ajker bangladesh.io

ajker bangladesh.io Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ajker bangladesh.io, News & Media Website, Gazipur.

ট্রাফিক পুলিশ জসিম হাসিমুখে গাড়ি থামিয়ে প্রশংসায় ভাসছেন নিজস্ব প্রতিবেদকঃ ট্রাফিক পুলিশের কনস্টেবল জসিম উদ্দিন। তিনি দায়...
06/10/2022

ট্রাফিক পুলিশ জসিম হাসিমুখে গাড়ি থামিয়ে প্রশংসায় ভাসছেন

নিজস্ব প্রতিবেদকঃ ট্রাফিক পুলিশের কনস্টেবল জসিম উদ্দিন। তিনি দায়িত্ব পালন করেন রাজধানীর মালিবাগের আবুল হোটেলের সিগন্যালে। তিনি ক্ষড়াতাপে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে দায়িত্ব পালন করলেও মুখে সবসময় লেগেই থাকে হাসি। মুখ ভর্তি সাদা কালো লম্বা দাড়ি'র ভেতর থেকে মিষ্টি হেঁসে হাসিমুখেই সিগন্যাল দিয়ে গাড়ি থামান এ ট্রাফিক সদস্য। হাসির সাথে দেখা মেলে এক নূরানী চেহারার জসিস উদ্দিন'কে। আর এই নূরানী হাসিমুখে গাড়ি থামিয়ে প্রশংসায় ভাসছেন ট্রাফিক পুলিশ জসিম উদ্দিন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার হাসিমাখা মুখের ছবি ভাইরাল হয়েছে।

যিনি ছবি তুলেছেন তিনি মালিবাগ হয়ে কাকরাইল যাচ্ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর কমিশনার ও সেন্টার ফর ট্যাক্স এডুকেশন অ্যান্ড রিসার্চের নির্বাহী পরিচালক মো. বজলুল কবির ভূঞা। এ সময় সিগন্যালে আটকা পড়েন তিনি। তার গাড়িটি হাসিমুখে থামান ট্রাফিক কনস্টেবল জসিম উদ্দিন।

সিগন্যালে আটকে থাকা অবস্থায় জসিমের দায়িত্ব পালনের কিছু সময়ের কথা মঙ্গলবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সাবেক কর কর্মকর্তা বজলুল কবির। জসিমের হাসিমাখা মুখের ছবির সাথে জুড়ে দিয়েছেন তার সঙ্গে হওয়া কিছু আলাপচারিতা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বজলুল কবির লিখেছেন, ‘কিছুক্ষণ আগে রামপুরা রোড দিয়ে গাড়ি চালিয়ে কাকরাইলের অফিসে আসছিলাম। মালিবাগের আবুল হোটেলের সিগন্যালে এসে হঠাৎ খেয়াল করলাম একজন ট্রাফিক পুলিশ (কনস্টেবল) হাসিমুখে আমাকে থামার জন্য হাত তুললেন, যাতে অন্য দিকের গাড়ি যেতে পারে। আমি থেমে গেলাম।

‘ব্যাপারটা এখানেই শেষ নয়। তার মুখের হাসি দেখে আমি তো অবাক। দেখলাম, সব যানবাহন এমন কি রিকশাওয়ালাকে থামানোর সময়ও তিনি হেসে হেসে সংকেত দিচ্ছেন। আমি তার হাসি দেখে বিস্মিত হলাম। তাকে ডাকলাম কাছে। আমার পরিচয় দিলাম। তিনি মহাখুশি। স্যালুট দিলেন হাসতে হাসতে। আমিও তাকে স্যালুট করলাম। আসলে তিনি স্যালুট পাওয়ার যোগ্যই বটে! এমন একজনকে স্যালুট দিতে আমিও রাজি!’

বজলুল কবির আরও লেখেন, ‘আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি সব সময় হাসিমুখে ডিউটি করেন? জসিম উত্তরে জানালেন, জ্বী স্যার..। জনগণকে হাসিমুখে কথা বললে, সিগন্যাল দিলে তারা আমাকে ভালোবাসে, সম্মান করে। সরকারি কর্মচারীরা জনগণের সাথে হাসিমুখে কথা বলতে চায় না :; কিন্তু সবাইকে তো একদিন চলেই যেতে হবে…।

‘আজ মনে হলো, জসিম সাহেবের মতো লাখো মানুষ দরকার, যারা সরকারি কর্মচারী হবে। জসিম সাহেবকে বানাতে হবে সেসব নব নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১ দিনের প্রশিক্ষক। তিনি শেখাবেন কী করে হেসে হেসে কথা বলতে হয় জনগণের সাথে।’

সাবেক এ কর কমিশনার আরো লিখেছেন, ‘ছবিটি তার অনুমতি নিয়ে তুলেছি। বলেছি ফেসবুকে দেব আজকের ঘটনা। তিনি সম্মতি দিয়ে আবার স্যালুট দিলেন সিগন্যাল ছেড়ে..। আসুন তাকে পরিচিত করি সবার কাছে, সবাইকে তার বিষয়টি শেয়ার করে। দেশের অনেক আগাছা শিখুক তার কাছ থেকে। সাকিব খানকে ভাইরাল না করে জসিম সাহেবকে করুন।’

বজলুল কবিরের এ পোস্ট তিন হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী শেয়ার করেছেন। মন্তব্য এসেছে আড়াই হাজারের কাছাকাছি। মন্তব্যে সবাই ট্রাফিক পুলিশ জসিম উদ্দিন'কে স্যালুট জানিয়েছেন।

04/10/2022

গাজীপুর মহানগনরীর কাশিমপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন এ্যাড. আজমত উল্লাহ খান। সভাপতি, গাজীপুর মহানগর আওয়ামী লীগ।

04/10/2022

আনসার একাডেমিতে পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রী।

03/10/2022

গাজীপুরের কাশিমপুর থানা আওয়ামী লীগের সম্মেলন ৪ঠা অক্টোবর ২০২২ ইং তারিখের সকল প্রস্তুতি সম্পন্ন।

বিক্রি থেকে বিদেশে রপ্তানি, সবেতেই বিপুল বৃদ্ধি, TVS এর মোটরসাইকেল ও স্কুটারের চাহিদা তুঙ্গেভারত প্রতিনিধি বৃহস্পতি এখন ...
03/10/2022

বিক্রি থেকে বিদেশে রপ্তানি, সবেতেই বিপুল বৃদ্ধি, TVS এর মোটরসাইকেল ও স্কুটারের চাহিদা তুঙ্গে

ভারত প্রতিনিধি
বৃহস্পতি এখন সপ্তমে ভারতের তৃতীয় বৃহত্তম মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা TVS এর। সম্প্রতি প্রকাশ পেয়েছে গত মাস অর্থাৎ সেপ্টেম্বরের বিক্রির পরিসংখ্যান। আর এই পরিসংখ্যান থেকে স্পষ্ট তাদের ব্যবসার উন্নতি। গত বছর অর্থাৎ ২০২১ সালের সেপ্টেম্বরে টিভিএস ৩,৪৭,১৫৬ ইউনিট গাড়ি বিক্রি হয়েছিল। এর ঠিক এক বছরের মাথায় অর্থাৎ চলতি বছরের সেপ্টেম্বরে এই সংখ্যাটি বেড়ে হয়েছে ৩,৭৯,০১১টি। অতএব চেন্নাই কেন্দ্রিক এই সংস্থার ব্যবসায় জোয়ার এসেছে প্রায় ৯ শতাংশ।

গত মাসে ভারত ও বিদেশের বাজার মিলিয়ে সংস্থাটির শুধুমাত্র মোটরসাইকেল ও স্কুটার বিক্রি হয়েছে ৩,৬১,৭২৯ টি। গত বছরের একই সময়ে সংখ্যাটি ছিল ৩,৩২,৫১১ ইউনিট। অন্যদিকে ভারতের বাজারেও টিভিএস-এর উন্নতির ছাপ স্পষ্ট। ২০২১ সালের সেপ্টেম্বরে এ দেশে তারা মোট ২,৪৪,০৮৪ টি বাইক ও স্কুটার বেচতে পেরেছিল, সেখানে গত মাসে ২,৮৩,৮৭৮ জনের কাছে পৌঁছে গেছে তাদের বাইক কিংবা স্কুটারের চাবি। অর্থাৎ ভারতে বিক্রি বৃদ্ধির হার ১৬ শতাংশ।

এবার নজর দাওয়া যাক মোটরসাইকেলের বিক্রির পরিসংখ্যানে। এক্ষেত্রেও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে তাদের ব্যবসা। গত মাসে মোট ১,৬৯,৩২২টি বাইক ডেলিভারি দিতে পেরেছে টিভিএস। পূর্ববর্তী বছরের এই সময়ে যে সংখ্যাটি ছিল ১,৬৬,০৪৬। অর্থাৎ এক্ষেত্রেও বিক্রিতে জোয়ার এসেছে ২ শতাংশ। তবে চমকে যাওয়ার মত সাফল্য এসেছে স্কুটারের বিক্রিতে। চলতি বছরের সেপ্টেম্বরে মোট ১,৪৪,৩৫৬ ইউনিট স্কুটার ডেলিভারি দিতে পেরেছে টিভিএস। কিন্তু গত বছরের সেপ্টেম্বরে এই সংখ্যাটা ছিল মাত্র ১,০৪,০৯১ ইউনিট। বিক্রি বৃদ্ধির পরিমাণ ৩৯ শতাংশ। এই মুহূর্তে উৎসবের ঘনঘটা শুরু হয়ে গিয়েছে। আর এই সময় সংস্থার ব্যবসা যে আরোও ফুলেফেঁপে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।

রপ্তানির কথা বললে, গত মাসে টিভিএস ১,০২,২৫৯টি গাড়ি বিদেশে পাঠিয়েছে। ২০২১-এর একই সময়ে যা ছিল ৯২,৯৭৫ ইউনিট। তিন চাকার ক্ষেত্রেও টিভিএস এর বিজয়রথ স্বাচ্ছন্দে এগিয়ে চলেছে। গতমাসে তাদের মোট বিক্রি হওয়া তিন চাকার সংখ্যা ১৭,২৮২টি, গতবছরের সেপ্টেম্বর মাসের তুলনায় তুলনায় যা ১৮ শতাংশ বেশি। এমনকি প্রভূত পরিমানে বেড়েছে সংস্থার ইলেকট্রিক স্কুটারের ব্যবসা। বর্তমানে একটি মাত্র ইলেকট্রিক স্কুটার iQube রয়েছে তাদের হাতে। গত বছর সেপ্টেম্বরে মাত্র ৭৬৬ টি ব্যাটারি চালিত স্কুটার বিক্রি করতে পারলেও এই বছরের সেপ্টেম্বরে সেই সংখ্যাটি বেড়ে হয়েছে ৪৯২৩ ইউনিট।

03/10/2022

আল্লাহর নেয়ামত।

চাল " মিনিকেট" এর সাতকাহন।নিজস্ব প্রতিবেদকঃভারতের ধান গবেষণা কেন্দ্র একটা উচ্চ ফলনশীল ধান মাঠ পর্যায়ে পরীক্ষা করার জন্য ...
02/10/2022

চাল " মিনিকেট" এর সাতকাহন।

নিজস্ব প্রতিবেদকঃ

ভারতের ধান গবেষণা কেন্দ্র একটা উচ্চ ফলনশীল ধান মাঠ পর্যায়ে পরীক্ষা করার জন্য পশ্চিম বাংলার কৃষকদের কাছে ২ কেজির ছোট প্যাকেটে তৈরি করে সরবরাহ করতো ।

কৃষকদের ৫০ কেজির বড় বস্তার সাথে ২ কেজির ছোট প্যাকেট বিনামূল্যে বিতরণ করেছে পরপর ২ বছর। ছোট প্যাকেট "মিনি কিট" নামে পরিচিত ছিল। কৃষকদের কাছে এই ধান মিনিকিট ধান নামে পরিচিত পায়। বাংলাদেশের কুষ্টিয়া জেলায় চোরাচালানের মাধ্যমে এই ধানের বীজ আসে। চাল অত্যন্ত সুস্বাদু ছিল। বাংলাদেশে উচ্চারণ বিকৃত হয়ে মিনিকেট নাম ধারণ করে।

কুষ্টিয়ার রশিদ নামের এক চালকল মালিক " রশিদ মিনিকেট" নামে এই চাল ব্র্যান্ডিং করে বাজারজাত করে। মিষ্টি স্বাদ ও গন্ধের কারণে এটা দ্রুত জনপ্রিয় হয়।

দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে বিপর্যয় ঘটে। রাস্ট রোগের কারণে কৃষকরা ব্যপক ক্ষতিগ্রস্ত হয়ে এই ধানের চাষাবাদ বন্ধ করে দেয়। ভারতের ধান গবেষণা কেন্দ্র এই ধান চাষাবাদ না করার পরামর্শ দেয়।

" রশিদ মিনিকেট" তার বিশাল বাজার ধরে রাখার জন্য অটোমেটিক মেশিন আমদানি করে। অটোমেটিক মেশিনে ব্রি ২৮ ও জিরাশাইল চাল'কে ৭ স্তরে পলিশ করে চিকন ও সাদা করা হয়। এতে চালের উপরের আমিষ ও ভিটামিন বি১ এর আবরণ উঠে যায়। থাকে শুধু শর্করা। শর্করার কারনে পলিশ এই চালের ভাত কিছুটা মিষ্টি।

ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথে তুষারধ্বস, বন্যার আশঙ্কা দেখা দিতে পারে আগাম সতর্কবার্তা।।  মনোয়ার ইমাম,ভারতঃসনাতন ধর্মের...
01/10/2022

ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথে তুষারধ্বস, বন্যার আশঙ্কা দেখা দিতে পারে আগাম সতর্কবার্তা।।

মনোয়ার ইমাম,ভারতঃ

সনাতন ধর্মের অনুসারীদের পবিত্র তীর্থ স্থান কেদারনাথ ও বদ্রীনাথ।সেই কেদারনাথে তুষারধ্বস নেমেছে।

গোটা এলাকার মানুষজন কে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় ভারতের উত্তরাখণ্ডের প্রশাসন।

এদিন কেদারনাথে তুষারধ্বস নেমেছে মন্দিরের পিছন থেকে। বড় বড় হিমবাহ গলে নেমে এসেছে কেদারনাথে। কারণ কেদারনাথ মন্দির থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হিমালয় পর্বতমালার চোরাবারি হিমবাহ নেমে এসেছে।

এর আগে ২০১৩সালে, এবং ২০১৯সালে, প্রবল হিমবাহ নামার পর বন্যা দেখা যায়। তখন বন্যার জলের তোড়ে ভেসে যায় হাজার হাজার মানুষের ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয় লক্ষ লক্ষ মানুষ।

কারণ মন্দাকিনী নদীর জলধারা বেয়ে ভাসিয়ে নিয়ে যায় কেদারনাথ মন্দির বরাবর এলাকা। সেই ঘটনার পুনরায় ফিরে না আসে আগে থেকেই আগাম সতর্কবার্তা গ্রহণ করেছে প্রশাসন। তৈরি রাখা হয়েছে প্রকৃতিক বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের।মন্দিরের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে দর্শনের জন্য আসা মানুষদের।

01/10/2022

এ কেমন বক্তব্য দিলেন গাজীপুর মহানগরীর এই ছাত্রীলীগ নেতা।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ajker bangladesh.io posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share