Fatiha Bashir

Fatiha Bashir নিজেকে বিশ্বাস করুন, সাফল্য আপনার দ্বারেই দাঁড়িয়ে। Bangla Motivational speaker. জীবন বদলানোর কথা বলি। এখনো সময় আছে নিজেকে বদলান, জীবন পাল্টে যাবে।

28/07/2025

অন্যের জীবনের সাথে নিজের জীবন মিলাতে যাবেন না। সব অংক একই সূত্রে মিলে না..!!

28/07/2025

মানোবতায় ভরে উঠুক সবার হৃদয়!!

28/07/2025

জীবন মানেই বর্তমান!?
না অতীতের গ্লানী!?
না ভবিষ্যতের দু:শ্চিন্তা!!!?

28/07/2025

মুখে এনার্জি বাল্ব❌ হাতে লোডশেডিং ✅
!!!!!!!

28/07/2025

খাবারে বিষ ঢেলে দিলে... তার ওষুধ আছে, চিকিৎসা আছে কিন্তু কানের ভিতর কেউ বিষ ঢুকালে তার কোন চিকিৎসা নেই..!!

28/07/2025

“আস্তাগফিরুল্লাহ" – আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি।

28/07/2025

আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, প্রত্যেকটি নবজাত শিশু ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে; কিন্তু পরে পিতা-মাতা তাকে ইয়াহুদ করে গড়ে তোলে অথবা নাসারা করে গড়ে তুলে অথবা অগ্নিপূজক করে গরে তুলে। ঠিক যেমন চতুষ্পদ পশু চতুষ্পদ পশু জন্ম দেয়। তোমরা তা নাগ বা অন্যান্য অংশ কাটা দেখতে পাও কি? [বুখারী-১৩৮৫]

28/07/2025

তোমাদের সকলকে তাঁরই দিকে ফিরে যেতে হবে, আল্লাহর ওয়াদা সত্য; নিশ্চয়ই তিনিই প্রথমবার সৃষ্টি করেন, অতঃপর তিনিই পুনর্বারও সৃষ্টি করবেন, যাতে এরূপ লোকদের, যারা ঈমান আনয়ন করেছে এবং ভালো কাজ করেছে তাদেরকে ইনসাফ মত প্রতিফল প্রদান করেন; আর যারা কুফুরী করেছে তারা পাবে উত্তপ্ত পানি এবং যন্ত্রণাদায়ক শাস্তি তাদের কুফরির কারণে। [সূরা ইউনুস-৪]

28/07/2025

নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভাল কাজ করেছে তাদের প্রতিপালক তাদেরকে লক্ষ্যস্থলে (জান্নাতে) পৌঁছিয়ে দিবেন, তাদের ঈমানের কারণে, শান্তির উদ্যানসমূহে তাদের (বাসস্থানের) তলদেশ দিয়ে নহরসমূহ বইতে থাকবে। সেখানে তাদের আহ্বান হবে: হে আল্লাহ! তুমি মহান, পবিত্র! এবং পরস্পরের শুভেচ্ছা হবে: সালাম, আর তাদের শেষ কথা হবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
[সূরা ইউনুস ৯-১০]

28/07/2025

ধন-সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো- মানসিক শান্তি।

28/07/2025

কিছু মন খারাপের ব্যাখ্যা হয় না,শুধু নিশ্বাস নিতে কষ্ট হয়..!

28/07/2025

যথাসাধ্য চেষ্টা না করে কখনোই নিজের ভাগ্যকে দোষারোপ করবেন না!

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Fatiha Bashir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fatiha Bashir:

Share