
29/07/2025
নাকের পলিপাস? সাইনাস? অপরাশন ছাড়াই বাসক পাতার জাদুতে গায়েব!
মাত্র ৭ দিনে প্রমানিত
যা লাগবে:
তাজা বাসক পাতা – ৭-১০টি
তুলসী পাতা (ঐচ্ছিক) – ৪-৫টি
প্রস্তুত প্রণালি:
১. বাসক পাতা (তুলসী থাকলে সেটিও) ভালোভাবে ধুয়ে বেটে রস বের করুন।
২. ছেকে নিয়ে সেই রস একটা ছোট বোতলে রাখুন।
৩. ফ্রিজে না রেখে ঠান্ডা জায়গায় ১ দিন পর্যন্ত রাখা যাবে।
ব্যবহার পদ্ধতি:
প্রতিদিন সকালে ও রাতে ১-২ ফোঁটা করে নাকের দুই ছিদ্রে দিন।
প্রয়োজনে ১ ফোঁটা করেও শুরু করতে পারেন, সহ্য হওয়ার পর বাড়িয়ে নিন ।
সতর্কতা:
প্রথমবার ব্যবহারে সামান্য জ্বালা করতে পারে এটি স্বাভাবিক।
১০-১৫ দিনের মধ্যে নাক পরিষ্কার, পলিপাস শুকাতে শুরু করে।
হাঁপানি, সাইনাস, দীর্ঘস্থায়ী কাশিতেও উপকারী।
বাসক পাতা সেদ্ধ করে তার ভাপ নিলেও নাক খোলে, মাথাব্যথা কমে।
চাইলে মধুর সাথে রস মিশিয়ে খেতে পারেন ভিতর থেকেও কাজ করবে।
নিজে জানুন অন্যকে জানতে শেয়ার করে দিন