Hasan

Hasan Assalamualaikum,
i'm Cat lover..You?
(2)

আমি অতি সামান্য একজন মানুষ। পোষা প্রাণীদের ভালো লাগে ও ভালোবাসি, বিশেষ করে " বিড়াল "। বাস্তব ঘটনা ও জীবনের গল্প আর আমার পোষা বিড়াল "ক্যান্ডি"র সাথে কাটানো সময়ের ভিডিও ও যত্নের টিপস শেয়ার করি এখানে। 🐾💛
( ফেসবুক থেকে ইনকাম এর উদ্দেশ্য নয়)।

**পরিবারের বিশ্রী রাজনীতির শিকার হচ্ছেন?**পৃথিবীতে সবচেয়ে সূক্ষ্ম, অথচ সবচেয়ে ভয়ানক মানসিক খেলা চালান অনেক বাবা-মা। সন্ত...
21/07/2025

**পরিবারের বিশ্রী রাজনীতির শিকার হচ্ছেন?**

পৃথিবীতে সবচেয়ে সূক্ষ্ম, অথচ সবচেয়ে ভয়ানক মানসিক খেলা চালান অনেক বাবা-মা। সন্তানদের প্রতি ভালোবাসার আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে অহংকার, নিয়ন্ত্রণ আর বিচারহীনতা। সমাজ সবসময় সন্তানকে অপরাধী করে তুলে, অথচ ভুল তো মানুষ মাত্রই করতে পারে — বাবা-মায়েরও ভুল হতে পারে, সেটি স্বীকার করতেও অনেকেই রাজি নন।

কখনো সাইলেন্ট ট্রিটমেন্ট, কখনো তুচ্ছ তাচ্ছিল্য, কখনো কটু কথা — এসব দিয়েই অনেক সন্তানের প্রতিদিন শুরু ও শেষ হয়। প্রতিবাদ করলে বলা হয়, "তুমি খারাপ", "তুমি অবাধ্য"। অথচ তারা খুব ভালো করে জানেন, কোন সন্তান চুপচাপ সহ্য করে যাবে, আর কাকে মুখে-মুখে প্রশ্রয় দিতে হবে।

সত্যি বলতে, অনেক মানুষ জীবনের ছয় দশক পার করে বুঝতে পারে, কারা তার আপন ছিল। সৌভাগ্যবান তারা, যারা যৌবনেই সত্যিকারের সম্পর্কের মূল্য বুঝে ফেলে।
অসংখ্য সন্তান সবটুকু ভালোবাসা, সঞ্চয়, সময়, শ্রম বাবা-মায়ের পায়ে তুলে দিলেও শেষ পর্যন্ত কিছুই না করে ওঠার অপবাদ পায়। আবার কেউ কেউ কিছু না করেই “সেরা সন্তান” হয়ে ওঠে।

অনেক বাবা-মা নিজেদের গল্পে এক সন্তানকে সামনে রেখে গর্ব করে বলে, “আমার ওমুক সন্তান এটা করেছে, ওটা করেছে।” অথচ যার কাঁধে ভর দিয়ে এতদূর আসা, তাকে খাটো করতে একটুও কুণ্ঠাবোধ করেন না। যেন তার কষ্টের গায়ে ছায়া পড়লে অন্যের জৌলুস মলিন হয়ে যাবে।

ধীরে ধীরে সেই সন্তানটি, যে ছিল একসময় সবার আশ্রয়, পরিণত হয় এক নিঃসঙ্গ সৈনিকের — চুপচাপ সব সহ্য করে এক সময় দূরত্বের সীমা পার করে দেয়।

যারা এই মানসিক নির্যাতনের শিকার, একমাত্র তারাই জানে কতটা যন্ত্রণা জমা থাকে প্রতিদিনের হাসির আড়ালে।

তুমি প্রতিবাদ করলে তুমি খারাপ, তুমি বোঝো না, তুমি অকৃতজ্ঞ। অতীতের উপকার গুনে গুনে তোমাকে চাপা দেওয়া হবে, সাথে চলবে অবমূল্যায়ন, অপমান – বিনামূল্যে।

আমরা বিশ্বাস করি, আল্লাহ্‌র পরে পৃথিবীতে মা-বাবার স্থান। কিন্তু যদি সেই মা-বাবাই সন্তানের হৃদয়ে ছুরি চালায়, তখন চলার পথ হয়তো অব্যাহত থাকে, কিন্তু হৃদয় রক্তাক্ত হয়ে যায়। সেই ক্ষত-বিক্ষত হৃদয় থেকে শ্রদ্ধা আসে না — আসে একটা স্থির দূরত্ব।

সত্যি বলতে কী, এই জীবন আমাকে একটা কথাই শিখিয়েছে — পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক *স্বামী-স্ত্রী*র। যেখানে শ্রদ্ধা, সহানুভূতি, পরস্পরের পাশে থাকার অঙ্গীকার থাকে। বাকি সব সম্পর্ক যদি ভালো হয় তবে সৌভাগ্য, আর যদি না হয় তবে ছায়ার মতো, যা রোদ এলে হারিয়ে যায়।

যে একজন সঠিক জীবনসঙ্গী পায়নি, তার কপাল পোড়া। আর যে পেয়েছে — তার জীবনের নিরাপদ আশ্রয় এর জন্য অন্য আর কাওকে প্রয়োজন হয় না। ❤️

_আমার জীবন থেকে নেওয়া। ( মানতে কস্ট হলেও এটাই বাস্তবতা)

এলাকা পরিদর্শন এ বের হয়েছেন ভদ্রলোক।
14/07/2025

এলাকা পরিদর্শন এ বের হয়েছেন ভদ্রলোক।

বিড়াল পালনের জন্য পড়তে পারেন লেখাটি- আমার ও ক্যান্ডির বাস্তব চিত্র। 😿😿😿আমি সামান্য আয়ের খেটে খাওয়া মানুষ। তাই ওরে প্যাকে...
13/07/2025

বিড়াল পালনের জন্য পড়তে পারেন লেখাটি- আমার ও ক্যান্ডির বাস্তব চিত্র। 😿😿😿
আমি সামান্য আয়ের খেটে খাওয়া মানুষ। তাই ওরে প্যাকেট ক্যাট ফুড কোন দিন কিনে খাওয়াইনি। গত এক সপ্তাহ আমাকে না পেয়ে বাচ্চা টা অনেক অসুস্থ হয়ে পড়েছে, তারউপর ওর জন্মস্থান ত্যাগ ওর উপর একটা ভলো ধকল নিয়ে এসেছে।
নতুন বাসায় এসে প্রথমেই সে দৌড়ে চলে যায় বাইরে। অনেক দৌড়া দৌড়ির পর সে ধরা দেয়। তারপর তাকে রুমে নিয়ে এসে অনেক বোঝালাম এটা নতুন জায়গা বাহিরে ডগ, ও আরও অনেক বিপদ আছে কাজেই বারান্দার বাহিরে যাওয়া যাবে না।
সে জানি না কতটুকু বুঝতে পেরেছে। তবে তারপর থেকে সে বারান্দার গেট খোলা থাকলেও গেটে গিয়ে হয়তো আমার সাবধান বানী মনে পড়ায় একাই ফিরে রুমে চলে আসে এবং তার বিছানায় বসে / শুয়ে পড়ে।
ওর জন্য চিকেন এর ব্যবস্থা করলাম। কিন্তু রুচি কম। ভেট এর পরামর্শ অনুযায়ী ইনজেকশন শুরু করেছি গত রাত থেকে।
আর এই প্রথম প্যাকেট ক্যাট ফুড আনলাম। প্রথমে মুখে না নিলেও সে পরবর্তী তে সে মজা করে খাচ্ছে। আবার খাওয়া শেষে প্যাকেট কাছে গিয়ে মাথা লাগিয়ে শুয়ে পড়ে জানিয়ে দিলো এটা তার ভালো লেগেছে।
কিন্তু তার অভিমান হয় যখন আমি তাকে রুমে লক করে অফিসে যাই এবং অফিস থেকে দুপুরের খাবার এর সময় রুমে ফিরি। সে প্রথমে কিছু সময় মুখ ঘুরিয়ে বসে থাকে।
বোঝাতো চায় তুমি এতোক্ষন পড়ে আসো, আমার একা একা ভয় লাগে, ভালো লাগে না কিছু।
তুমি আমাকে ভালোবাসো তাহলে অফিসে নিয়ে গেলে কি হয়!
রাতে সে গায়ে গা লাগিয়ে ঘুমায়।
কিন্তু রুমে পটি করা টা তার জন্য অস্বস্তিকর। সে নিজেই এটা অপছন্দ করে। কিন্তু উপায় নেই এখন। আপাতত টেম্পোরারি বাসায় আছি। পারমানেন্ট ভাবে ২৫ তারিখ উঠবো বাসায় ততদিন এভাবেই আমার ওর বোঝা পড়া চলতে থাকবে।
দোয়া করবেন সবাই বাচ্চাটা যাতে নতুন জায়গায় সহজে নিজেকে মানিয়ে নিতে পারে ও দ্রুত সুস্থ হয়ে উঠে।
আমীন।

নতুন রুমে এসেই আগে তার হালকা হওয়া দরকার 🫢🫢।
12/07/2025

নতুন রুমে এসেই আগে তার হালকা হওয়া দরকার 🫢🫢।

আমরা যাই নতুন গন্তব্যে..  ফি আমানিল্লাহ। সবাই ক্যান্ডির জন্য দোয়া করবেন।  আমি না থাকায় ও অনেক শুকিয়ে গেছে, অসুস্থও হয়ে  ...
12/07/2025

আমরা যাই নতুন গন্তব্যে.. ফি আমানিল্লাহ।
সবাই ক্যান্ডির জন্য দোয়া করবেন। আমি না থাকায় ও অনেক শুকিয়ে গেছে, অসুস্থও হয়ে গেছে। আজই ওরে ভেট দেখাতে হবে। গত রাতে সে আমার সাথে ছিল পুরো সময় জুড়ে।। এতো দিন যাবত থাকলাম, কস্ট হচ্ছে বাসা ছেড়ে যেতে। কিছু করার নাই। নিজের বাসা তো না।

কোথায় মানবতা!  সোহাগ নামের যাকে আজ এই দৃশ্যর শিকার হতে হয়েছে। কাল আমি নয়তো আপনিও হতে কতক্ষণ!! একটু ভাবুন বিবেক কে জাগান,...
11/07/2025

কোথায় মানবতা! সোহাগ নামের যাকে আজ
এই দৃশ্যর শিকার হতে হয়েছে। কাল আমি নয়তো আপনিও হতে কতক্ষণ!!
একটু ভাবুন বিবেক কে জাগান, ১০ জন চাইলেই তাদের প্রতিহত করা যেত।

অফিসের ক্যান্টিনের বিড়াল টা আজ রাতে খাবার এর সময় দেখি বৃষ্টিতে ভিজে কাদা দিয়ে মেখে বাজে অবস্থা। তেমন একটা কাছে না আসলেও ...
09/07/2025

অফিসের ক্যান্টিনের বিড়াল টা আজ রাতে খাবার এর সময় দেখি বৃষ্টিতে ভিজে কাদা দিয়ে মেখে বাজে অবস্থা। তেমন একটা কাছে না আসলেও আজ যখন ওরে পানি মুছে, মুখ পরিস্কার করে দিলাম। এরপর থেকে সে আমাকে আপন করে নিয়েছে একদম গায়ে গায়ে মিশে বসে থাকলো। খাবার খাওয়ার সময় আরও যখন মাছের অর্ধেক টা তাকে দিলাম তখন তো আরও ভালোবাসার বন্ধুত্ব তৈরি করে ফেলেছে।
❤️❤️❤️❤️❤️

চীনের গুয়াংডং প্রদেশের ৮২ বছরের লং এখন ভাইরাল। তাঁর স্ত্রী মারা গিয়েছেন অনেক বছর আগে, সন্তানও নেই। একাই থাকতেন।একদিন বৃষ...
07/07/2025

চীনের গুয়াংডং প্রদেশের ৮২ বছরের লং এখন ভাইরাল। তাঁর স্ত্রী মারা গিয়েছেন অনেক বছর আগে, সন্তানও নেই। একাই থাকতেন।
একদিন বৃষ্টির মধ্যে রাস্তা থেকে তুলে আনা চারটি বিড়াল ছিল তাঁর একমাত্র সঙ্গী। সময়ের সঙ্গে তিনটি মারা যায়। বেঁচে আছে শুধু 'সিয়ানবা'—একটি সিয়ামি বিড়াল।

বৃদ্ধ লং এখন সিদ্ধান্ত নিয়েছেন, সিয়ানবার মৃত্যুর আগ পর্যন্ত দেখাশোনা করবে এমন বিশ্বস্ত কাউকে তিনি খুঁজে বের করবেন। আর যিনি সেই দায়িত্ব নেবেন, তাঁকেই দিয়ে যাবেন নিজের ফ্ল্যাট, জমি আর জমানো সমস্ত অর্থ।

স্থানীয় টিভি চ্যানেলে লং জানান, 'সিয়ানবার জন্য সঠিক অভিভাবক ছাড়া আমি মরতে চাই না।'

চীনের সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তোলপাড়। কেউ বলছেন, "যদি কেউ এই প্রস্তাব গ্রহণ না করে, তাহলে বুঝতে হবে, মানুষ আর প্রাণীকে ভালোবাসে না।"
কেউ আবার সতর্ক করছেন, "অনেকে শুধু টাকার লোভে বিড়াল দত্তক নিতে পারে, পরে তার ওপর অত্যাচারও হতে পারে।"

চীনে এখনও প্রাণী নির্যাতন প্রতিরোধে নির্দিষ্ট আইন নেই। তবে পোষা প্রাণীর বাজার দ্রুত বাড়ছে।
২০২৪ সালে চীনে বিড়াল-কুকুরের সংখ্যা ছিল প্রায় ১২ কোটি ৪০ লাখ।
মোট বাজার মূল্য প্রায় ৪২০০ কোটি মার্কিন ডলার!

এমনকি অনেকেই সম্পত্তির লোভ ছাড়াই সিয়ানবাকে নিতে আগ্রহ দেখিয়েছেন। এক নারী বলেন, 'আমিও ভাবি, আমার মৃত্যুর পর আমার বিড়ালের কী হবে?'

আপনি কী বলেন? শুধু ভালোবাসার জন্য কি এমন দায়িত্ব নিতে পারবেন? 🐾


আমি জিনিসপত্র প্যাক করায় ব্যাস্ত আর সে আরাম করে ঘুমাচ্ছে কিন্তু আজ বাহিরে যাওয়ার বায়না করে নাই। তাকে বলেছি তুমি বাইরে গে...
04/07/2025

আমি জিনিসপত্র প্যাক করায় ব্যাস্ত আর সে আরাম করে ঘুমাচ্ছে কিন্তু আজ বাহিরে যাওয়ার বায়না করে নাই। তাকে বলেছি তুমি বাইরে গেলে আমি কিন্তু তোমাকে রেখে যাবো।

আলহামদুলিল্লাহ তার ক্ষত স্থান শুকিয়ে গেছে।  সে একটু আগে এসে নিচে থেকে চিল্লাচ্ছিলো। আমি দরজা খুলে ডাক দিতেই চলে আসলো। এস...
04/07/2025

আলহামদুলিল্লাহ তার ক্ষত স্থান শুকিয়ে গেছে। সে একটু আগে এসে নিচে থেকে চিল্লাচ্ছিলো। আমি দরজা খুলে ডাক দিতেই চলে আসলো। এসে আগে কোলে উঠলো, তারপর খাওয়া। সে আজ ৪ দিন পর আমাকে পেয়েছে।

আজ বন্ধুর সংখ্যা অনেক বেশি ❤️❤️❤️❤️
02/07/2025

আজ বন্ধুর সংখ্যা অনেক বেশি ❤️❤️❤️❤️

ছাদের নির্জনতায় এক বন্ধুত্ব"সন্ধ্যার পরে হালকা বাতাস বইছিল, গরমটা একটু সহনীয় মনে হচ্ছিল। তাই আমি উঠে গেলাম ছাদে তিন তলার...
01/07/2025

ছাদের নির্জনতায় এক বন্ধুত্ব"

সন্ধ্যার পরে হালকা বাতাস বইছিল, গরমটা একটু সহনীয় মনে হচ্ছিল। তাই আমি উঠে গেলাম ছাদে তিন তলার, একা বসে থাকা, চাঁদের ম্লান আলো আর হালকা নিঃশব্দতা—সব মিলিয়ে এক ধরনের একাকীত্বে জড়িয়ে ছিলাম।

ঠিক তখনই, কোথা থেকে যেন একটা কুকুর এসে আমার পাশে দাঁড়াল। সে কোনও শব্দ না করেই শুধু তাকিয়ে রইল। চোখে ছিল একটা নির্ভরতার আভাস, আর মুখে যেন এক ধরনের চেনা হাসি।

আমি হাত বাড়াতেই সে কাছে এসে মাথাটা ঠেকিয়ে দিলো আমার হাতে। যেন বললো, "আমি আছি, ভয় নেই।"

আমাদের মধ্যে কোনও শব্দের আদানপ্রদান হয়নি। কিন্তু সেই মুহূর্তে মনে হল, সে বুঝে গেছে আমার নিঃশব্দতা। হয়তো আমার মতো সেও কারও সঙ্গ চেয়েছিল, হয়তো ছাদটা শুধু আমারই আশ্রয় ছিল না, তারও ছিল।

সে পাশে বসে থাকল কিছুক্ষণ, জিভটা বের করে হালকা হাঁপিয়ে উঠছিল, কিন্তু তাতে একটা প্রশান্তির ছাপ ছিল। তার চোখে অদ্ভুত এক মমতা, যেন বহুদিনের পরিচিত।

আজ রাতে আমি একা ছিলাম না। ছাদের নীরবতা আর অন্ধকারে এক নাম না জানা বন্ধুর সাথে আমার একটা নতুন সম্পর্ক গড়ে উঠলো—একটা শব্দহীন কিন্তু গভীর বন্ধুত্ব।

Address

Gazipur

Telephone

+8801796009603

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan:

Share