Dictionary Tv

Dictionary Tv Md Jiban (born 2 April 2004) is a Bangladeshi creator, writer, musician and entrepreneur.
(3)

✅ এই পেজটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি।
✅ এই পেজে সাম্প্রতিক ঘটনাগুলো বিনোদনের জন্য আপলোড করা হয় দয়া করে কেউ সিরিয়াসলি নিবেন না।
✅ কারো কোন পোস্ট নিয়ে অভিযোগ থাকলে
[email protected] যোগাযোগ করুন। Best known for having 9k+ followers on his current page (Bengali: বাংলাদেশ) (English: Bangladesh).

ওই কিরে ওই কিরে
18/09/2025

ওই কিরে ওই কিরে

কিতা দেহছ তরা
18/09/2025

কিতা দেহছ তরা

10/09/2025
📰 লগের বেডির লগে পিরিত করতে গিয়ে ‘পকট মারা’ খেলেন নেসলের সিইও! 🤭😂  কর্পোরেট দুনিয়ার গম্ভীর মুখ এবার হাস্যরসে ভরে গেছে ...
03/09/2025

📰 লগের বেডির লগে পিরিত করতে গিয়ে ‘পকট মারা’ খেলেন নেসলের সিইও! 🤭😂

কর্পোরেট দুনিয়ার গম্ভীর মুখ এবার হাস্যরসে ভরে গেছে এক অদ্ভুত ঘটনায়। শোনা যাচ্ছে, **নেসলের সিইও** নাকি লগের বেডির লগে প্রেম করতে গিয়ে খেলেন ""পকট মারা"। ফলাফল— যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল:
👉 “"পকট মারা" খাওয়া সিইও!”

নেটিজেনরা কৌতুক ছুঁড়ে দিচ্ছেন একের পর এক—
👉 “চা-কফি বিক্রি বাদ দিয়ে এখন প্রেমের ব্র্যান্ডিং শুরু করলেন নাকি?”
👉 “বাজারে নতুন প্রোডাক্ট আসছে বুঝি— *Nestlé Love Failure Edition*!”

📌 যদিও ঘটনাটা নিছক মজার ছলে ছড়িয়ে পড়েছে, তবুও নেটিজেনদের হাসির খোরাক হয়ে উঠেছে কর্পোরেট জগতের এই *রোমান্টিক ট্র্যাজেডি*।

📰 জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ব্লগার নীলিমা, যাকে চেনেন না এমন কেউ নেই!  এক সময়ের আলোচিত নাম **ব্লগার নীলিমা**। জয়দেবপু...
03/09/2025

📰 জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ব্লগার নীলিমা, যাকে চেনেন না এমন কেউ নেই!

এক সময়ের আলোচিত নাম **ব্লগার নীলিমা**। জয়দেবপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে তার তৈরি নানা ধরনের ব্লগ ভিডিও এখনও দর্শকদের মনে গেঁথে আছে। তিনি একাই ছিলেন হাজারো মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম।

বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কিংবা বিনোদনমূলক কনটেন্ট দিয়ে নীলিমা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। তার ভিডিওগুলোতে ছিলো ভিন্নধর্মী পরিবেশনা, যা তাকে সাধারণ মানুষের কাছে আলাদা পরিচিতি এনে দেয়।

নেটিজেনরা বলছেন—
👉 “নীলিমার ব্লগ না দেখলে দিনটাই যেন অপূর্ণ লাগত।”
👉 “স্টেশনে দাঁড়িয়েও কিভাবে এত সুন্দর ভিডিও বানানো যায়, সেটা ওনার কাছ থেকে শেখা উচিত।”

📌 যদিও বর্তমানে তিনি আগের মতো সক্রিয় নন, তবুও তার নাম এখনও মানুষের মনে রয়েছে।

📰 Instagram-এর পাশাপাশি এখন ফেসবুকেও দেখা যাবে ‘তোমাদের ভাবী’কে!  সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে এক পরিচিত ...
02/09/2025

📰 Instagram-এর পাশাপাশি এখন ফেসবুকেও দেখা যাবে ‘তোমাদের ভাবী’কে!

সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে এক পরিচিত নাম—**মিয়া খলিফা**। এতদিন ভক্তরা তাকে মূলত Instagram-এই দেখতে পেতেন। কিন্তু এখন থেকে তার সক্রিয় উপস্থিতি মিলছে **Facebook-এও**।

এ খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের কমেন্ট সেকশনে হাস্যরস আর উত্তেজনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ লিখছেন—
👉 “ভাবী এখন দুই প্ল্যাটফর্মেই ফ্লেক্স করছেন।”
আবার কেউ মজা করে বলছেন—
👉 “Facebook এখন অফিসিয়ালি হট হয়ে গেলো!”

📌 মিয়া খলিফার ফেসবুক কার্যক্রম ইতিমধ্যেই ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়েছে, বিশেষ করে বাংলাদেশি তরুণদের মধ্যে।

📰 নূর কথা বলছে, নূর খাচ্ছে—নূরকে নিয়ে নানান ধরনের সংবাদ; শুধু বাকি বাথরুম নিউজ!  রাজনীতি হোক বা সামাজিক মাধ্যম—সবখানেই ...
02/09/2025

📰 নূর কথা বলছে, নূর খাচ্ছে—নূরকে নিয়ে নানান ধরনের সংবাদ; শুধু বাকি বাথরুম নিউজ!

রাজনীতি হোক বা সামাজিক মাধ্যম—সবখানেই আলোচনার কেন্দ্রে এখন **নূর**। তাকে ঘিরে প্রতিদিন নানান ধরনের সংবাদ প্রকাশ হচ্ছে। কোথাও বলা হচ্ছে নূর কী খাচ্ছেন, কোথাও বলা হচ্ছে নূর কী বলছেন—এমনকি হাঁটাচলা নিয়েও খবর হচ্ছে।

এ নিয়ে নেটিজেনরা মজা করে লিখছেন—
👉 “শুধু বাকি আছে নূর কখন বাথরুমে যাবে, সেই নিউজটা!”
আবার কেউ লিখেছেন—
👉 “এভাবে চলতে থাকলে আগামীতে নূরের হাঁচি-কাশিও ব্রেকিং নিউজ হবে।”

📌 রাজনৈতিক অঙ্গনের আলোচিত এই ব্যক্তিকে ঘিরে মিডিয়ার অতিরিক্ত আগ্রহ নিয়ে ইতিমধ্যেই সমালোচনাও শুরু হয়েছে।

📰 কুমিল্লার চৌদ্দগ্রামে তিন সন্তানসহ ইসলাম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পতি  কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঘটে গেছে এক ব...
01/09/2025

📰 কুমিল্লার চৌদ্দগ্রামে তিন সন্তানসহ ইসলাম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পতি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঘটে গেছে এক বিশেষ ঘটনা। এলাকার শ্যামল দাস ও তার স্ত্রী সোনালী দাস তাদের তিন সন্তানসহ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তাদের নামকরণ করা হয়েছে যথাক্রমে **মুহাম্মদ সামিউল ইসলাম** ও **সায়মা আক্তার সোনালী**।

স্থানীয় মসজিদে ইমামের উপস্থিতিতে কালেমা পাঠের মাধ্যমে দম্পতি ও তাদের সন্তানরা আনুষ্ঠানিকভাবে মুসলমান হন। এ সময় এলাকাবাসী তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়লে নেটিজেনরা লিখছেন—
👉 “আলহামদুলিল্লাহ, হিদায়াত আল্লাহ যার ভাগ্যে লিখে দেন তাকেই দেন।”
👉 “তাদের জন্য দোয়া করি, ইসলামকে আঁকড়ে রাখুক আজীবন।”

📌 ইসলাম গ্রহণের পর পরিবারটি মুসলমানদের পাশে থেকে নতুন জীবনে মানিয়ে নিতে শুরু করেছেন বলে জানা গেছে।

📰 নিজের সতীনকে চিনতে অস্বীকার করলেন নায়িকা অপু বিশ্বাসঢালিউডের জনপ্রিয় নায়িকা **অপু বিশ্বাস** আবারো আলোচনায়। সম্প্রত...
01/09/2025

📰 নিজের সতীনকে চিনতে অস্বীকার করলেন নায়িকা অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় নায়িকা **অপু বিশ্বাস** আবারো আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হলে, তিনি প্রকাশ্যে নিজের সতীনকে চিনতে অস্বীকার করেন। এই মন্তব্য মুহূর্তেই মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

অপু বিশ্বাসের ভক্তরা সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দিচ্ছেন। কেউ তার দৃঢ় অবস্থানকে সমর্থন করছেন, আবার কেউ মজা করে বলছেন—
👉 “সতীনকে চিনবেন কেন, চিনলে তো আবার আলাদা ড্রামা শুরু হবে!”

ঘটনাটি ঘিরে অনেকে নতুন মিম তৈরি করছেন এবং ঢালিউডের ভেতরকার সম্পর্ক নিয়ে আবারো আলোচনার জন্ম দিয়েছেন।

📌 অপু বিশ্বাস অবশ্য এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি, তবে তার এই বক্তব্যে ইতিমধ্যেই ঢালিউডে হইচই শুরু হয়ে গেছে।

Address

Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dictionary Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category