Mrittika's Lifestyle

Mrittika's Lifestyle Hey it’s me Mrittika 🧕 Mrittika's Lifestyle share content about daily life 🖤

05/09/2025

তসবিহ রেখে মির্জা গালিব বলেন,

“যিনি আমাকে হিসাব ছাড়া দেন, তাকে গুনে গুনে ডাকবো কেন”

Good Morning 🌞
05/09/2025

Good Morning 🌞

04/09/2025

সুদিনের অপেক্ষায় নিজেকে অপচয় ছাড়া জীবনে বিশেষ কিছু করতে পারেনি!
Just tired of pretending I’m okay!

তোমাকে পাওয়া খুব জরুরী।কারণ শূন্য জীবনেতুমি ছাড়া কিছুই পূর্ণ হয় না।তোমাকে পাওয়া খুব জরুরী।যেমন নিঃশ্বাসের জন্যপ্রয়োজন হয়...
04/09/2025

তোমাকে পাওয়া খুব জরুরী।
কারণ শূন্য জীবনে
তুমি ছাড়া কিছুই পূর্ণ হয় না।

তোমাকে পাওয়া খুব জরুরী।
যেমন নিঃশ্বাসের জন্য
প্রয়োজন হয় বাতাস,
তেমনি আমার প্রত্যেক মুহূর্তে
প্রয়োজন তোমার উপস্থিতি।

তোমাকে পাওয়া খুব জরুরী।
কারণ অপেক্ষা যত দীর্ঘ হয়,
মনের অস্থিরতা
ততই অসহনীয় হয়ে ওঠে।

তোমাকে পাওয়া খুব জরুরী।
যাতে এই জীবন অর্থ খুঁজে নিতে পারে
তোমার ছায়াহীন পৃথিবীতে নয়,
বরং তোমার সান্নিধ্যে।

❤️
03/09/2025

❤️

ভাগ্যে থাকলে হাজারো বিচ্ছেদের পর পূর্ণতা মিলবে', 💗
03/09/2025

ভাগ্যে থাকলে হাজারো বিচ্ছেদের পর পূর্ণতা মিলবে', 💗

03/09/2025

যদি চিঠি না-ই লিখো,
কেন লিখবে না তাই লিখো।

__ মির্জা গালিব

01/09/2025

ম্যাসেজ'ই পাই না চিঠি পাওয়া তো বিলাসীতা!😞

আপনার সংসারের খরচ চলে না এটা  হলো অভাব।কিন্তু সংসার ভালোভাবেই চলছে তবু কেন ঘরে দামি আসবাবপত্র নেই  - এটাই  অভাববোধ।আপনার...
30/08/2025

আপনার সংসারের খরচ চলে না এটা হলো অভাব।
কিন্তু সংসার ভালোভাবেই চলছে তবু কেন ঘরে দামি আসবাবপত্র নেই - এটাই অভাববোধ।

আপনার পা নেই, হাঁটতে পারেন না এটা হলো অভাব।
কিন্তু পা থাকার পরও ভাবছেন, কেন একটি দামি গাড়ি নেই এটাই অভাববোধ।

মানুষ অভাবের যন্ত্রণায় যত না কষ্ট পায়। তার চেয়েও বেশি কষ্ট পায় অভাববোধের যন্ত্রণায়।

কারণ-অভাব হয়তোবা ফুরায় কিন্তু অভাববোধ সারা জীবনেও শেষ হয়না।

29/08/2025

দুয়া কবুল হওয়ার ৮টি সময়ঃ

১. তাহাজ্জুদ নামাজের সময়
২. বৃষ্টি নামার সময়
৩. প্রতি ফরজ নামাজের পর
৪. কুরআন খতম করার পর
৫. অসুস্থ ব্যক্তির করা দোয়া
৬. ভ্রমণের সময়
৭. জুমার দিন
৮. সেজদার মধ্যে

এই সময়গুলোতে দোয়া অধিক কবুল হওয়ার আশা করা যায়, তাই বিশেষভাবে আল্লাহর কাছে চাইতে উৎসাহিত করা হয়েছে।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mrittika's Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share