26/05/2025
ঘটনা সূত্রে জানা যায় এক প্রবাসী বাংলাদেশী ভাই মালয়েশিয়ায় চাকরি রত অবস্থায় যে বাসায় কাজ করতেন সেই বাসার মেয়ের দিকে কুদৃষ্টি পরে এবং তাকে নাকি রেপ করার চেষ্টা করেন! এবং সাথে সাথে উত্তেজিত হয়ে মেয়ের অভিভাবক প্রকাশ্যে প্রায় অর্ধ রাউন্ড গুলি করে ঘটনা স্থলে ই ছেলেটিকে হত্যা করে! এই মৃত্যুর পিছনে রহস্য আসলে কতটুকু গভীর সত্যতা আমরা জানি না তবে যদি সত্য হয় তবে একজন অভিভাবকের উত্তেজিত রত অবস্থায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো অস্বাভাবিক কোন ঘটনা নয়, আবার অনেক সময় অনেক মিথ্যা আড়ালেও অনেক অজানা সত্য লুকায়িত থাকে, যেমন এই জাতীয় অনৈতিক কৃতকর্মের পিছনে উভয়ের সম্মতিও থেকে থাকে এবং সে ক্ষেত্রে অনেক সময় পিতা-মাতার দৃষ্টিতে নিজের সন্তানের দোষত্রুটি খুব একটা চোখে পড়ে না এখন বিচারের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করে থাকে যা অত্যন্ত নিন্দনীয়! আর যত উত্তেজিত হোক একটা ব্যক্তিকে হত্যার জন্য এতগুলো গুলির প্রয়োজন পড়ে না!!!!!‼️📍