মমিসিংহের মেউ

মমিসিংহের মেউ মালিক ভরসা
(2)

30/10/2025

ঠিক যেন বাবা তার ছেলে কে শাসন করছে💙💝 মোহাম্মদ শরীফ মিয়া

30/10/2025

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই..?

একটি গ্রামে এক কৃষক বাস করত। কৃষকটি ছিল বৃদ্ধ,, কিন্তু তার স্ত্রী ছিল যুবতী এবং চঞ্চল স্বভাবের।সেই নারীর দৃষ্টি প্রায়শই...
30/10/2025

একটি গ্রামে এক কৃষক বাস করত। কৃষকটি ছিল বৃদ্ধ,, কিন্তু তার স্ত্রী ছিল যুবতী এবং চঞ্চল স্বভাবের।সেই নারীর দৃষ্টি প্রায়শই অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট হতো।😡
একদিন, এক প্রতারক সেই মহিলাকে একা বাড়ি থেকে বের হতে দেখে তার পিছু নিতে লাগল। যখন মহিলা একটি নির্জন স্থানে পৌঁছালেন,🤔 তখন প্রতারক তার কাছে গিয়ে বলল, "আমার স্ত্রী মারা গেছে, আর আমি আপনাকে খুব পছন্দ করি। আপনি কি আমার সঙ্গে যেতে রাজি হবেন?"🤔🤔🤔
মহিলা কিছুক্ষণ চুপ থেকে বললেন,🤫 "যদি তাই হয়, তাহলে আমি আপনার সঙ্গে যেতে রাজি। আমার স্বামী তো বৃদ্ধ এবং ঠিকমতো চলাফেরা করতেও পারেন না। তার কাছে অনেক টাকা-পয়সা ও গয়না রয়েছে। আমি সেগুলো নিয়ে আসি, যাতে আমাদের ভবিষ্যৎ সুখের হয়।"👇👇

প্রতারক বলল, "ঠিক আছে, তাহলে কাল সকালে এই জায়গাতেই দেখা করি। তারপর একসঙ্গে রওনা হবো।"👶
মহিলা বাড়ি ফিরে এলেন এবং স্বামীর ঘুমানোর অপেক্ষায় রইলেন। স্বামী ঘুমিয়ে পড়তেই, তিনি বাড়ির সব টাকা ও গয়না একটি পোটলিতে বেঁধে রাখলেন এবং পরদিন সকালে সেই নির্ধারিত স্থানে পৌঁছে গেলেন।😥😥

এরপর তারা একসঙ্গে যাত্রা শুরু করলেন। অনেক দূর হাঁটার পর তারা একটি গভীর নদীর ধারে পৌঁছাল।🌲🌲 প্রতারক মনে মনে ভাবল, এই মহিলাকে যদি সঙ্গে নিয়ে যাই, তবে তার খোঁজে লোকজন আমাকে অনুসরণ করতে পারে।👈 এতে আমি বিপদে পড়ে যেতে পারি। তার চেয়ে ভালো হয়, যদি শুধু টাকাগুলো নিয়ে এই মহিলাকে ফেলে দিই।”😴😴
👇👇👇👇👇👇
সে মহিলাকে বলল, "এই নদীটা অনেক গভীর।আমি একসাথে তোমাকে ও টাকাপয়সা নিয়ে পার হতে পারবো না। প্রথমে আমি পোটলিটা নিয়ে পার হই, তারপর তোমাকে কাঁধে তুলে নিয়ে যাব।"😀😃

মহিলা বিশ্বাস করে পোটলিটা দিয়ে দিলেন।প্রতারক আবার বলল, "তোমার গয়নাগুলো এবং ভারী জামাকাপড়ও আমাকে দিয়ে দাও, যাতে আমি পরে তোমাকে সহজে নিয়ে যেতে পারি।"🫵🫵👇�

মহিলা কিছু না ভেবে সব কিছু দিয়ে দিলেন। প্রতারক সব কিছু নিয়ে নদী পার হয়ে গেল — এবং আর ফিরে এল না।😥😥�
নিজের লোভ ও অন্যায় পথে হাঁটার কারণে সেই মহিলার কিছুই অবশিষ্ট রইল না।😒😒😒
শিক্ষা: নিজের স্বার্থে ভুল পথে হাঁটলে শেষ পর্যন্ত ক্ষতিই হয়। সৎ ও ন্যায় পথেই জীবনের প্রকৃত সুখ লুকিয়ে থাকে। 💖💝💖💝

29/10/2025

বন্ধু জুনিয়র ডিপজলের নতুন ছবির শুটিং স্পট থেকে সরাসরি তোলা ভাইরাল ভিডিও মোহাম্মদ শরীফ মিয়া

28/10/2025

আইডির ভিউ এনগেজমেন্ট কমে গেছে

বড় চুল,দাড়ি ও সাদা পাঞ্জাবি ছাড়া এক সুন্দর সাধারণ মনের মানুষ, ভাইরাল ডিপজল ভাই।
28/10/2025

বড় চুল,দাড়ি ও সাদা পাঞ্জাবি ছাড়া
এক সুন্দর সাধারণ মনের মানুষ,
ভাইরাল ডিপজল ভাই।

ছিঁড়ে ফেলা সব গানের কলি,আধো ভাঙা গলায় দেয়া জোড়াতালি,ছেড়েছি তোদের শহর গলি...!টুংটাং শব্দের খেলা খেলি...দিয়ে তোর নামের জলা...
27/10/2025

ছিঁড়ে ফেলা সব গানের কলি,
আধো ভাঙা গলায় দেয়া জোড়াতালি,
ছেড়েছি তোদের শহর গলি...!
টুংটাং শব্দের খেলা খেলি...
দিয়ে তোর নামের জলাঞ্জলি...🙏🙏🙏

হিমু

27/10/2025

জাতা_জাতি কইরাই ভাইরাল হয়ে যাব 🤣

আপনি বিশ্বাসের কথা বলেন..? আমি দানবক্সেও তালা ঝুলতে দেখি...🤫🙏🙏👇👇
26/10/2025

আপনি বিশ্বাসের কথা বলেন..?
আমি দানবক্সেও তালা ঝুলতে দেখি...🤫
🙏🙏👇👇

25/10/2025

'কুতকুতি' গানে চারটা
মেয়ে নিয়ে নাচবেন ডিপজল

তব চেহারায় আজ বয়সের ছাপ..!উষ্কখুষ্ক চুল- মলিন দুটি আঁখি ;যেন শত স্মৃতিরা ঢাকা পরেছে.. ;চামড়ার ভাজে।চাতকের মতো চেয়ে থাকা ...
25/10/2025

তব চেহারায় আজ বয়সের ছাপ..!
উষ্কখুষ্ক চুল- মলিন দুটি আঁখি ;
যেন শত স্মৃতিরা ঢাকা পরেছে.. ;
চামড়ার ভাজে।
চাতকের মতো চেয়ে থাকা অদৃষ্টের পানে !😒
যেন বহুযুগের পথ চেয়ে থাকা
যে পথে কেউ ছিলই না কখনো,,
তবে সে পথ ধরেই কেউ একজন হয়তো আসবে......
হয়ত আসবে না........😥
হিমু

Address

Gazipur

Telephone

+8801903412036

Website

Alerts

Be the first to know and let us send you an email when মমিসিংহের মেউ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মমিসিংহের মেউ:

Share