
06/08/2025
যেই চাচী আমাকে বলেছিলো, জামাইয়ের ভাত কপালে জুটবোনা, আলহামদুলিল্লাহ ১৮ বছর ধরে জামাইয়ের ভাত খাচ্ছি, এখন সেই চাচির পোলারা কয়দিন পর পর চু*রি কইরা গ্রামের মানুষের উত্তম মাধ্যম খায়। কোনোদিন কাউকে অভিশাপ দেইনি, শুধু সঠিক সময়ের অপেক্ষা করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর আমাকে সঠিক সময়ে সঠিক জিনিসগুলোই দেখাচ্ছে। সত্যিই আল্লাহ মহান।