
14/08/2025
ভালো লাগা সকাল
ভোরের প্রথম রোদের সোনালি ছোঁয়ায় ঘুম ভাঙে,
আকাশে হালকা কুয়াশা, পাখিদের মিষ্টি ডাক।
গাছের পাতায় শিশিরের মুক্তো ঝলমল করে,
শান্ত বাতাসে মন ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে।
চায়ের কাপে ধোঁয়া উঠতে উঠতে মনে হয়—
আজকের দিনটা হবে সুন্দর, নতুন, আর আশা ভরা।