07/06/2025
আমি চেয়েছিলাম শান্তি,
ভালোবাসা আর একটুখানি সুখ ।
কিন্তু ভাগ্য আমাকে দিল কষ্ট,
অভীমান আর একাকীত্ব।
আমি চেয়েছিলাম
তোমাকে জীবনের অংশ বানাতে,
কিন্তু ভাগ্য চাইলো
আমাকে একা করে দিতে।
প্রিয়া তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই,
কারণ আমি জানি ভালোবাসা জোর করে হয় না।
কিন্তু কষ্ট হয় এই ভেবে,
যদি ভাগ্য একটু সহায় হতো,
তাহলে হয়তো আমাদের গল্পটা অন্যরকম হতো।
আমি আজও নিজেকে প্রশ্ন করি,
কোথায় ভুল ছিলো আমার?
কিন্তু উত্তর পাই না।
হয়তো ভুলটা ছিলো আমার স্বপ্ন দেখার।
হয়তো ভুলটা ছিলো ভাগ্যের উপর ভরসা করার।
তোমাকে দোষ দিয়ে কি লাভ?
কারণ ভালোবাসা ছিল সৎ,
কিন্তু ভাগ্য ছিল নিষ্ঠুর।
ভালো থেকো হয়তো আর কোন দিন দেখা হবে না,কথাও হবে না।