Iqra

Iqra মানুষের আচরণ ও কথার মধ্য দিয়ে তার ব্যক্তিত্ব ও পারিবারিক শিক্ষা প্রকাশ পায়।

* আওয়াজ তুলুন সবাই *আঃ জব্বার মন্ডল এর উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক এবং তাদের দৃষ্টান্তম...
21/05/2025

* আওয়াজ তুলুন সবাই *
আঃ জব্বার মন্ডল এর উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
মনে রাখবেন আঃ জব্বার মন্ডলরা হেরে গেলে হেরে যাবে বাংলাদেশের ন্যায় ও সততা!!

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, ১৯৪৬।
18/05/2025

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, ১৯৪৬।

17/05/2025

আমাদের বাচ্চারা মাতৃ'গৃহ থেকে জন্ম নেয় তা"ওহীদের আজান শুনে, শাহা'দা'তের তামান্না নিয়ে! ❤‍🔥

16/05/2025

হরফে হরফে কুরআন তিলাওয়াত।

06/05/2025

সমান অধিকার চাওয়া মেয়ে গুলো কোথায়?

09/09/2024
02/09/2024

এই সুন্দর দৃশ্যটি আপনি কিভাবে সংজ্ঞায়িত করেন?

উঠোন হয়ে গেছে নদী। সেই নদীতে নৌকা ভাসিয়ে উপহার এনেছেন শায়খ আহমাদুল্লাহ।
27/08/2024

উঠোন হয়ে গেছে নদী। সেই নদীতে নৌকা ভাসিয়ে উপহার এনেছেন শায়খ আহমাদুল্লাহ।

এক মুগ্ধ চলে গেছে। রেখে গেছে অনেক মুগ্ধ। তৃষ্ণার্তের কাছে পানি বিলানো যাদের কাজ।
24/08/2024

এক মুগ্ধ চলে গেছে। রেখে গেছে অনেক মুগ্ধ। তৃষ্ণার্তের কাছে পানি বিলানো যাদের কাজ।

Alhamdulillah She is good now ❤️🌺
30/10/2023

Alhamdulillah She is good now ❤️🌺



03/10/2023

প্রিয়জনদের কবরের কাছে যাবেন, প্রতিদিন বা সপ্তাহে একবার, আর না পারলে অন্তত মাসে একবার হলেও যাওয়া উচিত।
▪️যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়াতে পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দিলে তখন তার সালামের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তার রূহকে ফেরত দেন। (আল-ইসতিযকার, ১/১৮৫; আর-রূহ ইবনুল কাইয়্যিম রহ. পৃষ্ঠা ৫)
হাঁটতে চলতে কখনো তাদের কথা মনে পরলে দুয়া করবেন, নামাজের পর মোনাজাতে তাদের নামটা আল্লাহর কাছে বলতে ভুলবেন না। প্রতিদিন না পারলেও যখনই সম্ভব হবে এক্সট্রা দশটা টাকা হলেও কোন অসহায়কে দিবেন, নিয়ত করে নিবেন যেনো আল্লাহ তা'য়ালা সকল মুসলমানদের কবরের আযাব মাফ করে দেন, জান্নাতের সাথে কবরকে সম্পৃক্ত করে দেন।
▪️মাইয়্যেতের জন্য সর্বশ্রেষ্ঠ হাদিয়া হলো গোলাম আযাদ, সাদকা, তার জন্য ইস্তিগফার, দো‘আ ও তার পক্ষ থেকে হজ আদায়। (রূহ, পৃষ্ঠা ৩৪৫)
মনে রাখবেন, তারা আপনার দিকে অধির আগ্রহে তাকিয়ে আছেন; যদি কিছু দেন! যদি কিছু দেন!! আপনিও একদিন চলে যাবেন। যদি আপনি আপনার প্রিয়জনদের ভুলে থাকেন, তাহলে আপনার পর আপনার প্রিয়জনরাও আপনাকে ভুলে থাকবে।
▪️জান্নাতে কোনো কোন ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে। তখন সে বলবে, 'কীভাবে আমার মর্যাদা বৃদ্ধি পেলো?' তখন তাকে বলা হবে, 'তোমার সন্তান তোমার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেছে, তাই।' (ইবনু মাজাহ: ২/১২০৭, মাজমাউয যাওয়াইদ: ১০/২১০, সিলসিলা সহিহাহ: ৪/১৭২)
অন্ধকার কবরে আপনি অপেক্ষায় থাকবেন শতবছর, কিন্তু আপনার ডাকবাক্সে কখনো কোন চিঠি আসবেনা! কখনো ফিরিশতা মারফত এই ফরমান পৌঁছবেনা যে,
"তোমার প্রিয়জনদের দুয়ার উসিলায় আল্লাহ্ তোমাকে ক্ষমা করে দিয়েছেন।"

(সংগৃহীত)

নারী সমাজ ও যবানের ব্যবহার!যদিও সমাজের সকল নাগরিকই যবানের গোনাহে লিপ্ত। কিন্তু হাদীছ শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
22/09/2023

নারী সমাজ ও যবানের ব্যবহার!

যদিও সমাজের সকল নাগরিকই যবানের গোনাহে লিপ্ত। কিন্তু হাদীছ শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মাঝে যে সকল রূহানী (আধ্যাত্মিক) রোগের সন্ধান দিয়েছেন, তার মধ্যে অন্যতম রোগ হলো “যবান তাদের কন্ট্রোলে থাকে না।” হাদীস শরীফে বর্ণিত হয়েছে যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন, “হে মহিলা সম্প্রদায়! আমি দোযখীদের মধ্যে সবচেয়ে অধিক সংখ্যায় তোমাদেরকেই পেয়েছি। অর্থাৎ দোযখে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি। তখন মহিলাগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ! এর কারণ কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন :

تكثرن اللعن وتكفرن العشير•

অর্থাৎ : তোমরা অভিশাপ অনেক কর এবং স্বামীদের নাশোকরীও অনেক করে থাকো, এ কারণে জাহান্নামে তোমাদের সংখ্যা বেশি।

লক্ষ্য করে দেখুন, উপরোক্ত হাদীসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটি কারণ (অর্থাৎ অভিশাপের আধিক্য এবং স্বামীর না শোকরী) বর্ণনা করেছেন, উভয়ের সম্পর্ক যবানের সাথে। এর দ্বারা একথাও জানা গেল যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মাঝে যে দু'টি রোগ নির্ণয় করেছেন তা হলো, যবানের বে মওকা ব্যবহার, যবানের গলদ ব্যবহার। অর্থাৎ অধিকাংশ তাদের যবানকে গোনাহের কাজে ব্যবহার করে থাকে। যেমন কাউকে অভিশাপ দিল, কাউকে ভর্ৎসনা করলো, কাউকে গালী দিল, কাউকে মন্দ বললো, কারো গীবত করলো, কারো চোগলখোরী করল, এ সব কিছুই যবানের গোনহের অন্তর্ভুক্ত।

(সংগৃহিত)

Address

Gazipur

Telephone

+8809638795483

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iqra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iqra:

Share