
22/12/2024
কেউ যদি আপনাকে না বুঝতে পারে। তাহলে চুপ হইয়ে যান তাকে বুঝাতে জাবেন না। আপনি তাকে যত বুঝাবেন তার কাছে তত খারাপ মানুষ হইয়ে যাবেন।
সে কখনই বোঝার চেস্টা করবে না আপনি তার সাথে কেনো রাগ হইয়ে কথা বলছেন। সে আপনাকে রাগ হতে বাধ্য করবে তার আচরণ দিয়ে কিন্তু আপনি রাগ করলে আপনার উপর দোষ চাপিয়ে সে আপনাকে চেরে চলে যাবে। তাই কাউকে বুঝানোর দরকার নেই আপনি কেমন। যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবে থাকতে দিন। সে যখন নিজের ভুল বুঝতে পারবে তখন সে নিজেই অনুতপ্ত হবে।
আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।😊