03/08/2025
আগামী ১ লা আগস্ট হতে থেকে ৫ ই আগস্ট তারিখের মধ্যে ঐতিহাসিক রাজবাড়ী মাঠ সংলগ্ন জায়গায় জুলাইয়ের স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে ৩৬ এ জুলাই পাঠাগার। এখানে আমাদের গাজীপুরে ঘটে যাওয়া জুলাই বিপ্লব এর বিভিন্ন স্থিরচিত্র সকলের হতে সংগ্রহ করে তা রাজবাড়ীর মাঠে প্রদর্শন করা হবে । তারি লক্ষ্যে " বিপ্লবী ছাত্র সমাজ " প্ল্যাটফর্মে যতজন বিপ্লবী ভাইয়েরা যুক্ত আছেন সকলের কাছে জুলাইয়ের সময়কার সংগ্রহীত স্থির চিত্রগুলো আমাদের কাছে পাঠান । আমরা তা প্রিন্ট আউট করে গাজীপুর রাজবাড়ি মাঠে প্রদর্শন করব ইনশাল্লাহ । এ কার্যক্রমে আপনাদের আন্তরিক সহযোগিতা আশা করছি ।
যোগাযোগ : 01933990996 (WhatsApp)
বার্তা প্রেরণ
আল মুঈদ
সাধারণ সম্পাদক
৩৬ শে জুলাই পাঠাগার