Mrittika's Lifestyle

Mrittika's Lifestyle Hey it’s me Mrittika 🧕 Mrittika's Lifestyle share content about daily life 🖤

07/07/2025

মানুষ ঠকিয়েন না। না ঘরে না বাইরে।
আমরা বাঁচি কয়দিন?
অন্যের চোখের পানি বা দীর্ঘনিঃশ্বাসই আপনাকে শান্তিতে থাকতে দিবেনা। প্রত্যেক প্রানী হক নিয়ে এই দুনিয়াতে আসে। নিজের লাভের জন্য কারো হক নষ্ট করাটা অন্যায়। আপনি আপনার কর্মফল ভোগের জন্য রেডি থাকুন।
খেয়াল রাখুন সেটা যেন সুন্দর হয়।

06/07/2025

"বান্দা যখনই আল্লাহর সম্পর্কে সুধারণা পোষণ করে, তাঁর প্রতি তার সকল আশা নিবদ্ধ রাখে এবং তাঁর উপর সত্যিকার অর্থে ভরসা করে, আল্লাহ তাকে কখনো হতাশ করেন না বা তাকে ফেলে দেন না। কারণ, তিনি আশাকারীর আশাকে ভঙ্গ করেন না, আর আমলকারীর আমলকে নষ্ট করেন না।"

— ইমাম ইবনুল কায়্যিম (রহ.)

03/07/2025

কেমন জানি একটা ঘোরের মধ্যে আটকা পইড়া গেছি। সুখ নাই, আবার দুঃখ বলতেও তো জীবনে কিছু দেখি না। চারপাশে সবাই আছে, কিন্তু নিজেরে একা লাগে। বাঁচার কোনো কারণ খুঁইজা পাই না, আবার ম*ইরা যাইতেও ভয় লাগে।

রাতের পর দিন আর দিনের পর রাত আসতেছে, সব দিন দেখি একই রকম কাটতেছে। মনে হইতেছে আজকের দিনটা কালকেও এমন-ই কাটাইছি। না, এমনে জীবন চলে না!

ভাবতে অবাক লাগছে, সেই অভিশপ্ত জুলাইয়ের এক বছর হয়ে গেলো।সেই জুলাই কেড়ে নিয়েছিল কত অমূল্য প্রাণ…কেউ হারিয়েছে তার সন্তান, ক...
01/07/2025

ভাবতে অবাক লাগছে, সেই অভিশপ্ত জুলাইয়ের এক বছর হয়ে গেলো।

সেই জুলাই কেড়ে নিয়েছিল কত অমূল্য প্রাণ…
কেউ হারিয়েছে তার সন্তান, কেউ ভাই, কেউ স্বামী, আবার কেউ হারিয়েছে তার বাবা।
আরও কত মানুষ এখনো বেঁচে আছে ঠিকই, কিন্তু যেন মৃত্যু আর জীবনের মাঝখানে ঝুলে আছে—ভাঙা মন, শূন্য চোখ আর বোবা কান্না নিয়ে।

ইসস… কীভাবে ভুলবো আমি এই জুলাই?
ভাইদের সেই রক্তাক্ত মুখ, রাস্তার চিৎকার, আর নিঃশেষ হয়ে যাওয়া স্বপ্নগুলো কি কখনো ভুলা যায়?

এই শোক কোনোদিন ভুলার নয়।
যারা হারিয়েছে, তাদের কাছে প্রতিটা জুলাই ফিরে আসবে—বারবার, আবারও অভিশপ্ত হয়ে…

জুলাই তো আবার ফিরেছে,কিন্তু তারা??
---

জুন মাস শেষ, জুলাই Memories দেখার জন্য রেডি তো সবাই? 'ট্রমা' দেওয়া সেই হোমপেইজ আপনার স্মৃতি তে ফিরে আসবে! প্রতিবার  Memo...
30/06/2025

জুন মাস শেষ, জুলাই Memories দেখার জন্য রেডি তো সবাই? 'ট্রমা' দেওয়া সেই হোমপেইজ আপনার স্মৃতি তে ফিরে আসবে! প্রতিবার Memories দেখতে গিয়ে সেই আন্দোলনের দিন গুলোর কথা মনে পড়বেই! রেডি তো?

29/06/2025

প্রিয়জনের পাশে আমরা থাকছি — 👨‍⚕️
মেডিকেল Assistent সার্ভিস আগামী ১ জুলাই থেকে ঢাকা শহর জুড়ে👨‍⚕️

#সময়েরসেবা &health

26/06/2025

আলহামদুলিল্লাহ
আরবি নতুন বছরের শুভেচ্ছা।
১৪৪৭ হিজরি।

22/06/2025

মাঝেমধ্যে এমন হয়না?
আপনি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছেন, আপনার হুটহাট বুক ফেটে কান্না আসে...?
আপনার চোখ ভিজে যায় আপনি কান্না আটকাতে চাইলেও পারেন না!!
মানুষের সামনে বসে থেকেও আপনার কষ্টে বুক ফেটে যায়.....আপনি একটা জায়গা খোঁজেন যেখানে একটু কান্না করতে পারবেন!
কাউকে কিছু বলতে পারেন না, কান্নাও আটকাতে পারেন না!

এইসব মুহুর্তের মধ্য দিয়ে যাওয়া মানুষ গুলোর মনে শান্তি আসুক, এক প্রশান্তিময় বৃষ্টি এসে ভিজিয়ে দিক হৃদয়ের খড়া....
আল্লাহ যেনো নীরবে পাওয়া কষ্ট গুলো দূর করে দেন...🤲

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mrittika's Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share