Hasan

Hasan Assalamualaikum,
i'm Cat lover..You?
(2)

আমি অতি সামান্য একজন মানুষ। পোষা প্রাণীদের ভালো লাগে ও ভালোবাসি, বিশেষ করে " বিড়াল "। বাস্তব ঘটনা ও জীবনের গল্প আর আমার পোষা বিড়াল "ক্যান্ডি"র সাথে কাটানো সময়ের ভিডিও ও যত্নের টিপস শেয়ার করি এখানে। 🐾💛
( ফেসবুক থেকে ইনকাম এর উদ্দেশ্য নয়)।

ডিপ্রেশনে ছিলাম একজন বললো বিলাই পাললে নাকি ডিপ্রেশন কমে। এখন বিলাই আমার বিছানায় হাগে, কিবোর্ডে মুতে। রাইত তিনটার সময় কয় ...
15/08/2025

ডিপ্রেশনে ছিলাম একজন বললো বিলাই পাললে নাকি ডিপ্রেশন কমে। এখন বিলাই আমার বিছানায় হাগে, কিবোর্ডে মুতে। রাইত তিনটার সময় কয় মিয়াও মিয়াও ভাত খাউ। আমি জেগে থাকলে সে ঘুমায়, আমি ঘুমাইলে সে ডিজে বাহারুলের মত সুরেলা কণ্ঠে গান গায়।

পাশের বাসার বিলাইয়ের সাথে ফ্লার্টিং করে। গতকাল সেই বিলাইয়ের গার্ডিয়ান এসে কয় "আপনার বিলাইরে বাইন্ধা রাখবেন। আমার বিলাইরে প্রেগন্যান্ট করে ফেলছে, যেমন মালিক তেমন বিলাই।" হতভম্ব হয়ে বললাম আমি আবার কারে প্রেগন্যান্ট করলাম, কি মুশকিল। বেডি চোখ গরম করে চলে গেছে।

কতবড় কুতাবাসা ভাবেন ডিপ্রেশন থেকে তুলার বদলে চরিত্রে শীল মেরে দিছে।🥹
Copy from My feed... Hafij Al Asad

একটি বিড়াল 🐈 যখন পৃথিবী ছেড়ে চলে যায়, তখন তার চোখে থাকে শুধু একটিই চাওয়া—তার প্রিয় মালিককে শেষবারের মতো একবার দেখে ...
08/08/2025

একটি বিড়াল 🐈 যখন পৃথিবী ছেড়ে চলে যায়, তখন তার চোখে থাকে শুধু একটিই চাওয়া—তার প্রিয় মালিককে শেষবারের মতো একবার দেখে নেওয়া। জীবনের শেষ প্রহরগুলোতে, যখন তার নিঃশ্বাস ধীরে ধীরে থেমে আসছে, তখন সে মাথা ঘুরিয়ে বারবার খুঁজে ফিরে মালিককে। তার চোখে তখন কোনো অভিযোগ থাকে না, থাকে না কোনো কষ্টের ছায়া—থাকে শুধু একরাশ গভীর ভালোবাসা আর অজস্র স্মৃতির মায়া।

সে তাকিয়ে 🐱 থাকে—চোখজোড়া উজ্জ্বল হয়ে ওঠে এক অপার্থিব আলোয়। যেন বলছে,
"তুমি আমার সব ছিলে, আমি শেষ মুহূর্তেও তোমাকেই খুঁজেছি।"

কিন্তু অধিকাংশ সময়, সেই স্নেহময় মালিক তখন পাশে থাকে না। হয়তো অফিসে, হয়তো ব্যস্ততায়, হয়তো বা জানেই না—তার ছোট্ট সঙ্গীটি শেষবারের মতো তাকিয়ে আছে দরজার দিকটায়।

কেউ তখনো জানে না, বিড়ালটি যে নিঃশব্দে তাকিয়ে আছে, তা কোনো কৌতূহল নয়—তা শেষবারের আকুলতা। একবার চোখে চোখ পড়লেই হয়তো ও চলে যেত শান্তিতে। মালিকের ভালোবাসার ছোঁয়া, তার মুখের পরিচিততা—এইটুকুই চেয়েছিল বিদায়ের আগে।

কিন্তু যখন মালিক আসে, তখন অনেক সময়ই খুব দেরি হয়ে যায়। বিড়ালটি তখন নিঃশব্দে ঘুমিয়ে গেছে—চোখ দুটি হয়তো এখনো খোলা, কিন্তু তাতে আর নেই সেই চাওয়ার আলো।

---

যা থাকে অবশিষ্ট

থাকে শুধু একটি ছোট্ট শূন্যতা, একটা ফাঁকা বিছানা, কিছু ফেলে যাওয়া খেলনা, আর মালিকের বুকভরা আফসোস—
"আমি যদি একটু আগে থাকতে পারতাম..."

এই ছোট্ট প্রাণীর নিঃশর্ত ভালোবাসার কোনো মূল্য হয় না টাকায়, যায় না পরিমাপ করা শব্দে। কিন্তু তারা চলে গেলে, রেখে যায় অগণিত নীরব ভালোবাসার চিহ্ন—যা ধরা পড়ে বিড়ালটার ফেলে যাওয়া প্রতিটি চুলে, প্রতিটি পায়ের ছাপে, প্রতিটি নিঃশব্দ চাহনিতে।

আমার পেইজে যুক্ত পরিচিত কেউ আশুলিয়া চারাবাগ এলাকার আশেপাশে কেউ আছেন নাকি, থাকলে কমেন্টে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ না...
08/08/2025

আমার পেইজে যুক্ত পরিচিত কেউ আশুলিয়া চারাবাগ এলাকার আশেপাশে কেউ আছেন নাকি, থাকলে কমেন্টে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এ জরুরী ভাবে যোগাযোগ করবেন।
০১৭১৭২৯১৪৩৪

গতকাল সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পুরো ৬ বর্গকিলোমিটার  গ্রাম চিরুনি অভিযান চালানোর  পর জানা গেল যাকে ক্যান্ডি ভেব...
05/08/2025

গতকাল সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পুরো ৬ বর্গকিলোমিটার গ্রাম চিরুনি অভিযান চালানোর পর জানা গেল যাকে ক্যান্ডি ভেবে ছবি পাঠিয়েছিলো সেটা আসলো ক্যান্ডি না।
ক্যান্ডির মতো দেখতে অন্য জনের পালিত বিড়াল।
😭😭😭 সবাই দোয়া করবেন ক্যান্ডিকে যেন আমি ফিরে পাই। আর ফিরে না পেলেও যেখানে থাকুক না কেন, আল্লাহ রব্বুল আলামীন যেন ওরে সুস্থ রাখেন,আমীন। 🤲🤲🤲🤲🤲

আজ ভোরে ২ বার তারে স্বপ্নে দেখেছি। আজ তার একটা সন্ধান পেয়েছি।  আশা করছি তাকে ফিরে পাবো।❤️❤️❤️❤️ ইনশাআল্লাহ।
03/08/2025

আজ ভোরে ২ বার তারে স্বপ্নে দেখেছি। আজ তার একটা সন্ধান পেয়েছি। আশা করছি তাকে ফিরে পাবো।❤️❤️❤️❤️
ইনশাআল্লাহ।

১ ঘন্টা পুরো ২ মাইল হাটলাম ফজরের পড়ে,  পথে অনেক বিড়াল এর দেখা মিললো কিন্তু আমার আদরের ক্যান্ডির দেখা পেলাম না। এ কস্ট আম...
02/08/2025

১ ঘন্টা পুরো ২ মাইল হাটলাম ফজরের পড়ে, পথে অনেক বিড়াল এর দেখা মিললো কিন্তু আমার আদরের ক্যান্ডির দেখা পেলাম না।
এ কস্ট আমি কাকে বোঝাই। কে এই কস্ট বুঝবে 😭😭😭

একাকীত্বের রাত, কিছু অপ্রকাশিত সত্য...আজকাল রাতগুলো খুব চুপচাপ। শুধু বাতাস আছে, দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে নিঃশব্দ দীর্...
31/07/2025

একাকীত্বের রাত, কিছু অপ্রকাশিত সত্য...

আজকাল রাতগুলো খুব চুপচাপ।
শুধু বাতাস আছে, দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে নিঃশব্দ দীর্ঘশ্বাস।

জীবনে এমন একটা সময় আসে, যখন বুঝি —
যাদের পাশে থাকার কথা ছিল, তারাই নেই।
যারা বলেছিল “সবসময় পাশে থাকবো,” তারাই একে একে হারিয়ে গেছে।
হয়তো ব্যস্ত, হয়তো উদাস, কিংবা হয়তো —
আমি আর প্রয়োজনীয় নই তাদের জীবনে।

একসময় য়ারা আমার ছায়া ছিল— আজ তাদের মাঝেও আমি নেই।
ভুল বোঝাবুঝি আর সম্পর্কের দূরত্ব যেন এমন এক দেয়াল তুলেছে, যার ওপারে আমি হাঁপিয়ে উঠি, কাঁদি, কিন্তু কেউ শোনে না।
সবাই ভাবে — আমিই নাকি পালিয়ে গেছি।
কেউ বোঝে না — আমি শুধু একটু "ভালোবাসা " চেয়েছিলাম।
একটু বুঝে নেওয়া, একটু না বলা ভালোবাসা...

স্বার্থপরতার স্বাীকারে আজ আমি একা।
তবুও প্রতিদিন বাঁচি। বাঁচি এই আশায় —
একদিন কেউ এসে বলবে, “তুমি একা না।
আমি আছি, নিঃশব্দে হলেও আছি।”

সবাই চলে যেতে পারে, কিন্তু অনুভবের কিছু সম্পর্ক রয়ে যায় ভিতরে — যা রাতের একাকীত্বে চোখে জল এনে দেয়।।

আর এই জ্বল শুধু সেই দেখতে পায় যে আমার মতো চাদের পানে চেয়ে বলে সৃস্টি কর্তা তুমি মহান।

তুমি চাঁদ দিয়েছো বলেই অন্ধকার এতো সুন্দর।
🥲🥲🥲🥲

নারীর ষোল কলা বলতে কি কি বুঝায়??জেনে নিন তবে নারীর ষোল কলা-১. রূপ – সৌন্দর্য২. গান – সুরেলা কণ্ঠ বা সঙ্গীতজ্ঞান৩. নৃত্য ...
31/07/2025

নারীর ষোল কলা বলতে কি কি বুঝায়??জেনে নিন তবে নারীর ষোল কলা-

১. রূপ – সৌন্দর্য
২. গান – সুরেলা কণ্ঠ বা সঙ্গীতজ্ঞান
৩. নৃত্য – শাস্ত্রীয় বা নৃত্যের জ্ঞান
৪. বাকচাতুর্য – মিষ্টি ও বুদ্ধিদীপ্ত কথা বলা
৫. সেলাই/কারুশিল্প – হাতের কাজ, সৃজনশীলতা
৬. রান্না – সুস্বাদু ও বৈচিত্র্যময় খাবার তৈরি
৭. সজ্জা – সাজগোজ, সৌন্দর্যবর্ধন
৮. আচরণ – মার্জিত ব্যবহার
৯. ধর্মজ্ঞান – ধর্মীয় ও নৈতিক শিক্ষা
১০. সংসারজ্ঞান – ঘরকন্না চালানোর দক্ষতা
১১. বুদ্ধিমত্তা – পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা
১২. ভক্তি – স্বামী, পরিবার ও সৃস্টিকর্তার প্রতি আনুগত্য
১৩. সংগীত বাজানো – বাদ্যযন্ত্রে পারদর্শিতা
১৪. লিপিশৈলী – সুন্দর হস্তলিপি বা লেখার দক্ষতা
১৫. সাহিত্যচর্চা – কবিতা, গল্প ইত্যাদির প্রতি আগ্রহ
১৬. সামাজিকতা – অতিথি আপ্যায়ন ও সামাজিক আচরণ

কিন্তু নারীর আসলে ৩২ কলা, বাকী ষোল কলা হলো-
১৭) রাগ করলে - রাগ ভাঙ্গাতে হবে।
১৮) রাগ ভাঙ্গাতে গেলে- আরও রেগে যাবে
১৯) রাগ না ভাঙ্গিয়ে চুপ থাকলে- আরও রেগে যাবে
২০) শাসন করলে- ঝগড়া করবে
২১) নিষেধ করলে- ঐটাই করবে
২২) আদর দেখালে - ভাব দেখাবে
২৩) ছাড় দিলে - মাথায় উঠবে
২৪) ভালোবাসা দেখালে- দূর্বলতা মনে করবে
২৫) দূর্বলতা পেলে- সেখানেই আঘাত করবে
২৬) চুপ থাকলে - খোঁচাবে
২৭) প্রশংসা করলে- বিশ্বাস করবে না
২৮) প্রশংসা না করলে - জীবনডা তেজপাতা বানিয়ে দিবে
২৯) কিছু কিনেদিলে- পছন্দ করবে না
৩০) সাথে করে কেনাকাটা করতে গেলে -
আবদারের শেষ থাকবে না
৩১) আবদারের সব কিনে দিলেও - মন ভরবে না
৩২) এই কলা কেউ জানে না, আমিও জানি না, দুঃখিত.... 😅😅😅 (

**"ভালোবাসার নামে বন্দিত্ব"**সবসময় ভাবতাম, পরিবার মানেই আশ্রয়, মানেই নির্ভরতা। কিন্তু একসময় বুঝলাম — কিছু সম্পর্ক কেবল র...
27/07/2025

**"ভালোবাসার নামে বন্দিত্ব"**

সবসময় ভাবতাম, পরিবার মানেই আশ্রয়, মানেই নির্ভরতা। কিন্তু একসময় বুঝলাম — কিছু সম্পর্ক কেবল রক্তের বন্ধনে, হৃদয়ের নয়।

কিছু মা-বাবা ভালোবাসা দেন শর্তসাপেক্ষে। তাদের চোখে সন্তান “ভালো” তখনই, যখন সে নিঃশর্ত আনুগত্য করে — প্রশ্নহীন, আত্মবিসর্জন দিয়ে।
তোমার চাওয়া, তোমার স্বপ্ন, তোমার কষ্ট... এগুলো তাদের কাছে “অহংকার”, “অতিচিন্তা”, বা “অভদ্রতা”।
তাদের চোখে তুমি কেবল তখনই আদর্শ সন্তান, যখন তুমি নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে তাদের ইচ্ছা পূরণে ব্যস্ত।

এক সময় নিজেকেই প্রশ্ন করেছিলাম —
"ভালোবাসা কি তাহলে একতরফা আত্মত্যাগের নাম?"
"বাবা-মা'র নামেই যদি আত্মসম্মান হারাতে হয়, তবে সেই সম্পর্কের ভিত্তিই বা কতটা পবিত্র?"

তোমার কষ্টের চিৎকার যদি পরিবারের দেওয়ালে প্রতিফলিত না হয়,
তোমার অশ্রু যদি কাউকে স্পর্শ না করে,
তবে বুঝে নিও — তুমি একা।

কিছু মানুষ জন্মদাতা হয়, কিন্তু হৃদয়গঠনকারী নয়।
তারা কেবল দাবী করে অধিকার, কিন্তু দিতে জানে না সমর্থন।
তারা চায় তুমি তাদের চোখে সফল হও,
তোমার চোখে সুখী হও — সেটার খোঁজ তারা রাখে না।

তাই আজ বুঝি, সম্পর্ক মানে কেবল রক্ত নয়।
সম্পর্ক মানে সম্মান।
মানসিক নিরাপত্তা।
তুমি যেমন হও, সেই তুমিকে গ্রহণ করার মন বড় হওয়া।

এমন অনেক সন্তান আছে, যারা নিজের সবটুকু দিয়ে সম্পর্ক রক্ষা করতে চেয়েছিল।
শেষমেশ ক্লান্ত হয়ে নিজের কাছেই ফিরেছে।
তাদের কাছে পরিবার মানে এখন আর 'রক্তের সম্পর্ক' নয় —
মানে হয় নিজের তৈরি শান্তির আশ্রয়, নয়তো সহনশীল দূরত্ব।

সত্যিকারের সম্পর্ক কোনোদিন নিঃস্ব করে না, সেটা আশ্রয় দেয়।
আর যদি পরিবার নামের ছায়াতলেই অন্ধকার থাকে,
তবে আলোর পথ খুঁজে নিতে নিজের কাছেই ফিরে আসতে হয়।

একা থাকলেও যেন শান্তিতে থাকো —
এটাই আত্মমর্যাদার প্রথম পাঠ।
❤️

27/07/2025

জীবনের বাস্তবতা বড়ই কঠিন...

**পরিবারের বিশ্রী রাজনীতির শিকার হচ্ছেন?**পৃথিবীতে সবচেয়ে সূক্ষ্ম, অথচ সবচেয়ে ভয়ানক মানসিক খেলা চালান অনেক বাবা-মা। সন্ত...
21/07/2025

**পরিবারের বিশ্রী রাজনীতির শিকার হচ্ছেন?**

পৃথিবীতে সবচেয়ে সূক্ষ্ম, অথচ সবচেয়ে ভয়ানক মানসিক খেলা চালান অনেক বাবা-মা। সন্তানদের প্রতি ভালোবাসার আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে অহংকার, নিয়ন্ত্রণ আর বিচারহীনতা। সমাজ সবসময় সন্তানকে অপরাধী করে তুলে, অথচ ভুল তো মানুষ মাত্রই করতে পারে — বাবা-মায়েরও ভুল হতে পারে, সেটি স্বীকার করতেও অনেকেই রাজি নন।

কখনো সাইলেন্ট ট্রিটমেন্ট, কখনো তুচ্ছ তাচ্ছিল্য, কখনো কটু কথা — এসব দিয়েই অনেক সন্তানের প্রতিদিন শুরু ও শেষ হয়। প্রতিবাদ করলে বলা হয়, "তুমি খারাপ", "তুমি অবাধ্য"। অথচ তারা খুব ভালো করে জানেন, কোন সন্তান চুপচাপ সহ্য করে যাবে, আর কাকে মুখে-মুখে প্রশ্রয় দিতে হবে।

সত্যি বলতে, অনেক মানুষ জীবনের ছয় দশক পার করে বুঝতে পারে, কারা তার আপন ছিল। সৌভাগ্যবান তারা, যারা যৌবনেই সত্যিকারের সম্পর্কের মূল্য বুঝে ফেলে।
অসংখ্য সন্তান সবটুকু ভালোবাসা, সঞ্চয়, সময়, শ্রম বাবা-মায়ের পায়ে তুলে দিলেও শেষ পর্যন্ত কিছুই না করে ওঠার অপবাদ পায়। আবার কেউ কেউ কিছু না করেই “সেরা সন্তান” হয়ে ওঠে।

অনেক বাবা-মা নিজেদের গল্পে এক সন্তানকে সামনে রেখে গর্ব করে বলে, “আমার ওমুক সন্তান এটা করেছে, ওটা করেছে।” অথচ যার কাঁধে ভর দিয়ে এতদূর আসা, তাকে খাটো করতে একটুও কুণ্ঠাবোধ করেন না। যেন তার কষ্টের গায়ে ছায়া পড়লে অন্যের জৌলুস মলিন হয়ে যাবে।

ধীরে ধীরে সেই সন্তানটি, যে ছিল একসময় সবার আশ্রয়, পরিণত হয় এক নিঃসঙ্গ সৈনিকের — চুপচাপ সব সহ্য করে এক সময় দূরত্বের সীমা পার করে দেয়।

যারা এই মানসিক নির্যাতনের শিকার, একমাত্র তারাই জানে কতটা যন্ত্রণা জমা থাকে প্রতিদিনের হাসির আড়ালে।

তুমি প্রতিবাদ করলে তুমি খারাপ, তুমি বোঝো না, তুমি অকৃতজ্ঞ। অতীতের উপকার গুনে গুনে তোমাকে চাপা দেওয়া হবে, সাথে চলবে অবমূল্যায়ন, অপমান – বিনামূল্যে।

আমরা বিশ্বাস করি, আল্লাহ্‌র পরে পৃথিবীতে মা-বাবার স্থান। কিন্তু যদি সেই মা-বাবাই সন্তানের হৃদয়ে ছুরি চালায়, তখন চলার পথ হয়তো অব্যাহত থাকে, কিন্তু হৃদয় রক্তাক্ত হয়ে যায়। সেই ক্ষত-বিক্ষত হৃদয় থেকে শ্রদ্ধা আসে না — আসে একটা স্থির দূরত্ব।

সত্যি বলতে কী, এই জীবন আমাকে একটা কথাই শিখিয়েছে — পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক *স্বামী-স্ত্রী*র। যেখানে শ্রদ্ধা, সহানুভূতি, পরস্পরের পাশে থাকার অঙ্গীকার থাকে। বাকি সব সম্পর্ক যদি ভালো হয় তবে সৌভাগ্য, আর যদি না হয় তবে ছায়ার মতো, যা রোদ এলে হারিয়ে যায়।

যে একজন সঠিক জীবনসঙ্গী পায়নি, তার কপাল পোড়া। আর যে পেয়েছে — তার জীবনের নিরাপদ আশ্রয় এর জন্য অন্য আর কাওকে প্রয়োজন হয় না। ❤️

_আমার জীবন থেকে নেওয়া। ( মানতে কস্ট হলেও এটাই বাস্তবতা)

এলাকা পরিদর্শন এ বের হয়েছেন ভদ্রলোক।
14/07/2025

এলাকা পরিদর্শন এ বের হয়েছেন ভদ্রলোক।

Address

Goalbathan, Kaliakoir. Gazipur
Gazipur
1750

Telephone

+8801796009603

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan:

Share