05/05/2025
"নদীর পাড়ে বসে থাকা মানে এক ধরনের নীরব মুক্তি।
পানির কলকল শব্দ, বাতাসের আলতো ছোঁয়া আর দিগন্তে হারিয়ে যাওয়া স্রোত—সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি।
যেমন নদী তার আপন গতিতে বয়ে চলে, তেমনি জীবনের প্রতিটা মুহূর্তও এগিয়ে চলে—চাইলেও থামানো যায় না।
নদীর পাড়ে দাঁড়িয়ে কিছুটা সময় কাটানো মানে নিজেকে খুঁজে পাওয়া, একটু প্রশান্তি, একটু স্বস্তি।"