07/09/2025
ব্যর্থতার গল্প যেন ছড়ায় সুরের শ্লোক,
হাসির আড়ালে লুকায় কান্নার ঢল।
অভিনয় রাজা ভালোবাসা হলো ছল।
রঙিন আলো জ্বলে স্বপ্ন ভাঙা স্বরে,
ছুঁতেই টুকরো হয় অন্ধকারের ঘরে।
হৃদয় পরে মুখোশ, হাসি শুধু বেশ,
সত্যটা মরে যায় অভিনয়ের রেশ।
হাট বিট কাঁপে, তবু বুকে ক্ষত জ্বলে,
ভালোবাসা চাইলে প্রতারণা মেলে।
তবু আগুন জ্বলে, শপথ উঠে কণ্ঠে,
সত্যের জন্য লড়ি রক্ত ভেজা বণ্টে।
✍️ মনিরুজ্জামান ফয়সাল