RIFAT Chowdhury

RIFAT Chowdhury "শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে।" 🌸

✪[সূরা আদ-দুহা:০৫]

╭══════════👑═╮
༺💓Alhamdulillah💓༻
╰═👑══════════╯

21/07/2025

অন্ধকে হাইকোর্ট দেখাতে হয় না। অন্ধ হাইকোর্ট চিনে গেলে চক্ষুষ্মানের কপালে ভাত জুটবে না। [রূপক অর্থে]

16/07/2025

মু‘আবিয়া (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তাওবার দরজা বন্ধ না হওয়া পর্যন্ত হিজরত বন্ধ হবে না। আর সূর্য যে পর্যন্ত পশ্চিম আকাশে উদিত না হয় সে পর্যন্ত তাওবার দরজা বন্ধ হবে না।

🎖️ [ আবু দাউদ = ১৪৭১ ]

12/07/2025

নবী সাঃ বলেছেন, আল্লাহ কোন কিছুর প্রতি এত কান দেন না (সন্তুষ্টি প্রকাশ করেন না) যত কান দেন কোন নবীর প্রতি, যিনি মধুর কন্ঠে কুরআন তিলাওয়াত করেন।

08/07/2025

ইনকাম অল্প হোক তবুও সেটা হালাল হোক ইনশাআল্লাহ

05/07/2025

আশুরার রোযা সম্পর্কে জিজ্ঞাস করা হলে নবীজি ﷺ এরশাদ করেন " আল্লাহ তার পূর্বের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন"। (সহিহ মুসলিম)। অপর এক হাদিসে নবীজি ﷺ আশুরার রোযা (মহররমের ১০ তারিখ) এর আগের বা পরের দিন যুক্ত করে দুইটি রোযা রাখার নির্দেশ দিয়েছেন যেন তা ই/হু দীদের সাথে সাদৃশ্য না রাখে।%%%

01/07/2025

🔥“দাজ্জাল” শুধু একজন ব্যক্তি না — সে একটা পূর্ণ ‘সিস্টেম’। একটা ফাঁদ। এক ভয়ংকর কন্ট্রোল মেশিন। আমরা অনেকেই হয়তো দাজ্জালকে ভবিষ্যতের কেউ মনে করি — কিন্তু তার ছায়া ইতিমধ্যেই আমাদের জীবনে ঢুকে গেছে, চোখের সামনে।

আজ একটু খোলা চোখে চিন্তা করি…

📡 RFID চিপ — শরীরে ঢোকানো হচ্ছে। বলা হচ্ছে “সুবিধা হবে”। বাস্তবে? আপনার লোকেশন, অর্থ, স্বাস্থ্য, চলাফেরা সব ট্র্যাকিংয়ের আওতায়।

🤖 AI (Artificial Intelligence) — এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না, আপনার মন কী চায় সেটাও অনুমান করে। AI দিয়ে তৈরি হচ্ছে deepfake ভিডিও, যেখানে মিথ্যাকে সত্য বানিয়ে দেখানো হচ্ছে। দাজ্জালের সেই “অগ্নি ও জান্নাতের বিভ্রান্তি” কি একে মনে পড়ে না?

💳 Centralized Banking System — এক দেশ নয়, পুরো পৃথিবীর পেমেন্ট সিস্টেম এক এক করে ক্যাশলেস হচ্ছে। আগামী দিনে বলা হবে, “RFID ছাড়া কেনাবেচা নিষিদ্ধ”। আপনি যদি দাজ্জালীয় সিস্টেম মেনে না চলেন — আপনার একাউন্ট বন্ধ।

🛰️ Satellite Surveillance + Smart City — ঘরে, রাস্তায়, গাড়িতে, অফিসে, এমনকি বাথরুমে পর্যন্ত ক্যামেরা-সেন্সর বসছে। কে কোথায়, কার সাথে, কী ভাবছে, কী খাচ্ছে, সব রেকর্ড হচ্ছে।

🧬 Genetic Engineering & Cloning — রোগ নিরাময়ের নামে DNA বদলানো হচ্ছে। ভবিষ্যতে বলা হবে, “আমরা আপনাকে দুর্বলতা ছাড়া মানুষ বানাবো।” আসলে বানাবে “আত্মাহীন রোবট মানুষ” — যাদের ইচ্ছাও নিয়ন্ত্রণযোগ্য।

🔐 Personal Data = সবচেয়ে বড় অস্ত্র
আপনি কী ভয় পান, কী বিশ্বাস করেন, কখন কাঁদেন, কোথায় সফট… এসবই AI দিয়ে বিশ্লেষণ করে রাখা হচ্ছে। আর আপনি ভেবেছেন, “আমি তো ফেসবুকে শুধু মজা করি”?

💣 Nuclear Weapon Systems এখন AI দ্বারা চালিত — যদি দাজ্জালের মত একজন এগুলো হ্যাক করে বা তারই তৈরি AI এগুলো চালায়? আপনি ঠান্ডা মাথায় কল্পনা করুন — যদি মানুষ নয়, কোন “সিস্টেম” পুরো মানবজাতির নিয়ন্ত্রণ নিয়ে ফেলে?

🕋 Religion Elimination Plan — বলা হবে, “সব ধর্ম এক করো, নতুন এক Global Unity বানাও।”
যারা এক আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, তারা হবে “cut-off”।
তাদের ওপর নামবে লেনদেন নিষেধাজ্ঞা, খাদ্য নিষেধ, চিকিৎসা নিষেধ।
ঠিক যেমন হাদিসে বলা হয়েছে:
“যে তার অনুসরণ করবে না, সে খেতে পাবে না, চলতে পারবে না।”

আজকের AI, Blockchain, BioChip, Surveillance Technology, Digital Currency — এগুলো কী কেবল অগ্রগতি?
না কি এগুলোই একদিন বলবে:
“তুমি যদি দাজ্জালকে না মানো, তুমি পৃথিবীর নাগরিক না!”

✅ আমি কারও বিরুদ্ধে না, আমি প্রযুক্তিরও বিরোধী না। আমি শুধু বলছি:

তুমি প্রযুক্তি ব্যবহার করো — কিন্তু প্রযুক্তি যেন তোমাকে ব্যবহার না করে।
তুমি চিপ ব্যবহার করো না — যেন চিপ একদিন তোমার ঈমান না ব্যবহার করে।

🔰 করণীয়:
• সূরা কাহফ পড়ো, অন্তত প্রতি শুক্রবার
• দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া মুখস্থ রাখো
• জীবনকে ধীরে ধীরে “Tayyib” করো — খাবার, চিন্তা, সমাজ
• সন্তানকে শেখাও “সত্য-মিথ্যার পার্থক্য”
• আর সবশেষে, এমনভাবে তৈরি হও — যেন সে (দাজ্জাল) এলে তুমি বলতে পারো:
“আমি আল্লাহর বান্দা — কোনো সিস্টেম, কোনো ইল্যুশন, কোনো ফেক ঈশ্বর আমাকে কিনতে পারবে না।”

দাজ্জাল আসবে। এটা কুরআন-হাদিসে নিশ্চিত। কিন্তু সে আসার আগেই যদি আমরা তার সিস্টেমে ঢুকে পড়ি — তখন আর আমাদের বের হবার পথ থাকবে না।
আজ থেকে প্রস্তুতি নিন, ঈমানকে Technology Proof করুন।

01/07/2025

জুলাই ফিরেছি ঠিকই, আবু সাঈদ মুগ্ধরা আর বাড়ি ফেরেনি। আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য্য ধারন করার তৌফিক দান করেন.

🌿 কীভাবে শুরু হল আশুরার সিয়াম❓❓❓মুহাররাম মাসের ১০ম দিনকে আশুরা বলা হয়। এদিন আল্লাহ মুসা (আ.) ও তাঁর জাতিকে ফেরাউনের জুল...
30/06/2025

🌿 কীভাবে শুরু হল আশুরার সিয়াম❓❓❓
মুহাররাম মাসের ১০ম দিনকে আশুরা বলা হয়। এদিন আল্লাহ মুসা (আ.) ও তাঁর জাতিকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দেন। এ উপলক্ষে ইয়াহুদীরাও এ দিন সিয়াম পালন করত।

🌱 নবী ﷺ মদিনায় হিজরতের পর দেখেন ইয়াহুদীরা এ দিনে সিয়াম পালন করছে। তিনি বললেন, “আমরা মূসার অনুসরণে তাদের চাইতে অধিক হকদার।” তিনি নিজে সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকেও তা করতে বললেন।
📘 [বুখারি : ১৮৬৫]

🌿 এ সিয়ামের ফজীলত কী?
রাসূল ﷺ বলেন, “আল্লাহর কাছে আশা করি তিনি বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন।”
📘 [সহিহ মুসলিম : ১১৬২]

🍃 কেন ১০ তারিখের পাশাপাশি ৯ তারিখেও সিয়াম রাখা উচিত?
রাসূল ﷺ ইয়াহুদিদের থেকে ভিন্ন হতে বলেছেন। তাই ৯ মুহাররামেও সিয়াম রাখা উচিত। তিনি বলেন, “আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে ৯ ও ১০—দুদিনই সিয়াম রাখবো।”
📘 [মুসলিম : ১৯১৬]

🌿 এবারের আশুরার সিয়াম কবে?
👉 এ বছরের আশুরা ৬ জুলাই।
✅ তাই ৫ ও ৬ জুলাই অথবা ৬ ও ৭ জুলাই—দুদিন সিয়াম রাখতে পারেন।

30/06/2025

আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাঃ বলেছেন, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী নবী, সিদ্দীক ও শহীদগণের সঙ্গে থাকবে।

[ সুনান আত তিরমিজিঃ ১২১২ ]

28/06/2025

অনেকটা নিঃশব্দে নতুন আরেকটি হিজরি বছরে প্রবেশ করেছি আমরা।

হিজরি বছর শুধুই একটি সন নয়, এর সঙ্গে মিশে আছে হিজরত, আত্মত্যাগ ও ঈমান রক্ষার এক ঐশী চেতনা।

হিজরি পঞ্জিকার সাথে জড়িয়ে আছে হিজরতের স্মৃতি। নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও সাহাবিরা ঈমানকে সুরক্ষিত করতে জন্মভূমির মায়া ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন। একই উদ্দেশ্যে ইবরাহিম (আ.) ইরাক থেকে ফিলিস্তিন ও মিশরে, ইউসুফ (আ.) কারাগারে, আসহাবে কাহাফের যুবকেরা গুহায় আত্মগোপন করেছিলেন।

শুধু তাই নয়, অধিকাংশ নবী-রাসুলের জীবনের বিরাট জায়গা জুড়ে আছে হিজরতের বেদনাবিধূর ও প্রেরণাদীপ্ত অধ্যায়।

দুঃখের ইতিহাস সবাই ভুলে থাকতে চায়, সুখের স্মৃতি বারবার স্মরণ করে আনন্দ পায়। খ্রিস্টানরা তাই ঈসা (আ.)-এর জন্মসাল থেকে খ্রিস্টীয় সন গণনা শুরু করেছে।

সাহাবিগণ করেছেন তার উল্টো। তারা হিজরতের মতো বেদনাদায়ক ঘটনা থেকে হিজরি সন গণনা আরম্ভ করেছেন। কারণ, সেই ত্যাগই মুসলিমদের পরবর্তী উত্থানের পটভূমি তৈরি করেছে।

যুগে যুগে মুসলিমরা যেন হিজরতের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দীন ও ঈমান রক্ষার সংগ্রামে সর্বাত্মক ত্যাগ ও সেক্রিফাইস করে, তবেই সাফল্য তাদের পদচুম্বন করবে। প্রতি বছর হিজরি সন সেই কথাই স্মরণ করিয়ে দিয়ে যায়।

কিন্তু দুঃখের বিষয় হলো, মুসলিম হওয়া সত্ত্বেও ত্যাগের এই শিক্ষা থেকে আমরা যোজন যোজন দূরে সরে এসেছি।

ঈমান রক্ষার জন্য নবী-রাসুলগণ প্রতিকূল পরিবেশ ত্যাগ করে অনুকূল পরিবেশে হিজরত করেছেন। আর আমরা একটুখানি বৈষয়িক সাফল্যের আশায় ঈমানের জন্য প্রতিকূল জীবন বেছে নিচ্ছি।

হিজরতের চেতনা ধারণ শুধু পরকালীন সাফল্যেরই পূর্বশর্ত নয়, ইহকালীন সফলতারও মূলসূত্র।

আগামীর পৃথিবী সংগ্রাম ও সংঘাতের পৃথিবী। আগামীর পৃথিবী যুদ্ধের পৃথিবী। চলমান এই নাজুক পরিস্থিতি মোকাবিলায় হিজরতের চেতনা হতে পারে সবর ও দৃঢ়তার এক মজবুত হাতিয়ার।

লিখনিঃ শাইখ আহমাদুল্লাহ
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

28/06/2025

√√আবু যর গিফারি (رضي الله عنه) বলেন, নবীজি (صلى الله عليه وسلم) আমাকে সাতটি উপদেশ দিয়েছেন। তিনি আমাকে আদেশ দিয়েছেন—

১. আমি যেন গরিবদের ভালোবাসি; তাদের সাথে ওঠাবসা করি।∞∞

২. আমি যেন দুনিয়ার ব্যাপারে আমার চেয়ে নীচে কে আছে সেটা দেখি, আমার চেয়ে উপরে কে আছে সেটা যেন না দেখি।

৩. আমি যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখি, যদিও তারা আমার থেকে দূরে সরে যায়।

৪. আমি যেন কারো কাছে কোনো কিছু না চাই, হাত না পাতি।

৫. আমি যেন সবসময় সত্য কথা বলি, যদিও সেটা তিক্ত হয়।

৬. আমি যেন দ্বীনের পথে চলতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় না করি।

৭. আমি যেন বেশি বেশি 'লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ' পাঠ করি। কেননা, এ কালিমাটি আরশের নিচে সংরক্ষিত গোপন ভান্ডারের একটি কথা।

বইঃ ইলা-শাবাবিল উম্মাহ

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when RIFAT Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RIFAT Chowdhury:

Share