
21/07/2025
**পরিবারের বিশ্রী রাজনীতির শিকার হচ্ছেন?**
পৃথিবীতে সবচেয়ে সূক্ষ্ম, অথচ সবচেয়ে ভয়ানক মানসিক খেলা চালান অনেক বাবা-মা। সন্তানদের প্রতি ভালোবাসার আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে অহংকার, নিয়ন্ত্রণ আর বিচারহীনতা। সমাজ সবসময় সন্তানকে অপরাধী করে তুলে, অথচ ভুল তো মানুষ মাত্রই করতে পারে — বাবা-মায়েরও ভুল হতে পারে, সেটি স্বীকার করতেও অনেকেই রাজি নন।
কখনো সাইলেন্ট ট্রিটমেন্ট, কখনো তুচ্ছ তাচ্ছিল্য, কখনো কটু কথা — এসব দিয়েই অনেক সন্তানের প্রতিদিন শুরু ও শেষ হয়। প্রতিবাদ করলে বলা হয়, "তুমি খারাপ", "তুমি অবাধ্য"। অথচ তারা খুব ভালো করে জানেন, কোন সন্তান চুপচাপ সহ্য করে যাবে, আর কাকে মুখে-মুখে প্রশ্রয় দিতে হবে।
সত্যি বলতে, অনেক মানুষ জীবনের ছয় দশক পার করে বুঝতে পারে, কারা তার আপন ছিল। সৌভাগ্যবান তারা, যারা যৌবনেই সত্যিকারের সম্পর্কের মূল্য বুঝে ফেলে।
অসংখ্য সন্তান সবটুকু ভালোবাসা, সঞ্চয়, সময়, শ্রম বাবা-মায়ের পায়ে তুলে দিলেও শেষ পর্যন্ত কিছুই না করে ওঠার অপবাদ পায়। আবার কেউ কেউ কিছু না করেই “সেরা সন্তান” হয়ে ওঠে।
অনেক বাবা-মা নিজেদের গল্পে এক সন্তানকে সামনে রেখে গর্ব করে বলে, “আমার ওমুক সন্তান এটা করেছে, ওটা করেছে।” অথচ যার কাঁধে ভর দিয়ে এতদূর আসা, তাকে খাটো করতে একটুও কুণ্ঠাবোধ করেন না। যেন তার কষ্টের গায়ে ছায়া পড়লে অন্যের জৌলুস মলিন হয়ে যাবে।
ধীরে ধীরে সেই সন্তানটি, যে ছিল একসময় সবার আশ্রয়, পরিণত হয় এক নিঃসঙ্গ সৈনিকের — চুপচাপ সব সহ্য করে এক সময় দূরত্বের সীমা পার করে দেয়।
যারা এই মানসিক নির্যাতনের শিকার, একমাত্র তারাই জানে কতটা যন্ত্রণা জমা থাকে প্রতিদিনের হাসির আড়ালে।
তুমি প্রতিবাদ করলে তুমি খারাপ, তুমি বোঝো না, তুমি অকৃতজ্ঞ। অতীতের উপকার গুনে গুনে তোমাকে চাপা দেওয়া হবে, সাথে চলবে অবমূল্যায়ন, অপমান – বিনামূল্যে।
আমরা বিশ্বাস করি, আল্লাহ্র পরে পৃথিবীতে মা-বাবার স্থান। কিন্তু যদি সেই মা-বাবাই সন্তানের হৃদয়ে ছুরি চালায়, তখন চলার পথ হয়তো অব্যাহত থাকে, কিন্তু হৃদয় রক্তাক্ত হয়ে যায়। সেই ক্ষত-বিক্ষত হৃদয় থেকে শ্রদ্ধা আসে না — আসে একটা স্থির দূরত্ব।
সত্যি বলতে কী, এই জীবন আমাকে একটা কথাই শিখিয়েছে — পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক *স্বামী-স্ত্রী*র। যেখানে শ্রদ্ধা, সহানুভূতি, পরস্পরের পাশে থাকার অঙ্গীকার থাকে। বাকি সব সম্পর্ক যদি ভালো হয় তবে সৌভাগ্য, আর যদি না হয় তবে ছায়ার মতো, যা রোদ এলে হারিয়ে যায়।
যে একজন সঠিক জীবনসঙ্গী পায়নি, তার কপাল পোড়া। আর যে পেয়েছে — তার জীবনের নিরাপদ আশ্রয় এর জন্য অন্য আর কাওকে প্রয়োজন হয় না। ❤️
_আমার জীবন থেকে নেওয়া। ( মানতে কস্ট হলেও এটাই বাস্তবতা)