Simple Life Vibes

Simple Life Vibes হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও।’
(সুরা ত্বহা, আয়াত : ১১৪)

07/07/2025

মাসান মুভিতে দীপক আর শালু যখন প্রথমবার ডেটে যায়, তখন দীপক মিনমিন করে বলে, "আপনার কখনো কোনো কিছুতে যেকোনো ধরণের সমস্যা হলে আমাকে জানাবেন।"
চালাকচতুর শালু জানতে চায়, "কি করবেন আপনি?"
দীপক প্রশ্নের উত্তর গুছিয়ে না উঠতেই শালু আরেকটা প্রশ্ন ছুঁড়ে দেয়।
"ধরে নিন, আপনার কারণেই আমি কাঁদছি। তখন??"
দীপক এবার হার মেনে নিয়ে ভ্যাবাচেকা হাসি দেয়!
এরপর বলে, "তখনও আপনি আমাকেই জানিয়েন।"

সম্পর্কগুলো এতো নাজুক হয়, এতোই ভঙ্গুর হয় যে, মাঝেমাঝে শতোচেষ্টার পরেও আমরা পাশের মানুষটাকে কাঁদিয়ে ফেলি। সেই সময়ে যখন সেই মানুষটা আমাদের কাছে অভিমানের ডালা নিয়ে আসে, মুখ ফুলিয়ে বলতে আসে "এই যে দ্যাখো, তোমার জন্যে আমি কাঁদছি। কিছু করো?"
ঠিক সেই মুহূর্তে আমাদের দিক থেকে কিই বা করার আছে? দায় স্বীকার করে নেয়া ছাড়া?
অথচ কয়টা মানুষেরই সেই সাহসটা হয়?
আমরা ইনিয়েবিনিয়ে বুঝাতে চাই, "তুমিই যদি এতো ছোটো একটা বিষয়কে বড় করে না দেখতে, যদি তুমি এতো ন্যাকা, আবেগী হয়ে না ভাবতে, তুমি যদি কষ্ট না পেতে তাহলে তো তুমি কাঁদতে না!"
দীপক এই জায়গায় বেশ পরিপক্কতার পরিচয় দিয়েছিলো।
সে চাইলে বলতে পারতো, "আমি কখনোই তোমাকে কাঁদাবো না। আমার জন্যে কখনো তোমার চোখের কোণে জল আসতে দেবোনা।"
দীপক এসব স্যুগারকোটেড বুলশীটের ধার ধারেনি।
বরঞ্চ বিনয়ের সাথে আর্জি রেখেছে।
"তাব ভি আপ হামকো হি বাতানা।"
অর্থাৎ, আমিও যদি আপনার কান্নার কারণ হয়ে বসি তাহলেও আপনি আমাকেই জানিয়েন।
There will be times when I may not be able to feel what you feel.
I may not be able to love you the way you want me to.
But I assure you, I'll be present.
Right by your side, waiting for you.
Until you sort out your feelings.
Until you forgive me and take me back into your arms.
I'll take responsibility.
No matter what.
I won't give up on you.
I won't give up on us.

Shamsun Nahar priya

ভ্রমণ শুধু জায়গা দেখা নয়, নিজেকে খোঁজার একটা পথও বটে।প্রতিদিনের একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে প্রকৃতির কোলে একটু নিঃশ্বা...
30/06/2025

ভ্রমণ শুধু জায়গা দেখা নয়, নিজেকে খোঁজার একটা পথও বটে।
প্রতিদিনের একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে প্রকৃতির কোলে একটু নিঃশ্বাস নেওয়া—সত্যিই দরকার। নতুন পথ, নতুন মুখ, নতুন গল্প... সবকিছু মিলে জীবনটা যেন আবার নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়।

চলুন, ব্যাগ গুছিয়ে এবার নিজেকে একটু ছুটি দিই।
ভ্রমণ করুন, অনুভব করুন, বাঁচুন।❤️

#ভ্রমণ #জীবনএকটাভ্রমণ #ঘুরে_দাঁড়াও

সব স্ত্রীই বস্তুগত জিনিসের পেছনে ছোটেন না।অনেক সময়, তারা শুধুই চায় আপনার সময়, আপনার উপস্থিতি, আর আপনার মনোযোগ।সেই ছোট ছো...
30/06/2025

সব স্ত্রীই বস্তুগত জিনিসের পেছনে ছোটেন না।
অনেক সময়, তারা শুধুই চায় আপনার সময়, আপনার উপস্থিতি, আর আপনার মনোযোগ।

সেই ছোট ছোট কথোপকথনগুলো...
একসাথে বসে কফি খাওয়া...
আপনাকে যখন সন্তানদের সঙ্গে খেলতে দেখে, আর সে একপাশে দাঁড়িয়ে হাসে—
ওইসব মুহূর্তই তার কাছে পুরো পৃথিবী।

তাকে বুঝিয়ে দিন, আপনি এবং আপনার পরিবারই আপনার সবচেয়ে বড় অগ্রাধিকার।

কিছু স্বামী আছেন, যারা স্ত্রীদের জন্য “সবসময় ব্যস্ত”…
কিন্তু বন্ধুদের, ফোনের বা নিজের শখের জন্য কখনোই ব্যস্ত নন!

এইদিকে স্ত্রীটি ঘরে বসে সবকিছু সামলাচ্ছেন,
এবং ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন।

কারণ সে দূরে যেতে চায়—তা নয়।
কিন্তু একা একা চেষ্টা করে গেলে, ক্লান্ত লাগে।

অনেক সময় আপনি শারীরিকভাবে পাশে থাকেন,
কিন্তু মনটা থাকে অন্য কোথাও।
সেখান থেকেই শুরু হয় মানসিক দূরত্ব।

ভালোবাসা শুধু পাশে থাকার নাম নয়।
ভালোবাসা মানে মনোযোগ দেওয়া।

সময় দিন। পুরোপুরি উপস্থিত থাকুন।
আপনি যদি তাকে ভালোবাসেন, তা শুধু মুখে নয়—কাজে প্রমাণ দিন।

আমি সবসময় দেখছি- যে চুপচাপ ভালোবাসে, রান্না করে, ঘর গোছায়, ঘুমানোর আগে বিছানার পাশে পানির জগ রেখে মশারি টাঙায়ে যায়, তার ...
30/06/2025

আমি সবসময় দেখছি- যে চুপচাপ ভালোবাসে, রান্না করে, ঘর গোছায়, ঘুমানোর আগে বিছানার পাশে পানির জগ রেখে মশারি টাঙায়ে যায়, তার নিখুঁত যত্নের প্রতি কোনো কৃতজ্ঞতা নাই। কৃতজ্ঞতা তার জন্য, যে কোনো একদিন ভালোবেসে দশদিন চোখে আঙুল দিয়ে দেখায় 'এই দেখো তোমার জন্য কী কী করেছি।'

যে রাগের সময় চিল্লায়, ভাঙচুর করে, তার ভয়ে আগে থেকেই তার পছন্দমতো কাজ হয়ে যায়। যে নিজের রাগ একাই সামলায়, তার ব্যাপারে পরোয়া করার কেউ থাকে না কখনো।

যে বিলাপ করে কাঁদে, তার দুঃখ বইবার মানুষ অনেক। যে চুপচাপ সয়ে যায়, তাকে ধরা হয় অনুভূতিহীন। তার সাথে যা খুশি তা করা যায়।

এই পৃথিবী শব্দ পছন্দ করে। প্রচণ্ড রকম কোলাহল পছন্দ করে। এখানে নিঃশব্দের নিখুঁত যত্ন, মায়া, মমতা, ভালোবাসা, রাগ, দুঃখ কোনোদিন অন্যের হৃদয়ে পৌঁছায় না, পৌঁছাইতে পারে না।
_____সামিয়া আনান

‎আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন দিনের উত্তাপ খুব ব...
08/09/2024



আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন দিনের উত্তাপ খুব বেড়ে যাবে তখন উত্তাপ কমে (আবহাওয়া) ঠাণ্ডা হলে (যুহরের) সলাত পরবে। কেননা কঠিন উত্তাপ জাহান্নামের আগুনের তীব্রতা থেকে হয়।

বুখারী ৫৩৬; মু, ৬১৫০

#বাংলাহাদিস

অতঃপর কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সুরা ইনশিরাঃ ৫-৬।              #বাংলাহাদিস
30/08/2024

অতঃপর কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সুরা ইনশিরাঃ ৫-৬।
#বাংলাহাদিস

আবু দারদা (রাঃ) থেকে বর্ণিতঃতিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “যে ব্যক্ত...
30/08/2024

আবু দারদা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “যে ব্যক্তি তার অনুপস্থিত ভাইয়ের জন্য দুআ করে, তার সাথে নিযুক্ত ফেরেশতা বলেন, আমীন, তোমার জন্যও অনুরুপ।” (মুসলিম ২৭৩২)

#বাংলাহাদিস

আবু হুরাইরা (রা.) বলেন, তিনি আল্লাহর রাসুলকে বলতে শুনেছেন, “বলতো যদি তোমাদের বাড়ির সামনে একটি নদী থাকে, আর সে তাতে প্রতি...
30/08/2024

আবু হুরাইরা (রা.) বলেন, তিনি আল্লাহর রাসুলকে বলতে শুনেছেন, “বলতো যদি তোমাদের বাড়ির সামনে একটি নদী থাকে, আর সে তাতে প্রতিদিন পাঁচবার গোসল করে, তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে?” তারা উত্তর দিলেন, তার দেহে কোনো ময়লা থাকবে না। আল্লাহর রাসুল (সা.) বললেন, “এ হল পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ। এর মাধ্যমে আল্লাহ তায়ালা বান্দার গুনাহ সমুহ মিটিয়ে দেন। ”(অধ্যায় ৯/৬, হাদিস নং ৫২৮, সাহিহ বুখারি)

#বাংলাহাদিস

‎عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُ...
29/08/2024

‎عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ.

আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি এমন আমল করল যাতে আমার কোন নির্দেশনা নেই, তা পরিত্যাজ্য’ (মুসলিম হা/১৭১৮)।

#বাংলাহাদিস #হাদিস

‎হাফ্‌স ইবনে আ’সেম (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “কোন মানুষের মিথ্...
28/08/2024

‎হাফ্‌স ইবনে আ’সেম (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে সব শোনা কথা বলে বেড়াবে।” (মুসলিম ৫)

#হাদিস #বাংলাহাদিস

‎আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : যে ব্যক্তি “লা ইলাহা ইল্লাল্লাহ” বলবে একদিন না এক...
27/08/2024

‎আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : যে ব্যক্তি “লা ইলাহা ইল্লাল্লাহ” বলবে একদিন না একদিন এই কালেমা অবশ্যই তার উপকারে আসবে। যদিও ইতিপূর্বে তাকে কিছুটা শাস্তি ভোগ করতে হবে।

হাদীস সহীহ : বাযযার

Address

Gazipur
1704

Website

Alerts

Be the first to know and let us send you an email when Simple Life Vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share