M H Abdullah sadi

M H Abdullah sadi Islamic lecturer. Islamic speaker.
ইসলামিক ভিডিও নির্মাতা।

29/07/2025

২০২৫ সালের জুলাই মাসে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে সংক্ষেপে কিছু বিশ্লেষণ নিচে দেওয়া হলো — চারটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনায়:

🌐 ১. রাজনৈতিক অবস্থা:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে রাজনৈতিক পরিবেশ অপেক্ষাকৃত স্থিতিশীল, তবে বিরোধী দলগুলোর কার্যক্রম ও আন্দোলনের প্রস্তুতি চলমান।

স্বৈরতন্ত্র ও গণতন্ত্র সংকট নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

আইনের শাসন ও বাকস্বাধীনতা নিয়ে দেশের ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আছে।

📉 ২. অর্থনৈতিক অবস্থা:

মূল্যস্ফীতি ও ডলারের সংকট এখনও দেশের জন্য বড় চ্যালেঞ্জ।

বিদেশি রিজার্ভ কিছুটা হ্রাস পেয়েছে, তবে রেমিট্যান্স প্রবাহ কিছুটা স্থিতিশীল হয়েছে।

চাল-ডাল-তেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বেকারত্ব ও যুবকদের হতাশা বেড়েছে, বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে।

💡 ৩. সমাজ ও প্রযুক্তি:

ইন্টারনেট ও ডিজিটাল সার্ভিস এর ব্যবহার বেড়েছে, তবে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগও রয়েছে।

শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইনের সমন্বয়ে চ্যালেঞ্জ দেখা যাচ্ছে।

মাদক, ধর্ষণ ও সাইবার বুলিং বৃদ্ধি পেয়েছে বলে অনেকেই উদ্বেগ প্রকাশ করছে।

🌧️ ৪. প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু:

চলতি বর্ষা মৌসুমে বন্যা ও নদীভাঙন বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে, বিশেষ করে উত্তর ও দক্ষিণাঞ্চলে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষি ও মৎস্য খাতে নেতিবাচকভাবে পড়ছে।

✅ সারাংশ:

বাংলাদেশ বর্তমানে এক জটিল বাস্তবতায় রয়েছে — একদিকে অর্থনৈতিক চাপে সাধারণ মানুষ কষ্টে আছে, অন্যদিকে প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নের মধ্য দিয়ে এগিয়েও চলেছে। তবে দুর্নীতি, সুশাসন ও রাজনৈতিক সহনশীলতা বাড়ানো না গেলে দীর্ঘমেয়াদে সংকট আরও বাড়তে পারে।


M H Abdullah Sadi
M H Abdullah sadi
Mufty Abdullah Sadi official
Mufty MH Abdullah Sadi
@

 #কোকাকোলা_ও_অশ্লীলতারোনালদো একটা কোকের বোতল সরিয়ে এক রাতে ৩৫ হাজার কোটি টাকা লস করিয়ে দিয়েছিলো । কোম্পানিকে পথে বসিয়ে...
12/06/2024

#কোকাকোলা_ও_অশ্লীলতা
রোনালদো একটা কোকের বোতল সরিয়ে এক রাতে ৩৫ হাজার কোটি টাকা লস করিয়ে দিয়েছিলো । কোম্পানিকে পথে বসিয়ে দিয়েছিলো। অথচ সে একজন খ্রিস্টান, সে চাইলে পশ্চিমা আর ফিফার দালালী করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতো।
আর আমাদের দেশে যেখানে ৯০% মানুষ মুসলিম সেখানে কয়েকটা বস্তির মডেল দুই টাকার জন্য কোকের বিজ্ঞাপন করছে।
তারা হয়তো ভুলে গেছে যে এত জনপ্রিয়তা দর্শকদের জন্যই। আর যারা এত উপরে তুলতে পারে তারা নিচে টেনে নামাতেও পারে। একটা বিষয় খেয়াল করলে দেখবেন আগের নাটকগুলো কত সাবলীল ভাষায় যা পরিবারসহ বসে বিনোদনের একটা গ্রহণযোগ্য মাধ্যম ছিল কিন্তু বর্মানে এ অভিনেতাগুলোর নাটকের কথা ও ইঙ্গিত অশ্লীল এবং কুরুচিপূর্ণ। এ জন্য তরুণদের কাছে এদের নাটক জনপ্রিয়। যা আমাদের তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। এদের নাটক আমাদের তরুণদের বিপথগামী করছে, সাথে আমাদের সংস্কৃতিকে নষ্ট করছে। এদের নাটক শিক্ষা দেয় অশ্লীল কথা বলা, অশ্লীল গালি দেয়া থেকে যাবতীয় অশ্লীল কর্মকাণ্ড যা বলা ও লেখাও লজ্জাজনক।

যেখানে কোকাকোলাই আজ পর্যন্ত জোড়ালো ঘোষণা দিতে পারল না যে, আমরা ঐ দেশের না সেখানে আমাদের দেশের অভিনেতারা এ বিজ্ঞাপন করছে। তারা কি জানে না যে, ঐ দেশের না হলেও কোকাকোলা, পেপসিকো, নেটসলেসহ অন্যান্য কোম্পানিগুলো সরাসরি ইসরাইলকে তাদের আগ্রাসনে সাপোর্ট ও আর্থিক সহায়তা করে।

কোকাকোলাসহ এসব অভিনেতাও বয়কট করা প্রয়োজন। আমাদের তরুণদের সচেতন হয়ে এগিয়ে আসতে হবে এদের বর্জন করতে।

Mufty MH Abdullah Sadi
M H Abdullah sadi
M H Abdullah Sadi
Mufty Abdullah Sadi official

15/05/2024

৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন সবাই একটু শীতল জায়গায় আশ্রয় খুঁজতে ব্যস্ত...!_ঠিক তখন'ই একজন যোদ্ধা তীব্র রোদে পুড়ে গা...
30/04/2024

৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন সবাই একটু শীতল জায়গায় আশ্রয় খুঁজতে ব্যস্ত...!

_ঠিক তখন'ই একজন যোদ্ধা তীব্র রোদে পুড়ে গায়ে কাঁদা, পাথর মেখে তীব্র গতিতে তার কাজ চালিয়ে যাচ্ছে,,,!
__ কারণ সন্ধ্যা বেলা সে বাজার না নিয়ে ঘরে ফিরলে- রাতে হয়তো পরিবারের ঠিক মতো কয়টা খাওয়া হবে না..! 🖤

He is a Father ❤️

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা 🥀

M M H Abdullah sadiuMuft MH Abdullah Sadi H Abdullah Sadi

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।আপনি কি জানতেন যে, এই গ...
26/04/2024

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।

আপনি কি জানতেন যে, এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন🥰🥰

🔰১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

🔰২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

🔰৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

🔰চতুর্থ অংশ:
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ

18/04/2024







11/01/2024

Sura an nas
M H Abdullah Sadi
M H Abdullah sadi

এই হলো আমাদের নবীর ওয়ারিশানের নমূনা!মাহফিলের ১ সপ্তাহ আগে ছোট ছোট বাচ্চা ছেলেরা গাড়ি থামিয়ে, বাজারে বাজারে, গ্রামে গ্...
29/12/2023

এই হলো আমাদের নবীর ওয়ারিশানের নমূনা!

মাহফিলের ১ সপ্তাহ আগে ছোট ছোট বাচ্চা ছেলেরা গাড়ি থামিয়ে, বাজারে বাজারে, গ্রামে গ্রামে গিয়ে, টাকা ওঠালো। আয়োজক কমিটি, বড় বড় দুর্নীতিবাজ,
ঘুষখোর, সুদখোরদের থেকে ডোনেশন নিলেন।

অতঃপর মাহফিলের দিন... তিনি হেলিকপ্টারে উড়িয়া আসিলেন। হেলিকপ্টার থামিলো, দেখিলাম হুজুর হেলিকপ্টার হইতে অবতরণ করিলেন। অতঃপর
কিছুক্ষণ বিশ্রাম শেষে উন্নতমানের নাস্তা গলাধঃকরণ
করিয়া হুজুর স্টেজে উঠিলেন।

তারপর চোখের পানি ছেড়ে দিয়া কান্দিয়া কান্দিয়া, নবীজি (সাঃ) কীভাবে
খেজুরের পাটিতে শুইতেন, কীভাবে পায়ে হেঁটে হেঁটে শতশত মাইল ভ্ৰমণ করিয়া ইসলামের দাওয়াত দিতেন,
কীভাবে প্রায়শই অনাহারে অর্ধাহারে থাকিতেন, এগুলো বয়ান করিলেন।

অতঃপর বয়ান শেষে গলা পর্যন্ত উদরপূর্তি করিয়া তৃপ্তির ঢেঁকুর তুলিয়া ১ লাখ টাকার ২টা বান্ডিল পকেটে পুরিয়া, আবার হেলিকপ্টারযোগে প্রস্থান
করিলেন। আর আমরা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ
বলিতে বলিতে বাড়ির পথে রওয়ানা হইলাম! অতঃপর
সকাল ১২টায় ঘুম থেকে উঠিয়া দোজাহানের অশেষ
নেকি হাসিল করিলাম।

আল্লাহ এমন লেভাসধারী বক্তা থেকে হেফাজত করুন।

অতঃপর কিছু অন্ধভক্ত'দের এই পোস্ট দেখে ঘা'জ্বলতে পারে তার জন্য দুঃখীত।

24/12/2023

এ যেন ভিন্ন রকম বাংলাদেশ 🇧🇩
M H Abdullah Sadi M H Abdullah sadi Highlight

- ◆ মেয়েরা যদি জানত দ্বীনদার স্বামীরা কেমন হয়.!! তাহলে দ্বীনদার স্বামী পাওয়ার লোভেই তারা দ্বীনদার হয়ে যেত..!!❤🥀- রাসূল (...
22/12/2023

- ◆ মেয়েরা যদি জানত দ্বীনদার স্বামীরা কেমন হয়.!!

তাহলে দ্বীনদার স্বামী পাওয়ার লোভেই তারা দ্বীনদার হয়ে যেত..!!❤🥀

- রাসূল (সাঃ) বলেছেন,
গোটা দুনিয়াই সম্পদে পরিপূর্ণ। এর মধ্যে সবচেয়ে উত্তম ও কল্যানকর সম্পদ হলো পুণ্যবতী স্ত্রী। (সহীহ মুসলিমঃ-৩৫০৭)😍🥀

- আল্লাহ্‌ বলেছেন,
আমি যাকে ধন সম্পদ দিয়েছি সে বেশি ভাগ্যবান নয়,
ভাগ্যবান সেই ব্যক্তি যাকে আমি একজন ধার্মিক জীবন সঙ্গী দিয়েছি..!!🖤🥀(সুবহানাল্লাহ্)

একটি সুখী পরিবারের জন্য উভয়ের দ্বীনদার হওয়া প্রয়োজন..!!❤😍🥀

- বিয়ে করুন জান্নাতের পথে চলার উদ্দেশ্যে।
জীবন সঙ্গী এমন হওয়া উচিৎ, যে একে অপরকে জান্নাতে যেতে সহযোগিতা করবে..!!❤🥀

- আল্লাহ্ তায়া'লা সবাইকে সঠিক বুঝ দান করুক।
🤲 আমিন 🤲

@ফলোয়ার M@ফলোয়ারlM H Abdullah SadilM H Abdullah sadiAbdullah Sadi official

Address

Gazipur

Telephone

+8801789758678

Website

Alerts

Be the first to know and let us send you an email when M H Abdullah sadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category