Moniruzzaman Foysal

Moniruzzaman Foysal
~শেষ ঠিকানা হোক 🖤
╣জান্নাত╠ 🖤 ◉‿◉

🦋✿


For. Sponsorship-- inbox 📩
(3)

10/07/2025

মানুষ টাঙ্গুয়ার হাওরে যাচ্ছে কক্সবাজার যাচ্ছে এদিকে আমি এখনো ডিসকোন আইসক্রিম ও খাইনি। 🙁

09/07/2025

নির্জন দুপুর আকাশ ঢাকা
মেঘের ভেতর বাজে রাকা রাকা।
চোখে নামে নীরব বৃষ্টি
মনটা ভিজে স্মৃতির দৃষ্টি।

টিনের চালে টাপুর টুপুর
হৃদয় বলে এসো তুমি সুধূর!
ছোটবেলার কাদা মাখা পথ
ভিজে শরীর, তবু সুখের স্পর্শে শত।

চায়ের কাপ আর ভেজা জানালা,
তোমার স্মৃতি বয়ে আনে কালো মেঘের পালা।
বৃষ্টির শব্দে লেখা এক গান,
ভালোবাসা মেশা কিছু অজানা মান।

চুপচাপ বসে ভাবি একা,
এই বৃষ্টি যদি তোমায় এনে দেখা!
তোমার হাত ধরে হেঁটে যাই,
বৃষ্টির ছায়ায় প্রেম ফুটাই।

মনিরুজ্জামান ফয়সাল

08/07/2025

এমন এক বাড়ি আমার, মাটির নিচে ঘর,
নীরবতা শুধু বাস করে, নেই কোনো কোলাহল।
সূর্যের আলো ছুঁয়েও দেখে না,
তবু জোনাকিরা আসে, চোখে জ্বলে তাদের স্বপ্ন ছায়া।

সুখ হবে না, দুঃখ হবে জানে না অন্তর,
এই একাকী আশ্রয়ে শুধু মন খোঁজে উত্তর।
চুপচাপ দেয়ালে জমে থাকে, পুরোনো দিনের গান,
ক্লান্ত হৃদয়ে বাজে যেন, হারিয়ে যাওয়া প্রাণ।

ফুল ফোটে না বাগানে, তবু গন্ধের পথ বেয়ে
ভেসে আসে কারো কথা, নিরব কান্নায় লয়ে।
কেউ জানে না আমি কোথায়, কারো ডাকে নেই সাড়া, এই ঘর আমার নীরব কবিতা!

মনিরুজ্জামান ফয়সাল....!

ঢাকা বিশ্ববিদ্যালয় 🔰
06/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় 🔰

06/07/2025

মানুষ হবো কবে?

আমি মানুষ রূপে জন্মাই,
তবু মানুষ হতে পারি না।
দেখি আয়নায় চেনা মুখ,
ভিতরটা আজও ভারী না।

হৃদয় ভরা দ্বন্দ্ব হিংসা
স্বার্থের বেষ্টনী পেরিয়ে,
খুঁজে ফিরি একটুকরো আলো,
ভালোবাসার গহীন নদীতে।

পথে পথে দেখি ব্যথা,
শিশুর চোখে ক্ষুধার জল,
তবুও হাঁটি নির্লিপ্ত আমি,
বিবেক কেন জড়ায় দল?

মানুষের রক্তে মানুষ ডুবে,
খবরে শুধু আর্তনাদ,
তবু সভ্যতার নাম বয়ে,
পিঠে নেই কোনো অনুশোচনার বাদ।

একদিন যদি ছুঁতে পারি
কাউকে নিঃস্বার্থ ভালোবাসায়,
দু'চোখে যদি জল আসে
অন্য কারো কষ্ট আকাশে,

সেদিনই আমি মানুষ হবো
নাম নয়, রূপ নয়, ঠিক অন্তর থেকে।
হৃদয়ের ভাষায়, স্পর্শে, দৃষ্টিতে
মানবতার রং মেখে।

তখন আমি বলব নিজেকে,
এবার মানুষ হলাম তবে!
তবে প্রশ্ন জাগে বুকে
মানুষ হবো কবে?

মনিরুজ্জামান ফয়সাল

Jia Uddan  🍀
03/07/2025

Jia Uddan 🍀

A Beautiful Day 🌿
02/07/2025

A Beautiful Day 🌿

01/07/2025

স্বাধীনতা এমন কেন?

কি আর পেলাম স্বাধীন করে,
নেই স্বাধীনের সাদ.
সব জায়গাতে রাখা আছে
গরিব মারার ফাঁদ।

ধনীরা সব ধনী হচ্ছে,
গরিব হচ্ছে শেষ,
স্বাধীন করে পেয়েছি আমরা
এমন একটি দেশ।

হাড় ভাঙ্গা পরিশ্রম করে
গরিব জরায় গাম,
রাজারা আছে মহাসুখে,
পজারা পায় না দাম।

ভাবতে গেলে অবাক লাগে,
হায়রে স্বাধীনতা!
এমন স্বাধীনতা পেয়েছি আমরা,
কেউ শোনে না কারো কথা।

দুর্নীতি আজ এত চাঙ্গা,
পঙ্গু করেছে দেশ,
দেশের টাকা বিদেশ নিয়ে,
দেশ করেছে শেষ।

দেখছে কিন্তু সব লোকে,
বলছে না কেউ কথা.
আমরা কি চেয়েছিলাম
এমন স্বাধীনতা?

সুন্দর একটি বিকালে 🥳
27/06/2025

সুন্দর একটি বিকালে 🥳

Address

Mawna, Sreepur
Gazipur
1740

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moniruzzaman Foysal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category