A. RaFi Vlogs

A. RaFi Vlogs Welcome
(7)

18/05/2025

কোন কিছুকেই ছোট করে দেখা উচিত না
কারণ আজকে যেটা ছাই, এক সময় সেটাও কিন্তু আগুন ছিল

18/05/2025

অনেকে প্রশ্ন করে যে কে আপন কে পর,
এটার উত্তর হল-
তোমার সময় ভালো থাকলে সবাই আপন
আর সময় খারাপ থাকলে সবাই পর

তোমরা কেউ কি সেই গোশত দেখেছোযা বেচাও হয় না, কেনাও যায় না কিন্তুব্যাপকহারে মানুষ তা খায়! অথচ সেটা খাওয়া হারাম।কি সেই গোশত...
23/04/2025

তোমরা কেউ কি সেই গোশত দেখেছো
যা বেচাও হয় না, কেনাও যায় না কিন্তু
ব্যাপকহারে মানুষ তা খায়! অথচ সেটা খাওয়া হারাম।
কি সেই গোশত?

মহাকাশ থেকে রাতের বাংলাদেশ দেখতে যেমন! ছবিটি তোলা হয়েছে ২০১২ সালে। এখন এই আলোর পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে সেটা বলাই বাহুল্...
22/04/2025

মহাকাশ থেকে রাতের বাংলাদেশ দেখতে যেমন!

ছবিটি তোলা হয়েছে ২০১২ সালে। এখন এই আলোর পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে সেটা বলাই বাহুল্য। মূলত সুওমি ন্যাশনাল পোলার অরবেটিং পার্টনারশীপ স্যাটেলাইটের মাধ্যমে এই ছবিটি তোলা হয়!

ছবিটা দেখে মনে হচ্ছে যেন মরুভূমির বিশাল বালিয়াড়ি যেন গিয়ে আকাশ বেয়ে উঠেছে। জায়গাটা এতটাই উঁচু আর সরল রেখায় ওঠে গেছে যে ম...
21/04/2025

ছবিটা দেখে মনে হচ্ছে যেন মরুভূমির বিশাল বালিয়াড়ি যেন গিয়ে আকাশ বেয়ে উঠেছে। জায়গাটা এতটাই উঁচু আর সরল রেখায় ওঠে গেছে যে মনে হয় পৃথিবী থেকে সোজা আকাশের দিকে একটা সিঁড়ি তৈরি হয়েছে। এই অসাধারণ জায়গাটির নাম Dune 45, যা নামিবিয়ার নামিব মরুভূমিতে অবস্থিত। এ অঞ্চলের গাছগুলো প্রায় ৯০০ বছর ধরে দাড়িয়ে আছে মৃত হয়ে। সূর্যোদয়ের সময় বালিতে সূর্যের প্রতিফলিত আলোতে এক নতুন দৃশ্যপটের সৃষ্টি হয় যা দেখতে মুগ্ধ ও বিস্ময়কর করে তোলে।

কেমন মা তুমি, কেমন তোমার কান্নার অভিনয়। কেমনে পারলে তুমি এমন ফুটফুটে সন্তানদের হত্যা করতে।।
20/04/2025

কেমন মা তুমি, কেমন তোমার কান্নার অভিনয়। কেমনে পারলে তুমি এমন ফুটফুটে সন্তানদের হত্যা করতে।।

17/04/2025

DEATH ASKED LIFE :
"Why does everyone loves you
But hate me"
LIFE REPLIED :
"Because I'm the beautiful lie and
You're the painful truth."

17/04/2025

সহ'জে ই'স'রা'ই'লী পণ্য চিনুন। ই'স'রা'ই'লী
পণ্যের কোড 729 বাংলা'দেশী পণ্যের কোড 894 সবা'ইকে জানা'নোর অনু'রোধ করছি🙏🙏

17/04/2025

📌Topic: হাইড্রোজেন পারঅক্সাইড (H₂O₂) কীভাবে কাজ করে এবং চিকিৎসাক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে -

🛑 হাইড্রোজেন পারঅক্সাইড (H₂O₂) চিকিৎসাক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি রাসায়নিক যৌগ, যা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে এবং বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। এটি প্রধানত জীবাণুনাশক, এন্টিসেপটিক ও ব্লিচিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়।

🔸H₂O₂ কীভাবে কাজ করে ?

হাইড্রোজেন পারঅক্সাইড কাজ করে অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে, যা ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ও অন্যান্য জীবাণুর কোষ ধ্বংস করতে সাহায্য করে। এর কাজের প্রধান ধাপগুলো হলো—

১. অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করা -

হাইড্রোজেন পারঅক্সাইড একটি শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট, যা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন (O₂) উৎপন্ন করে এবং জীবাণুকে ধ্বংস করে।

2H₂O₂ → 2H₂O + O₂↑

▪️ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস: H₂O₂-এর অক্সিজেন মুক্তির ফলে ব্যাকটেরিয়ার কোষঝিল্লি ভেঙে যায়, ফলে তারা মারা যায়।
▪️অ্যানারোবিক ব্যাকটেরিয়ার মৃত্যু: অক্সিজেন-নির্ভর নয় এমন ব্যাকটেরিয়া (যেমন Clostridium) অক্সিজেনের সংস্পর্শে বাঁচতে পারে না, তাই তারা সহজেই ধ্বংস হয়।

২. ফেনা সৃষ্টি করে জীবাণুমুক্তকরণ -

▪️Catalase এনজাইম বিক্রিয়া: আমাদের শরীরের কোষ ও ব্যাকটেরিয়ার মধ্যে catalase নামে একটি এনজাইম থাকে, যা H₂O₂-কে অক্সিজেন ও পানিতে ভেঙে দেয়।
▪️ফেনা তৈরি: যখন H₂O₂ ক্ষতস্থানে প্রয়োগ করা হয়, তখন এটি ফেনা তৈরি করে, যা ময়লা ও মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে।

৩. কোষের ঝিল্লি ও ডিএনএ ধ্বংস করা -

▪️H₂O₂ ব্যাকটেরিয়া ও ভাইরাসের কোষঝিল্লির লিপিড ও প্রোটিন অক্সিডাইজ করে ধ্বংস করে দেয়।
▪️এটি Reactive Oxygen Species (ROS) তৈরি করে, যা ডিএনএ ও প্রোটিনের গঠন নষ্ট করে, ফলে জীবাণু বাঁচতে পারে না।

৪. দাঁতের দাগ দূর করা -

▪️এনামেলের দাগ অক্সিডাইজ করা: H₂O₂ দাঁতের হলদে ভাব ও দাগ দূর করতে সাহায্য করে, তাই এটি অনেক টুথপেস্ট ও ব্লিচিং প্রোডাক্টে ব্যবহৃত হয়।

🔸 চিকিৎসাক্ষেত্রে H₂O₂- এর ব্যবহার -

হাইড্রোজেন পারঅক্সাইড বিভিন্ন চিকিৎসাক্ষেত্রে ব্যবহার করা হয়, বিশেষ করে ক্ষত পরিষ্কার, মাউথওয়াশ, হাসপাতালের জীবাণুমুক্তকরণ, ফাঙ্গাল সংক্রমণ ও শ্বাসতন্ত্রের চিকিৎসায়।

১. ক্ষত ও কাটাছেঁড়ার চিকিৎসায় -

▪️এন্টিসেপটিক হিসেবে: H₂O₂ ক্ষতস্থানে প্রয়োগ করলে এটি ফেনা তৈরি করে ময়লা ও মৃত কোষ দূর করে।

16/04/2025

"শব্দ দিয়ে প্রতিবাদ কর কন্ঠ উচু করে নয়।

মনে রাখবে ফুল যত্নে ফোটে বজ্রপাতে নয়।”

-জালাল উদ্দিন মুহাম্মদ রুমি।

Address

Shafipur
Gazipur
1702

Telephone

+8801775527459

Website

Alerts

Be the first to know and let us send you an email when A. RaFi Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A. RaFi Vlogs:

Share