06/10/2024
#আসসালামু_আলাইকুম
#উদ্যোক্তা হওয়ার বাসনা অনেকেই মনের মাঝে লালন করেন। তবে লালিত স্বপ্নকে পেছনে ঠেলতে নানা অজুহাত তৈরি করে মানুষ।যেমন,টাকা নেই,আমাকে দিয়ে এই ব্যবসা হবে না,পরিবারের কেউ ব্যবসা করে নি,বিশ্বস্ত মানুষ পাবো কই,আমার জিনিস কিনবে কে-এই সব সাত পাঁচ ভেবে অনেকেই একধাপ এগিয়ে তিনধাপ পিছিয়ে যান।
বর্তমান যে পেশায় আছেন,ওই পেশা ঠিক রেখে কাজের পাশাপাশি অল্প পুঁজি তে বিজনেস করতে চাইলে।
তাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ, এইখানে কাজ করতে হলে আপনাকে কোন টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না।আপনি যে পেশাজীবীই হোন তার পাশাপাশি এই ব্যবসা করতে পারেন।আপনি যে বয়সেরই হোন,যে ধর্মের,যে বর্ণেরই হোন।
শুধু আপনার #ফ্রী সময়, #কাজ করার মন-মানসিকতা, #ইচ্ছা শক্তি নিয়ে Dxn এ জয়েন করুন,ইনশাআল্লাহ Dxn ই হবে আপনার সফলতার সোপান।
আসলে উদ্যোক্তা হওয়ার সাহস দেখাতে পারে খুব কম মানুষই।ঝুঁকি থাকবেই তবে মনকে সেভাবেই গড়তে হবে।
যারা কথা বলতে পারবেন তারা শুধু যোগাযোগ করবেন, যারা কথা বলতে পারবেন না তারা কেও নক দিবেন না।
Dxn এ কাজ করতে চাইলে পৃথিবীর যে কোন দেশ থেকে বিস্তারিত যোগাযোগ ইনবক্স করতে পারেন।
WhatsApp
01890264230
টেলিগ্রাম 👇👇
https://t.me/farhadhossan07
Farhad hossan lavlu ( SR )