Daily Gazipur News

Daily Gazipur News সত্যের সন্ধানে আমরা অভিচল।

হবিগঞ্জে বিজিবির অভিযানে  সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ।জিয়াউর রহমান (সাজন)হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে ...
17/11/2025

হবিগঞ্জে বিজিবির অভিযানে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ।

জিয়াউর রহমান (সাজন)
হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালান পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, কসমেটিকস, ফুচকা ও বিভিন্ন ধরনের প্রসাধনী রয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

তিনি জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চুনারুঘাটের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে একটি বড় ধরনের ভারতীয় চোরাচালান পণ্য পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতে রোববার দিবাগত ভোররাতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এরই প্রেক্ষিতে মহাসড়কের সাতছড়ি থেকে দুটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে আটককৃত দুটি ট্রাকের মধ্যে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি, কসমেটিকস ও বিভিন্ন ধরনের প্রসাধনী পাওয়া যায়। অপর আরেকটি কাভার্ডভ্যানের ভেতর থেকে ভারতীয় ফুচকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাকারবারিরা এখন আগের চেয়ে অনেক স্মার্ট হয়েছে। তারা গাড়ির মধ্যে ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করছে।

আমরাও আমাদের নিজেদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের সঙ্গে টেক্কা দিচ্ছি। সীমান্তে অপরাধ দমন ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিজিবি তৎপর রয়েছে। আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।

17/11/2025

সোনামসজিদ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) রুখে দিল চোরাচালান

17/11/2025

শশুর হাকিম পাগলা ও স্বামী আশরাফুল দু'জনেই মা/দ/ক মা/ম/লায় জেলে। এখন তাদের মা/দ/ক ব্যবসা চালাচ্ছেন পুত্রবধূ আন্জুময়ারা বেগম। দোকানে বসে নির্দিধায়।
শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের নতুন বাজার এলাকায়।

17/11/2025

শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়ায় গন অধিকার পরিষদের আনন্দ মিছিল।

02/11/2025

নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে - সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যা গুলো আমরা চিহ্নিত করে কাজ শুরু করেছি। তবে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা যদি এই ধারাবাহিকতা রক্ষা করে তাহলে ৫ বছর পর প্রাইমারি স্কুলের চেহরা বদলে যাবে।
আজ রোববার দুপুরে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের সাথে জেলার শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই সব কথা বলেন।
পাশাপাশি নির্বাচনের আগে দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো সম্ভব কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন,
নতুন বছরের নতুন বই ছাপা হয়ে ইতিমধ্যে গোদামে আসতে শুরু হয়েছে। সুতরাং নির্বাচনের আগে দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে।
এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক একে এম মো শামসুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো নুরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ। পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনেন আয়োজনে মেধা বৃত্তি পুরস্কার অনুষ্ঠানে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

01/11/2025

গাইবান্ধায় গরু চোর সন্দেহে জনতার নির্মম পিটুনিতে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু।

01/11/2025

কুড়িগ্রাম বিভিন্ন দাবিতে সাংবাদিকদের মানববন্ধন।

মোঃ মশিউর রহমান বিপুল
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ, সাগর-রুনি হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড গঠন, চাকুরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল সহ ২১ দফা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধনের সমাবেশ করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন-কেজিইউজে।

শনিবার দুপুর ১২ টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে জেলার ৮ উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক, আরিফুল ইসলাম রিগান, যুগ্ন আহবায়ক,আমিনুল ইসলাম, সদস্য সচিব, মানোয়ার হোসেন লিটন, সদস্য রাশেদুজ্জামান তাওহীদসহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ।
এসময় সাংবাদিকদের দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একুশে টিভির জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব।

01/11/2025

বারহাট্টায় সমবায় দিবস পালিত।

রিপন কান্তি গুণ,
নেত্রকোনা, প্রতিনিধি;

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়' এ প্রতিপাদ্যকে ধারন করে সারা দেশের ন্যায় নেত্রকোনার বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস। দিবসের শুরুতে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়বৃন্দের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মহিবুর রহমান রতন, বারহাট্টা প্রেসক্লাবের সদস্য শিক্ষক সমবায় শাহজাহান কবীর, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক।

22/10/2025

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।

মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২২অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাইবান্ধা সার্কেল কর্তৃক শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব শেখ মুত্তাজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) গাইবান্ধা ও অন্যান্য বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিগণ।

২০১৭ সালে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন দেওয়া হয়।মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”।

22/10/2025

উলিপুরে কয়েলের আগুনে পুড়ে ছাই পরেশ চন্দ্রের মায়ের ঘর।

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: মোঃ সোলায়মান গনি

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধুপুর হবিরপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে পরেশ চন্দ্রের মায়ের ঘরে কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি। ফলে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে ঘরের ভেতরে থাকা কাপড়চোপড়, আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন।

20/10/2025

নেত্রকোনার মদনে ঢাকা মহানগরে পুলিশের হামলার প্রতিবাদে জুলাইযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের নেতৃত্ব দেন জুলাইযোদ্ধা মোঃ রোমান মিয়া, যিনি সরাসরি উপস্থিত ছিলেন।

মদন থানার আওতায় মোট ৫৩ জন জুলাইযোদ্ধা থাকলেও, মানববন্ধনে অংশগ্রহণ করেছেন ১৪–১৫ জন, যারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন।

আহত জুলাইযোদ্ধারা সংবাদ সংস্থার মাধ্যমে তাদের বক্তব্য প্রকাশ করেছেন। আল নূর মোহাম্মদ আয়াস বলেছেন, আমরা কখনও পিছপা হব না। মুস্তাঈন বিল্লাহ হাবিবী এবং মোহাম্মদ আশরাফুল আলম তাদের বক্তব্যে জানিয়েছেন—জুলাই সনদ সংশোধন, দায়ীদের শাস্তি এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বিস্তারিত জানতে মদন নেত্রকোনার প্রতিনিধি মোঃ রাসেল আহমেদ এর পাঠানো তথ্য ও ভিডিও দেখুন।”

20/10/2025

‎শ্রীবরদীর মালাকোচায় বন্যহাতির তাণ্ডবে আতঙ্কে কৃষকরা।

‎আল-আমিন
স্টাফ রিপোর্টার:

‎শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী মালাকোচা এলাকায় বন্যহাতির পাল ধানক্ষেতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা হাতির দল প্রায় প্রতি দিন ও রাতের আঁধারে ফসল খেয়ে পিষে ধ্বংস করে দিচ্ছে কৃষকদের আবাদি জমি।

‎ফসল রক্ষায় স্থানীয় কৃষকরা দিন রাতভর মশাল জ্বালিয়ে, বাঁশি বাজিয়ে দলবেঁধে পাহারা দিচ্ছেন। তবুও হাতির আক্রমণ ঠেকানো যাচ্ছে না। এতে ধান চাষ নির্ভর শত শত কৃষক চরম আতঙ্ক ও ক্ষতির মুখে পড়েছেন।

‎স্থানীয়রা দ্রুত বন্যহাতি প্রতিরোধে বনবিভাগ ও প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Address

Gazipur , Sreepur
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Daily Gazipur News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Gazipur News:

Share

Category