All-Seer

All-Seer This is a page that will give you an idea about everything.

30/05/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

30/05/2025
31/03/2025

ঈদ মোবারক

ধৈর্য, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা; সর্বোপরি এই রমজানের ত্যাগের মাঝেই হোক ঈদ আনন্দ 🌙

04/03/2025

শরীরে কোথাও ব্যথা পেলে ব্যথার স্থানে হাত রেখে তিনবার বলবে "বিসমিল্লাহ" এরপর সাতবার বলবে:
أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ :

আউযুবিল্লাহি ওয়া ক্বুদরতিহী মিন শাররি মা-আজিদু ওয়া উহা-যিরু।

অর্থ :

আমি আল্লাহ ও তাঁর কুদরতের কাছে আশ্রয় নিচ্ছি আমি যা অনুভব করছি এবং ভয় করছি তার অকল্যাণ থেকে।

ফজিলত :

আমি আল্লাহ ও তাঁর কুদরতের কাছে আশ্রয় নিচ্ছি আমি যা অনুভব করছি এবং ভয় করছি তার অকল্যাণ থেকে

21/01/2025

আজকের আয়াত/হাদীস

"আবূ যার রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন,

يَا عِبَادِى إِنِّى حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِى وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا فَلاَ تَظَالَمُوا

আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি। তোমাদের পারস্পরিক জুলুমকেও হারাম করে দিয়েছি। অতএব তোমরা একে অন্যকে জুলুম করো না।

সহীহ মুসলিম , হাদীস ২৫৭৭ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৬৩৩৯ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

This content is copied from Muslims Day Android App
Download Link: https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan

20/01/2025

আজকের আয়াত/হাদীস

"আনাস ইবনু মালিক রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

لاَ تَبَاغَضُوا ، وَلاَ تَحَاسَدُوا ، وَلاَ تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَانًا ، وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ.

তোমরা একে অন্যের প্রতি বিদ্বেষভাব পোষন করো না। পরস্পর হিংসা করো না। পরস্পর বিরুদ্ধাচরণ করো না। তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। কোন মুসলমানের জন্য তিন দিনের বেশী তার ভাইকে পরিত্যাগ করে থাকা (অর্থাৎ তার সাথে কথা না বলা) জায়িয নয়।

সহীহ বুখারী, হাদীস ৬০৬৫ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৫৬৩৯ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

This content is copied from Muslims Day Android App
Download Link: https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan

20/01/2025

আজকের আয়াত/হাদীস

"হুযাইফা ইবনুল ইয়ামান রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَأْمُرُنَّ بِالمَعْرُوفِ وَلَتَنْهَوُنَّ عَنِ الْمُنْكَرِ أَوْ لَيُوشِكَنَّ اللَّهُ أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عِقَابًا مِنْهُ ثُمَّ تَدْعُونَهُ فَلاَ يُسْتَجَابُ لَكُمْ.

সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! অবশ্যই তোমরা সৎকাজের আদেশ এবং অসৎকাজে নিষেধ করতে থাক। নতুবা আল্লাহ তা’আলা অচিরেই তোমাদের উপর তাঁর শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তাঁর নিকট দু’আ করবে, কিন্তু তিনি তোমাদের সেই দু’আ কবুল করবেন না।

জামে আত-তিরমিযী ২১৭২(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ) ২১৬৯ (আহমাদ শাকের তাহকীককৃত)"

This content is copied from Muslims Day Android App
Download Link: https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan

20/01/2025

আজকের আয়াত/হাদীস

"আবূ হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهْوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا ، وَمَنْ تَحَسَّى سَمًّا فَقَتَلَ نَفْسَهُ فَسَمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا.

যে লোক পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে, সে জাহান্নামের আগুনে পুড়বে। চিরদিন সে জাহান্নামের মধ্যে অনুরূপভাবে লাফিয়ে পড়তে থাকবে। যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে, তার বিষ জাহান্নামের আগুনের মধ্যে তার হাতে থাকবে। চিরকাল সে জাহান্নামের মধ্যে তা পান করতে থাকবে। যে ব্যক্তি লোহার আঘাতে আত্মহত্যা করবে, জাহান্নামের আগুনের মধ্যে সে লোহা তার হাতে থাকবে। চিরকাল সে তা দ্বারা নিজের পেটে আঘাত করতে থাকবে।

সহীহ বুখারী, হাদীস ৫৭৭৮ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৫৩৬৩(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

This content is copied from Muslims Day Android App
Download Link: https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan

20/01/2025

আজকের আয়াত/হাদীস

"আবূ সা‘ঈদ খুদরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

« إِيَّاكُمْ وَالْجُلُوسَ فِى الطُّرُقَاتِ ». قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا لَنَا بُدٌّ مِنْ مَجَالِسِنَا نَتَحَدَّثُ فِيهَا. قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « فَإِذَا أَبَيْتُمْ إِلاَّ الْمَجْلِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ ». قَالُوا وَمَا حَقُّهُ قَالَ « غَضُّ الْبَصَرِ وَكَفُّ الأَذَى وَرَدُّ السَّلاَمِ وَالأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْىُ عَنِ الْمُنْكَرِ »

রাস্তার উপর বসে থাকা তোমরা পরিহার করবে। তাঁরা বললেন, হে আল্লাহর রসূল! (পথের উপরে) আমাদের বৈঠক না করে উপায় নেই, সেখানে আমরা (প্রয়োজনীয়) কথাবার্তা বলে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : একান্তই যদি তোমাদের তা করতে হয়, তবে রাস্তাকে তার প্রাপ্য হক দেবে। তাঁরা বললেন, রাস্তার হক কী? তিনি বললেন, দৃষ্টি অবনত করা, কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, সালামের জবাব দেয়া এবং ন্যায় কাজের আদেশ দেয়া ও অন্যায় কাজ থেকে নিষেধ করা।

সহীহ মুসলিম, হাদীস ২১২১ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৫৩৮০(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

This content is copied from Muslims Day Android App
Download Link: https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan

20/01/2025

আজকের আয়াত/হাদীস

"‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর রা. থেকে বর্ণিত : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :

صَلاَةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً

জামা’আতে সালাতের ফযীলত একাকী আদায়কৃত সালাতের থেকে সাতাশ গুণ বেশী।

সহীহ বুখারী, হাদীস ৬৪৫ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৬১৭(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

পাদটীকা:

এ সওয়াব পুরুষদের জন্যে। আর মহিলাদের জন্যে নিজ ঘরে নামাজ পড়াই উত্তম। সহীহ হাদীসে এমনই বলা হয়েছে।"

This content is copied from Muslims Day Android App
Download Link: https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan

Address

Gazipur

Telephone

+8801774972335

Website

Alerts

Be the first to know and let us send you an email when All-Seer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All-Seer:

Share