RIFAT Chowdhury

RIFAT Chowdhury "শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে।" 🌸

✪[সূরা আদ-দুহা:০৫]

╭══════════👑═╮
༺💓Alhamdulillah💓༻
╰═👑══════════╯

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না- আল কোরআন আমাদের প্রিয় হাদী ত...
18/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন
যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না- আল কোরআন
আমাদের প্রিয় হাদী তার আদর্শ এবং চেতনায় যুগ যুগ ধরে বেঁচে থাকবেন আমাদের মাঝে।
তার শাহাদাতের তামান্নায়ই তাকে শহীদের দরজায় উন্নীত করেছে।
মহান আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত কবুল করুন।

27/11/2025

কিছু বলার নাই.... উত্তম জবাব দিয়েছে🔥

25/11/2025

মাওলানা তারেক মনোয়ার
বক্তব্য চলবে......💖

22/11/2025

মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুরের পোস্ট থেকে সংগৃহীত. 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴

সকালের ভূমিকম্পে যখন আমাদের বিল্ডিংটা দুলছে, তখন কিছু মূহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আতঙ্কে বুকটা কাঁপছিলো। আর কয়েকটা ঝাঁকুনি দিলে ঢাকায় হয়তো আজকে লাশের মিছিল হতো। নিমেষেই গোটা শহর পরিণত হতো নিস্তব্ধ এক গোরস্থানে! দয়াময় এই যাত্রায় আমাদের রক্ষা করেছেন। প্রভু হে, তুমি বড়ই মেহেরবান!

এমন অপরিকল্পিত নগরী, সারি সারি ঝুঁকিপূর্ণ ভবন, দূর্বল ডিজাস্টার ম্যানেজমেন্ট; আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো উপায় আমাদের নাই। এই দুর্যোগগুলো আমাদের জন্য গভীর সতর্কবার্তা। গোটা জনপদবাসীকে সামান্য এক ঝাঁকুনি দিয়ে তিনি রিমাইন্ডার দিচ্ছেন। বোঝাতে চাচ্ছেন— বাড়াবাড়ি সীমালঙ্ঘন যা-ই করো না কেন, নাটাই কিন্তু আমার হাতে। চাইলে-ই যে কোনো মুহূর্তে তোমাদেরকে আমি ধুলিস‍্যাৎ করে দিতে পারি। তছনছ করে দিতে পারি তোমাদের এই চোখ ধাঁধানো সভ্যতা।

কুরআনের ভাষ‍্যমতে— মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আসলে ভূমিকম্প আমাদের অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে আসে। আমাদের অক্ষমতা দেখিয়ে দিতে আসে। আসে মহাশক্তিধর, মহাপ্রতাপশালী রাজাধিরাজ আল্লাহর সামনে আমরা কতোটা অসহায় আর নিরুপায় তার নমুনা হিসেবে। তিনি তো সেই মহাপরাক্রমশালী সত্তা যার মোকাবেলায় কেউ মাথা তুলতে পারে না, যার সিদ্ধান্তসমূহের পথে বাধা হয়ে দাঁড়ানোর সাধ্য করো নেই এবং যার ক্ষমতার সামনে সবাই অসহায় ও শক্তিহীন৷ আল্লাহু আকবার!

জুমার দিনের কতো প্ল্যান নিয়ে কিছু লোক আজ ঘর থেকে বেরিয়েছিলো। কিন্তু এখন তারা না ফেরার দেশে। আমাদের বেঁচে থাকাটাই যে আমাদের প্রতি আল্লাহর কত বড় দয়া; তা আমরা উপলব্ধি করি না। আচ্ছা বলুন তো, মৃত্যু কি আমাদের জীবনের পরিকল্পনায় থাকে? জীবনের এতো এতো কাজ, ব্যস্ততা, নানা পরিকল্পনা এগুলো কি আমরা মৃত্যুকে স্মরণ রেখে করি? অথচ মৃত্যুর নির্ধারিত সময় আসলে তো আমাদের সকল ব্যস্ততাই শেষ হয়ে যাবে। আমিহীন দুনিয়ায় সবকিছু চলবে ঠিক আগের মতোই।

কার মৃত্যু কখন, কীভাবে আসবে সেটা কেউ জানে না। আমাদের উচিত সর্বদা প্রস্তুত থাকা। তওবা করে রবের কাছে ফিরে আসা। একনিষ্ঠভাবে তাঁর-ই কাছে সমর্পিত হওয়া।

এ ভূমিকম্প তো কিছুই না। আসল ভূমিকম্প তো সেটা—
"যখন জমীন প্রকম্পিত হবে প্রবল প্রকম্পনে। আর পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়বে। অত:পর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।" [সূরা আল ওয়াকিয়াহ, ৪-৬]

22/11/2025

💠আজ শনিবার
২২ নভেম্বর ২০২৫
০৭ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা
৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি
-------------------
ফজর শুরু - ৪:৫৯ মিনিট
জোহর- ১১:৫০ মিনিট
আসর- ৩:৩৬ মিনিট
মাগরিব- ৫:১৩ মিনিট
ইশা- ৬:৩১ মিনিট
--------------------
আজ সূর্যোদয়- ৬:১৭ মিনিট
আজ সূর্যাস্ত- ৫:১২ মিনিট

❤️ঢাকার সময় অনুযায়ী

◾যখন পৃথিবীকে আপন কম্পনে ঝাঁকিয়ে দেওয়া হবে। এবং ভূমি তার ভার বের করে দেবে, এবং মানুষ বলবে, তার কী হল?,সে দিন পৃথিবী তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে। কেননা তোমার প্রতিপালক তাকে সেই আদেশই করবেন। সে দিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। সুতরাং কেউ অণু পরিমাণ সৎকর্ম করে থাকলে সে তা দেখতে পাবে। এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করে থাকলে তাও দেখতে পাবে।

--( সূরা যিলযাল, আয়াত : ১-৮)

21/11/2025

স্মার্ট চায়না উদোক্তা সম্মেলন - ২০২৫💗

বসুন্ধরা ৩০০ ফিট....💖

15/11/2025

❤️আজ শনিবার
১৫ নভেম্বর ২০২৫
৩০ কার্তিক ১৪৩২ বাংলা
২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি
-------------------
ফজর শুরু - ৪:৫৫ মিনিট
জোহর- ১১:৪৮ মিনিট
আসর- ৩:৩৭ মিনিট
মাগরিব- ৫:১৪ মিনিট
ইশা- ৬:৩১ মিনিট
--------------------
আজ সূর্যোদয়- ৬:১৩ মিনিট
আজ সূর্যাস্ত- ৫:১৩ মিনিট

❤️ঢাকার সময় অনুযায়ী

❤️‘নিশ্চয়ই আল্লাহ মুমিনের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন, তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে।’

(সুরা : তওবা, আয়াত : ১১১)

14/11/2025

ইয়ালা ইবনু উমায়্যা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমর ইবনুল খাত্তাব (রাঃ) কে বললাম, (আল্লাহ তা’আলা বলেছেন) "যদি তোমরা ভয় পাও যে, কাফিররা তোমাদেরকে কষ্ট দেবে, তরে সালাত সংক্ষেপ করে পড়াতে কোন দোষ নেই" কিন্তু এখন তো লোকেরা নিরাপদ। উমর (রাঃ) বললেন, বিষয়টি আমাকেও বিস্মিত করেছে, যা তোমাকে বিস্মিত করেছিল। তারপর আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ সম্পর্কে প্রশ্ন করেছিলাম ও এর জবাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটি আল্লাহ তায়ালার পক্ষ থেকে তোমাদের প্রতি একটি সাদাকা। তোমরা তাঁর সাদাকাটি গ্রহণ কর।

[ সহীহ মুসলিমঃ ১৪৪৬ ]

আল্লাহু আকবার  #ইমান  #কুরআন  #ইসলাম
12/11/2025

আল্লাহু আকবার
#ইমান #কুরআন #ইসলাম

12/11/2025
05/11/2025

◾"এটা বড়ই লজ্জাজনক বিষয় যে, আপনি আপনার নেক আমলগুলো মনে রাখেন, কিন্তু কৃত গুনাহগুলো ভুলে যান।'

— বিলাল ইবনু সাদ (রহ.)
[সূত্র : সিফাতুস সাফওয়া, ৪/৪৩৫]

Address

Shafipur
Gazipur
TRUST

Alerts

Be the first to know and let us send you an email when RIFAT Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RIFAT Chowdhury:

Share