07/10/2025
আমি খুব সহজে কারও সাথে মানসিকভাবে যুক্ত হয়ে যাই “হঠাৎ করে কাউকে খুব কাছের মানুষ ভাবি।কারোর কাছের মানুষ হয়ে যাই, আবার হঠাৎই দূরে সরে যাই”,
যাকে পছন্দ করি, তাকে মন খুলে বিশ্বাস দিই, ভালোবাসা দিই, সময় দিই। কিন্তু একসময় মনে হয় , এই সম্পর্কটা আমার মতো গভীর নয়, অথবা আমার প্রত্যাশার মতো নিরাপত্তা সেখানে নেই। তখন আমার ভেতরের মনটা নিজেকে রক্ষা করার জন্য চুপ হয়ে যায়, দূরে সরে যায়।
এটাকে অনেক সময় “self-protection mechanism” বলা হয় — মানে, মন নিজেকে কষ্ট থেকে বাঁচানোর চেষ্টা করে। আমি হয়তো কাউকে কষ্ট দিতে চাও না, কিন্তু নিজের অজান্তেই দূরে চলে যাই, কারণ ভেতরে কষ্ট পাওয়ার ভয় কাজ করে।