01/06/2024
امنت بالله وملئكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت
উচ্চারণঃ- আমানতু বিল্লাহি ওয়ামালাইকাতিহী ও কুতুবিহী ওয়াল ইয়াওমিল আখিরী ওয়াল ক্বাদরী খইরিহী ওয়া শাররিহী মিনাল্লাহি তা'আলা ওয়াল বা'ছি বা'দাল মাউত।
প্রথমত- আমি ঈমান আনলাম আল্লাহ তা'আলার উপর; দ্বিতীয়ত- ঈমান আনলাম তাঁর ফেরেশতারগণের উপর; তৃতীয়ত- ঈমান আনলাম তাঁর কিতাব সমূহের উপর; চতুর্থত- ঈমান আনলাম তাঁর রাসূলগণের উপর; পঞ্চমত- ঈমান আনলাম আখিরাতের উপর; ষষ্ঠত- ঈমান আনলাম তাক্বদীরের উপর; সপ্তমত- ঈমান আনলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর।