Freelancer Freedom

Freelancer Freedom Freelance Freedom are ready to give you full computer skill development and freelancing service.

 # ***স্মার্টফোনে সাউন্ড কমে গেলে কী করবেন?***স্মার্টফোনের সাউন্ড কমে গেলে আমরা অনেকে চিন্তিত  হয়ে পড়ি। তবে দুশ্চিন্তা ন...
28/11/2024

# ***স্মার্টফোনে সাউন্ড কমে গেলে কী করবেন?***

স্মার্টফোনের সাউন্ড কমে গেলে আমরা অনেকে চিন্তিত হয়ে পড়ি। তবে দুশ্চিন্তা না করে কিছু সহজ টিপস ফলো করলেই এই সমস্যার সমাধান করা সম্ভব। আসুন, জেনে নিই সাউন্ড বাড়ানোর জন্য কী কী করতে পারেন।

**ভলিউম চেক করুন**প্রথমেই নিশ্চিত হয়ে নিন যে ফোনের ভলিউম কমিয়ে দেওয়া হয়নি।

ফোনের ভলিউম বোতাম চেপে দেখুন, সম্ভব হলে সেটিংসে গিয়ে ভলিউম লেভেলগুলো ঠিকমতো আছে কি না, তা পরীক্ষা করুন।

**স্পিকার পরিষ্কার করুন**অনেক সময় ফোনের স্পিকার ময়লা জমে যাওয়ার কারণে সাউন্ড কমে যায়। স্পিকার অংশে নরম ব্রাশ দিয়ে আলতোভাবে পরিষ্কার করুন। তবে খুব সতর্ক থাকতে হবে যাতে ভেতরে ময়লা বা পানি না ঢোকে।

**সফটওয়্যার আপডেট চেক করুন**ফোনের সাউন্ড কমে যাওয়ার কারণ হতে পারে সফটওয়্যার বাগ। তাই ফোনের সফটওয়্যার আপডেট আছে কি না, দেখে নিন। আপডেট করার থাকলে ইনস্টল করুন, কারণ নতুন আপডেট সাউন্ড সমস্যার সমাধান করতে পারে।

**অডিও সেটিং চেক করুন**অনেক স্মার্টফোনে অডিও সেটিংস থাকে, যা মিউজিক বা ভিডিওর সাউন্ডের মান উন্নত করতে পারে।

ফোনের অডিও সেটিংসে গিয়ে বেস্ট সাউন্ড কনফিগারেশন বেছে নিন।

**রিস্টার্ট করুন**কখনো কখনো ফোন রিস্টার্ট করলেও সাউন্ড সমস্যা সমাধান হয়। তাই ফোনটি একবার রিস্টার্ট করে দেখুন, হয়তো সাউন্ড ফিরে আসতে পারে।

**হেডফোন বা ব্লুটুথ ডিভাইস চেক করুন**ফোনে হেডফোন বা ব্লুটুথ ডিভাইস লাগানো থাকলে সেগুলো খুলে নিন এবং ফোনের স্পিকার দিয়ে সাউন্ড পরীক্ষা করুন। অনেক সময় ব্লুটুথ ডিভাইস সংযুক্ত থাকার কারণে স্পিকারের সাউন্ড কম মনে হয়।

**ফোন সার্ভিস সেন্টারে নিয়ে যান**ওপরের টিপসগুলো কাজ না করলে ফোনের হার্ডওয়্যার সমস্যাও হতে পারে। এ ক্ষেত্রে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে পরীক্ষা করান।

এই টিপসগুলো অনুসরণ করলে সহজেই সাউন্ড সমস্যা সমাধান করতে পারবেন।

সূত্র : পপুলার মেকানিকস

গ্রাফিক ডিজাইন হল সৃজনশীলতার মাধ্যমে ধারণাকে চিত্র, রং ও ডিজাইনের সাহায্যে জীবন্ত করে তোলার এক অনন্য শিল্প। এটি যোগাযোগে...
27/11/2024

গ্রাফিক ডিজাইন হল সৃজনশীলতার মাধ্যমে ধারণাকে চিত্র, রং ও ডিজাইনের সাহায্যে জীবন্ত করে তোলার এক অনন্য শিল্প। এটি যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম যা ডিজিটাল এবং প্রিন্ট মাধ্যমে সমানভাবে প্রাসঙ্গিক।♻️


"পরীক্ষায় ব্যর্থ হয়েছো বলে এটা ভেবো না যে সব শেষ, এর মানে শুধু এই যে তোমার সফলতার সময়টা একটু পিছিয়ে দেয়া হয়েছে।" আপনার H...
21/10/2024

"পরীক্ষায় ব্যর্থ হয়েছো বলে এটা ভেবো না যে সব শেষ, এর মানে শুধু এই যে তোমার সফলতার সময়টা একটু পিছিয়ে দেয়া হয়েছে।"

আপনার HSC'র ফলাফল কত?

নার্সিং ছেড়ে ফ্রিল্যান্সিং,কর্পোরেট জব ছেড়ে ফ্রিল্যান্সিং,এটা যেমন শিরোনাম ঠিক তেমনি তার বিপরিত একটা শিরোনাম নাম ও আছে,,...
29/08/2023

নার্সিং ছেড়ে ফ্রিল্যান্সিং,
কর্পোরেট জব ছেড়ে ফ্রিল্যান্সিং,
এটা যেমন শিরোনাম ঠিক তেমনি তার বিপরিত একটা শিরোনাম নাম ও আছে,,,
একটি পদের জন্য আবেদন ২ লক্ষ ৫৫ হাজার 🤔🤔🤔
একটু চিন্তা করুন কেও যখন সেটা ত্যাগ করছে আর অন্য রা সেটার জন্য লাইনে দাঁড়িয়ে আছে।
এই শিক্ষিত বেকাররা আর কবে বুঝতে শিখবে যে সার্টিফিকেট দিয়ে কিছু হয় না, স্কিল লাগে।

#নতুন_উদ্দীপনা

28/08/2023

Sir, আমার বেতন বাড়ান!😒
Boss : সম্ভব না!😢
- তাহলে আগামীকাল থেকে আমাকে বিকাল ৫ টার পর ছুটি দিতে হবে!😒
Boss : কেন?

- আমি সন্ধ্যার পর থেকে মধ্যরাতে, অটো রিকশা চালাবো।
কারণ, বর্তমান দ্রব্য'মূ'ল্যের ঊ'র্ধ্বগতিতে এই বেতন দিয়ে সংসার চালানো খুবই ক'ষ্টকর।😰
তাই আমার পরিবারকে সাপোর্ট দিতে হবে, এনি হাউ!😲

Boss : Okey, তবে অটো চালাতে চালাতে মধ্যরাতে যদি তুমি ক্ষু'ধার্ত হয়ে যাও,😞
কমলাপুর রেলস্টেশনের
দক্ষিণ পাশে আইসো!

- কেন?

Boss : প্রতিদিন মধ্যরাতে আমি ঐখানে পরটা-ভাজি বিক্রি করি.!🙂
©



#নতুন_উদ্দীপনা

26/08/2023

'পারব না' বলে সবাই যখন ছেড়ে দেয়, হারবো না' বলে আপনি তখন লেগে থাকুন। কিছুই হবে না ভেবে সবাই যখন হাল ছেড়ে দেয়, কিছু না কিছু একটা হবেই এই বিশ্বাসে আপনি তখনো লেগে থাকুন।

সবাই যখন অন্যকে অজুহাত দেখায়, আপনি তখন নিজেকে স্বপ্ন দেখান। সবাই যখন অলস থাকে, আপনি তখন কাজে থাকেন। ঠিক কয়েকটা বছর পর দেখবেন ওরা সবাই যখন লাইফ নিয়ে হতাশ থাকবে, আপনি তখন সুখে থাকবেন।
এটাই বাস্তব ।











#নতুন_উদ্দীপনা

বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর এই যুগে গ্রাফিক্স ডিজাইন ব্যাতিত পুরো মার্কেটিং ডিপার্টমেন্টই অচল। এর কারনও বিদ্যমান চোখের...
18/08/2023

বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর এই যুগে গ্রাফিক্স ডিজাইন ব্যাতিত পুরো মার্কেটিং ডিপার্টমেন্টই অচল। এর কারনও বিদ্যমান চোখের সামনেই। ডিজিটাল মার্কেটিং এর জন্য যা যা দরকার একটা কোম্পানির, তার বেশির ভাগই বানায় গ্রাফিক্স ডিজাইনাররা।🫡
ব্যানার, পোষ্টার, বিলবোর্ড, সোশ্যাল মিডিয়া কভার ফটো, টেলিভিশন কমার্শিয়াল, ইত্যাদির সবকিছুই গ্রাফিক্স ডিজাইন এর কাজের ভেতরে পড়ে।✔️
এসব কারনেই গ্রাফিক্স ডিজাইন-এর গুরুত্ব দিনকে দিন বেড়েই চলেছে। তাই আপনি যদি আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে গ্রাফিক্স ডিজাইন শিখবেন, তাহলে অবশ্যই এটি আপনার জীবনে নেওয়া অন্যতম একটা ফলপ্রসূ সিদ্ধান্ত হতে পারে।💯

যাহোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো, গ্রাফিক্স ডিজাইন কি❓
এবং গ্রাফিক্স ডিজাইন এর মূলনীতি ‼️❤️
গ্রাফিক্স ডিজাইন কি (What Is Graphics Design In Bangla) : আজ ১২ ক্লাসের পর, আমাদের কাছে অনেক রকমের আলাদা আলাদা ক্যারিয়ার অপসন রয়েছে। সেই, ক্যারিয়ার অপসন গুলির মধ্যে গ্রাফিক্স ডিজাইন আজ অনেক প্রচলিত এবং এই প্রফেশনাল (professional) কোর্স করার পর চাকরির সুযোগ অনেক বেশি।😊

সোজা ভাবে বললে, গ্রাফিক ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে আমরা নিজের ধারণা, শিল্প (art) এবং দক্ষতা (skills) ব্যবহার করে ছবি (pictures), শব্দ (words), পাঠ (text) এবং ধারণার মিশ্রণ (combine) করে একটি আলাদা এবং নতুন ছবি (picture) তৈরি করি।🌅
Text, pictures এবং ধারণার মিশ্রনের দ্বারা তৈরি হওয়া এই নতুন ছবি বা গ্রাফিক বিভিন্ন advertisements, magazine, books, website বা logo সাজানোর জন্য বা ডিজাইন এবং তৈরি করার জন্য ব্যবহার করা যেতে পারে।❤️

ভিজ্যুয়াল কমিউনিকেশনের শিল্প বা পেশা যা শ্রোতাদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য ছবি, শব্দ এবং ধারণাকে একত্রিত করে বাস্তবিক রূপ প্রদান করার প্রক্রিয়াই হলো গ্রাফিক্স ডিজাইন । আবার অন্য ভাষায় বলা যায় যে, গ্রাফিক্স ডিজাইন বলতে এমন এক প্রক্রিয়াকে বুঝায় যার মাধ্যমে কোন সুনির্দিষ্ট মতামত, অভিজ্ঞতা ও পরিকল্পনাকে ছবি, শব্দ, কালার ও সৃষ্টিশীলতার সমন্বয়ে কোন দৃশ্যমান বা পাঠ্যগত বিষয়বস্তুর রূপ দেওয়া যায়।♻️

Graphic শব্দটির অর্থ মূলত এমন একটি বাস্তব চিত্রায়ন, যা আমাদের কল্পনাশক্তি এবং অভিব্যক্তির সমন্বয়ে গঠিত। যেমন, আমরা যদি কোন কাল্পনিক চিত্রকর্মকে কোন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন বর্ণ বা আকৃতির রেখা কিংবা সাংকেতিক চিহ্ন দিয়ে প্রকাশ করি, সেটিই গ্রাফিক্স। তাছাড়া, গ্রাফিক্স ডিজাইনে টাইপোগ্রাফিও বেশ গুরুত্বপূর্ণ একটি নাম।💠
সুতরাং, গ্রাফিক্স ডিজাইন এমন একটি প্রযুক্তিগত পদ্ধতি, যার মাধ্যমে আপনি আপনার মেধা, কল্পনাশক্তি ও অভিজ্ঞতার সাহায্যে নতুন কোন দৃশ্যমান ছবি বা অবয়ব তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে আপনার আপনার চিন্তাধারা ও মতামত প্রকাশের ধরণ এবং বাস্তবজ্ঞান।

প্রকারভেদ, বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য অনুযায়ী গ্রাফিক্স ডিজাইন সহজ কিংবা জটিল উভয়ই হতে পারে। Graphic Design এর মাধ্যমে কোন প্রতিষ্ঠান বা প্রকল্পের নিজস্ব লোগো বানানো আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও কোন ওয়েবসাইটের পৃষ্ঠাবিন্যাস তুলনামূলকভাবে বেশ জটিলই। গ্রাফিক্স ডিজাইন এ দৃশ্যমান ও বস্তুগত বিষয়াবলি, অক্ষরবিন্যাস সবকিছুই থাকতে পারে।

➡️কাজের ধরণ অনুযায়ী গ্রাফিক্স ডিজাইন এর উদ্দেশ্য দুই রকম হতে পারে;

⭕বাণিজ্যিক

⭕ব্যক্তিগত

আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের পণ্যের বিজ্ঞাপন বা লোগো ডিজাইন করেন, সেক্ষেত্রে উদ্দেশ্যটি সম্পূর্ণ বাণিজ্যিক এবং আর্থিক।

তবে অনেকে তাদের অবসর সময় কাটানো এবং শৈল্পিক সত্ত্বা প্রকাশের পন্থা হিসেবে গ্রাফিক্স ডিজাইন বেছে নেন। এক্ষেত্রে উদ্দেশ্য সম্পূর্ণই ব্যক্তিগত।

🔰গ্রাফিক্স ডিজাইন এর বেশ কয়েকটি মূলনীতি রয়েছে, সেগুলো হলো-

◾ব্যালেন্স (balance) বা সমতা

◾কনট্রাস্ট (contrast) বা বৈপরীত্য

◾এম্ফেসাইজ (emphasize) বা গুরুত্ব

◾মুভমেন্ট (movement) বা গতিবিধি

◾প্রোপোর্শন (proportion) বা অনুপাত

◾রিদম (rhythm)

প্রযুক্তির জগতে নিজেকে একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে এই নীতিগুলো মেনে চলার কোন বিকল্প নেই। কেননা, এই মূলনীতিগুলো একটি ডিজাইনকে শুধু স্থিতিশীলতাই নয়, বরং একটি সুনির্দিষ্ট নিয়ম ও কাঠামোর মাঝে রাখতে সাহায্য করে।⚜️⛔














Follow : Freelancer Freedom ☑️💟

Join : Freelancer Freedom ✅✅

ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা??মন চাইলে পড়তে পারেন......!ছোটবেলায় একটি গল্প পড়েছিলাম, খুব একটা ভালো মনে নাই, তবে গল্পের থিমট...
05/02/2023

ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা??
মন চাইলে পড়তে পারেন......!
ছোটবেলায় একটি গল্প পড়েছিলাম, খুব একটা ভালো মনে নাই, তবে গল্পের থিমটি স্পস্ট মনে আছে। বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছি-
ছোট্ট একটি ছেলে একটি রেস্টুরেন্টে বয়ের কাজ করেছিল (যেটা বর্তমানে এখন বলা হয়, যাস্ট পার্ট টাইম জব), একদিন ছেলেটি রেস্টুরেন্টের মালিককে বড়দিনের নিমন্ত্রণ করল, তখন সিস্টেম মতই ভদ্রলোক নিমন্ত্রণ খেতে ছেলেটির বাসায় গিয়ে মোটামুটি অসস্থিতেই পরে গেলেন, কারন তিনি(রেস্টুরেন্ট মালিক) বুঝতে পারলেন ছেলেটি কোন গরিব ঘরের ছেলে নয়! বাবা-মার আলাদা আলাদা গাড়ি আছে, বাড়ি নিজস্বতো বটেই আবার বহুতল বিশিষ্ট!! বাবা-মা দুজনেরই নিজস্ব আইডেন্টিটিও রয়েছে। তখন রেস্টুরেন্ট মালিকের প্রশ্ন হলো এত বড়লোকের ছেলের কাজ করার কি দরকার? কৌতুহল চাপিয়ে রাখতে না পেরে ছেলেটির কাছে জানতে চাইলেন, বাবা তুমি কাজ করছো কেন? উত্তরে ছেলেটি বলল আমার পরীক্ষা শেষ হয়েছে তো, যার কারনে অবসর সময়টি কাজে লাগানোর চেষ্টা করছি। গল্পটিতে কিছু বিষয় আমি স্মৃতি চারণ করার চেষ্টা করছি-
আমার মনে হয়েছে: রেস্টুরেন্টটির মালিকের বাড়ি বাংলাদেশে, বালকটি কোন উন্নত দেশের, বিষয়টির গল্প একটু পুরোনো। ঐ সময় সকলেই অবাক হয়ে যেত, বড়লোক বাড়ির ছেলে, চায়ের দোকানে কাজ করবে? কিন্তু আজ দেখছি, আমাদের গুরুজন ব্যাক্তি শিক্ষক মানুষও অটোরিক্সা চালিয়ে সোসাল মিডিয়ায় জানান দিচ্ছে!!!
আবার দেখুন, সিম্পল কোন শিক্ষাপ্রতিষ্ঠানেও পিওনের চাকরির জন্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা দিয়ে চাকরি নিচ্ছে! শিক্ষাগত যোগ্যতাও খারাপ না! উচ্চারণ করতে চাইছি না। ভাবুন তো- এতগুলি টাকা যে পরিবার দিতে পারে, সেই পরিবারের ছেলের কি এ চাকরি মানায়???
আর কথা না বাড়িয়ে - হ্যাঁ আপনাকেই বলছি, আসুন না, একটি স্মার্ট কাজ করে স্মার্ট পয়সা ইনকাম করি, তাহলেই তো নিজের বিবেকের কাছে আর লজ্জা পেতে হয় না।






10/11/2022

একটি সহজ প্রশ্ন: ফ্রিল্যান্সিং করে যদি আসলেই ইনকাম করা যায় তবে দেশের এত শিক্ষিত লোক বসে আছে কেন ? আসলেই কি ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকা ইনকাম করা যায় নাকি পুরোটাই মিথ্যা, লোক দেখানো, প্রতারণা ।

উত্তর:
বিদেশী বায়াররা সার্টিফিকেট দেখে কাজ দেয় না । তারা গুরুত্ব দেয় আপনি প্র্যাক্টিক্যালি কম্পিউটারের কি কি কাজ পারেন । কত ভালোভাবে পারেন । আপনি যদি অনেক বেশী শিক্ষিত হয়ে থাকেন তবে আপনাকে অনেক বেশী গুরুত্ব দিবে । কিন্তু কাজ না জানলে শুধুমাত্র সার্টিফিকেট দেখে কখনোই চাকরী দিবে না ।
আমাদের দেশের শিক্ষিত বেকারদের শুধুমাত্র সার্টিফিকেট আছে কিন্তু কম্পিউটারের কোন প্রফেশনাল স্কীল নাই ।

প্রফেশনাল কম্পিউটার স্কীল বলতে ওয়ার্ড এক্সেল জানা না বরং ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং ইত্যাদি যে কোন একটি কাজ ভালভাবে জানা ।

মনে করুন ফ্রিল্যান্সিং নামে দুনিয়াতে কোন কিছু নেই । কিন্তু কোন বেকার ছেলে যদি এই প্রফেশনাল কাজগুলো শিখে তবে সে দেশের মধ্যেই অনেক ভালোকিছু করতে পারবে । আপনারা দেখেবেন এই- আই.টি রিলেটেড কাজগুলো করে লাখ লাখ ছেলে দেশের মধ্যেই অনেক ভাল জব ও ভাল ব্যবসা করে মাসে ৫০/৬০ হাজার টাকা ইনকাম করছে ।

যে ছেলে কম্পিউটার রিলেটেড প্রফেশনাল জব করে বাংলাদেশে ১০ হাজার টাকা ইনকামের যোগ্যতা রাখে সে যদি ফ্রিল্যান্সিং করে তবে নিশ্চিতভাবে সে ৫০ হাজার টাকা ইনকাম করতে পারবে । কিন্তু যে কম্পিউটারের কোন কাজই পারে না, যার দেশের মধ্যে ১০ হাজার টাকা ইনকামেরও যোগ্যতা নাই সে কিভাবে ফ্রিল্যান্সিং করার স্বপ্ন দেখবে ।

বাংলাদেশের কোন ছেলে যদি বেকার থাকে তবে সেজন্য দায় কেবল তার নিজের ।

কিন্তু না আমাদের বেকাররা শিখতে রাজী না । তাদের মতে জীবনে তো ২৫/২৬ বছর পড়ালেখা করলাম আর কত ? আসলে আপনি শিক্ষিত হয়েছেন কিন্তু দক্ষ হন নাই । শিক্ষা দিয়ে টাকা উপার্জন হয় না - টাকা উপার্জন হয় দক্ষতা দিয়ে । সুতরাং দক্ষতার জন্য আলাদা পড়াশুনা করতে হবে অনেক সিরিয়াসলি । কারণ আপনি সারা জীবন কত টাকা ইনকাম করবেন, কত ভাল ক্যারিয়ার গড়বেন তা নির্ভর করবে আপনার দক্ষতা ।
পৃথিবী বদলে গেছে । আগে হয়তো সার্টিফিকেট দিয়ে চাকরী পাওয়া যেত কিন্তু এখন দক্ষতা ছাড়া কোন সেক্টরেই ক্যারিয়ার গড়া সম্ভব না ।

শুভকামনা বাংলাদেশের সকল শিক্ষিত বেকারের জন্য।

Congratulations🎉🎉Rita Saha Our Brand new Premium Freelance Marketer.সংসার,বাচ্চা সামলিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে কিভাবে নি...
10/11/2022

Congratulations🎉🎉
Rita Saha
Our Brand new Premium Freelance Marketer.
সংসার,বাচ্চা সামলিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে কিভাবে নিজের জায়গা তৈরি করতে হয় তা আপনাকে দেখে শেখা যায়। আপনার পরিশ্রম, মনোবল আর শেখার আগ্রহ ছিলো বলেই আজকের এই সম্মান অর্জন করা সম্ভব হয়েছে।
আশা রাখছি পরবর্তী পদবি দ্রুত অর্জন করে নিবেন। 🏆

Daily Meeting Done🥰🥰🥰
06/11/2022

Daily Meeting Done🥰🥰🥰

🥹🥹  টাইটেল : আদু ভাই 🥹🥹👇👇 নিচের কন্টেন্ট টি পড়ার পর আপনাকে কেউ আর আদু ভাই বলবে না। এর পরেও যেই ব্যাক্তি আপনাকে আদু ভাই ...
28/10/2022

🥹🥹 টাইটেল : আদু ভাই 🥹🥹

👇👇 নিচের কন্টেন্ট টি পড়ার পর আপনাকে কেউ আর আদু ভাই বলবে না।
এর পরেও যেই ব্যাক্তি আপনাকে আদু ভাই বলে ডাকবে মনে করবেন সে ডাবল আদু ভাই ।
👇👇👇👇👇👇👇

👉কর্ণেল হারল্যান্ড ডেভিড প্রায় ৬৫ বছর বয়সে স্যান্ডার্স কেএফসি বা কেন্টাকি ফ্রায়েড চিকেনের প্রতিষ্ঠা করে সফল হন।

👉 আলিবাবা এর প্রতিষ্ঠাতা জ্যাক মা ৩০টি চাকরির জন্য চেষ্টা করেন, এবং প্রতিটিতেই ব্যর্থ হন। পরে প্রায় ৫৫ বছর বয়সে তিনি আলিবাবা প্রতিষ্টা করে সফলতা অর্জন করেন‌

👉 আব্রাহাম লিংকন ৫২ বছর বয়সে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে তার ব্যার্থতার গল্পের শেষ নেই।

✍️ প্রতিটি সফল মানুষের ব্যর্থতার গল্প আছে। একবারে কেউ সফল হননি। সফল উদ্যোক্তা, রাজনীতিবিদ, শিল্পী, লেখক, বিজ্ঞানী – যার কথাই বলি না কেন, সবাইকেই ব্যর্থতার কঠিন পথ পাড়ি দিয়ে অবশেষে সফল হতে হয়েছে।
আবার এই সাফল্য পাওয়ার পরও অনেকে আবার ব্যর্থ হয়েছেন। কিন্তু তাঁরা থেমে না থেকে আবারও উঠে দাঁড়িয়েছেন, এবং আবার সফল হয়েছেন।
এইসব সফল মানুষের , সবার মধ্যেই একটা আশ্চর্য মানসিক শক্তি আছে আর সেটা হলো আত্মবিশ্বাস ।
যত বড় ব্যর্থতার মুখেই তাঁরা পড়েন না কেন – কখনোই কাজ করা বন্ধ করেন নাই তাঁরা। কখনোই তাঁরা বিশ্বাস হারান নাই।
তাই তো আজ তাঁরা সফল।

✍️ ব্যর্থতা মানেই সব শেষ নয়; ব্যর্থতার পরও এগিয়ে যাওয়ার সাহস রাখতে হবে” বা “সাফল্য মানে উ‌ৎসাহ না হারিয়ে এক ব্যর্থতা থেকে আরেক ব্যর্থতায় যাওয়ার যাত্রা মনে করতে হবে।

💪 প্রতিটি মানুষের জীবনেই ব্যর্থতা আসে। কোনও বড় স্বপ্নই এক বারে পূরণ হয় না। এটা জীবনেরই একটা অংশ। পৃথিবীতে অসাধারণ সাফল্য সেই সব মানুষই অর্জন করতে পারেন, যাঁরা বার বার ব্যর্থ হয়েও চেষ্টা করে যান।💪💪

So don't worry!! Carry on.
Focus 🔛 your Goal

Congratulations 👏👍
Brand New 🆕
Premium Freelance Marketer [PFM]

Mustafa Reaz Nayim

Address

Gazipur
1703

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Freedom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Freedom:

Share