
26/08/2024
খোলা চিঠি-
আসসালামু আলাইকুম স্যার, আশা করি ভালো আছেন। আপনি আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় শিক্ষক তাতে আমিসহ কাটাখালীসহ আশেপাশে মানুষের কোনো সংংশয় নাই। আপনাকে দেখে কৈশোরকাল সহ আমার জীবনের প্রায় পনেরো বছর পার করেছি। এলাকার যত বিচারআচার আছে সেগুলো আপনার হস্তক্ষেপে হয় বা হচ্ছে। আপনাকে দেখে শেখ মুজিবকে ভালোবাসতে শুরু করেছিলাম আবার সেই আপনাকে দেখেই শেখ মুজিবকে ঘৃণা করতে শুরু করলাম। আপনার কাছে থেকে শিখেছিলাম ”উদয়ের পথে শুনি কার বাণি ভয় ভয় ওরে তোর ভয় নাই” । আপনার কাছ থেকে শিখে ছিলাম বৈষম্য, নিযার্তন নিপীড়নের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করতে হয়। যখন বড় হয়ে এইসব প্রতিফলন করার সময় পেলাম বা বুজতে পারলাম যে আমি বৈষ্যমের শিক্ষার হচ্ছি তখন আমি প্রতিবাদ করতে গেলাম আর ঠিক তখনি আপনি বলে উঠলেন “বড় নেতা হইয়া গেছো” এইসব বলে আপনি কটাক্ষ করেছেন। আমি বড়াবড়ের মতো কোনো রাজনীতির সাথে জড়িত নাহ। গত পনেরো বছর দেশের মানুষের উপর যে অত্যাচার হয়েছে সেটা আপনি জেনেও বারং বার আওয়ামীলীগ বা শেখ হাসিনাকে মা মা বলে আসছেন। কখনো নিরব বা প্রতিবাদ করতে দেখিনি। বরং চ আপনি আপনার স্বার্থে খোজে নিজেকে মেলে ধরছেন। আপনি কথায় কথায় এক/এগোরো কারাবরন নেতা হিসেবে নিজেকে দাবি করেন। স্যার কারাবরন সামান্য বিষয়, এটা আহামরি কিছু নাহ, কিন্তু মানুষের পাশে দাড়ানো, বৈষ্যমের বিরুদ্ধে কথা বলা যেকোনো বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করা এটা প্রকৃত মানুষের ধর্ম। আমি গরীব ঘরের সন্তান বৈধ পথে রোজগার করে খাই, অবৈধ ভাবে হলে অনেক আগেই কোটি পতি হতে পারতাম সেই সুযোগও ছিলো। আমি বাচার মানে আপনার কাছ থেকে শিখেছি, আপনি বলেছেন এমন জিবন গঠন করবে যে মরার পরও তোমাকে মনে রাখবে। আপনি আমাদের প্রিয় শিক্ষক/অভিভাবক ছিলেন সেটাই ভালো ছিলো কিন্তু আপনি রাজনীতিতে গেলেন , গিয়ে নিজের পরিচয় ভুলে গেলেন। যেটা আমরা আশা করি নাই। এতোদিন স্বাধীনতা ছিলো নাহ তাই বলতে পারি নি, আজ স্বাথীনতা পেয়েছি তাই বলছি। যদি রাজনীতি বাদ দিয়ে আমাদের অভিভাবক হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন তাহলে আপনাকে স্বাগতম। আর হ্যাঁ মা মা আর এক/এগারোর ক্যাসেট বন্ধ করতে হবে। কথাগুলো খারাপ ভাবে না দেখে ভালো ভাবে দেখবেন?
ভুলেকিছু বললে ক্ষমাদৃষ্টিতে দেখবেন?