কোনোটাই করে না।হয়তো আপনার স্ত্রী ভুল করে বেশি, বুঝে কম,কাজে পারদর্শী নয় তবুও তাকে কখনো সবার সামনে উচ্চ স্বরে ধমক দিবেন না,তাকে লো ফিল করাবেন না।সবাই সবদিক দিয়ে পারফেক্ট হয়না,এই সত্যি টা আপনাকে মেনে নিতে হবে।একজন সন্তান আদর্শবান তখনই হয়,যখন তার বাবা মাও আদর্শবান হয়,তাদের টা দেখে সেও ভালো গুণ শিখে।

স্বামীকে যতই আপন করেন না কেন, মাঝে মাঝে কিছু স্বামী নামের মানুষটা বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না! সে কখনোই তার পরিবারের ...
14/03/2025

স্বামীকে যতই আপন করেন না কেন, মাঝে মাঝে কিছু স্বামী নামের মানুষটা বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না! সে কখনোই তার পরিবারের চেয়ে তোমাকে বেশি ভালোবাসবে না কিন্তু কিছু স্ত্রী আজীবন নিঃস্বার্থভাবে ভালোবেসে তার স্বামীর পাশে থাকে! কিছু স্ত্রী স্বামীর অপমানের পুরো দুনিয়াকে ত্যাগ করতে রাজি থাকে! অথচ কিছু স্বামী তার স্ত্রীর সঠিক হলেও সঠিক টাকে সঠিক বলতে পারেনা!
কারণ কিছু পুরুষের কাছে তার পরিবারের চেয়ে মূল্যবান আর কেউ হতে পারে না!
তার পরিবার যতই ভুল হোক স্ত্রী যতই সত্যি বলুক সঠিক হোক, ঘুরে ফিরে স্ত্রীই খারাপ হবে!🥺💔
এটাই বাস্তব!
জীবন সুন্দর যদি জীবন সঙ্গী সঠিক হয় 🥀

আমার নারী জাতী শুরু থেকেই নিরুপায় নির্যাতিত,,,,,  আমাদের কি আদোও কোন জায়গা হবে কোথাও বলেন তো আপনারা....
13/03/2025

আমার নারী জাতী শুরু থেকেই নিরুপায় নির্যাতিত,,,,, আমাদের কি আদোও কোন জায়গা হবে কোথাও বলেন তো আপনারা....

আজকে হঠাৎ ঘরের ভেতর সাপ চলে আসছে,,,আল্লাহ
06/03/2025

আজকে হঠাৎ ঘরের ভেতর সাপ চলে আসছে,,,আল্লাহ

Address

Trishal, Mymensingh
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when মজাই মজা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share