07/07/2025
মাসান মুভিতে দীপক আর শালু যখন প্রথমবার ডেটে যায়, তখন দীপক মিনমিন করে বলে, "আপনার কখনো কোনো কিছুতে যেকোনো ধরণের সমস্যা হলে আমাকে জানাবেন।"
চালাকচতুর শালু জানতে চায়, "কি করবেন আপনি?"
দীপক প্রশ্নের উত্তর গুছিয়ে না উঠতেই শালু আরেকটা প্রশ্ন ছুঁড়ে দেয়।
"ধরে নিন, আপনার কারণেই আমি কাঁদছি। তখন??"
দীপক এবার হার মেনে নিয়ে ভ্যাবাচেকা হাসি দেয়!
এরপর বলে, "তখনও আপনি আমাকেই জানিয়েন।"
সম্পর্কগুলো এতো নাজুক হয়, এতোই ভঙ্গুর হয় যে, মাঝেমাঝে শতোচেষ্টার পরেও আমরা পাশের মানুষটাকে কাঁদিয়ে ফেলি। সেই সময়ে যখন সেই মানুষটা আমাদের কাছে অভিমানের ডালা নিয়ে আসে, মুখ ফুলিয়ে বলতে আসে "এই যে দ্যাখো, তোমার জন্যে আমি কাঁদছি। কিছু করো?"
ঠিক সেই মুহূর্তে আমাদের দিক থেকে কিই বা করার আছে? দায় স্বীকার করে নেয়া ছাড়া?
অথচ কয়টা মানুষেরই সেই সাহসটা হয়?
আমরা ইনিয়েবিনিয়ে বুঝাতে চাই, "তুমিই যদি এতো ছোটো একটা বিষয়কে বড় করে না দেখতে, যদি তুমি এতো ন্যাকা, আবেগী হয়ে না ভাবতে, তুমি যদি কষ্ট না পেতে তাহলে তো তুমি কাঁদতে না!"
দীপক এই জায়গায় বেশ পরিপক্কতার পরিচয় দিয়েছিলো।
সে চাইলে বলতে পারতো, "আমি কখনোই তোমাকে কাঁদাবো না। আমার জন্যে কখনো তোমার চোখের কোণে জল আসতে দেবোনা।"
দীপক এসব স্যুগারকোটেড বুলশীটের ধার ধারেনি।
বরঞ্চ বিনয়ের সাথে আর্জি রেখেছে।
"তাব ভি আপ হামকো হি বাতানা।"
অর্থাৎ, আমিও যদি আপনার কান্নার কারণ হয়ে বসি তাহলেও আপনি আমাকেই জানিয়েন।
There will be times when I may not be able to feel what you feel.
I may not be able to love you the way you want me to.
But I assure you, I'll be present.
Right by your side, waiting for you.
Until you sort out your feelings.
Until you forgive me and take me back into your arms.
I'll take responsibility.
No matter what.
I won't give up on you.
I won't give up on us.
Shamsun Nahar priya