TUNGS SOCIAl

TUNGS SOCIAl "A heart full of silence,
and eyes that speak volumes."

20/08/2025

কেমন আছেন সবাই

18/08/2025

Good night

18/08/2025

"বেশি আশা যতটা সুখ দেয়, তারচেয়ে বেশি কষ্টও দিয়ে যায়।
তাই মানুষকে যেমন আছে তেমনভাবে মেনে নিতে শিখুন,
অতিরিক্ত আশা করবেন না – তাতেই সম্পর্ক টিকে যাবে সুন্দরভাবে।"

17/08/2025

🌿 জীবন 🌿

জীবন মানেই এক অদ্ভুত পথচলা,
যেখানে কখনো আনন্দ আসে,
কখনো আবার দুঃখ কড়া নাড়ে।

সবকিছু সবসময় সহজ হবে না,
তবুও থেমে গেলে চলবে না।

জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে
চলতে শেখায়, হার মানতে না শেখায়,
হাসির আড়ালে কষ্ট ভুলে নতুন করে বাঁচতে শেখায়।

💫 মনে রাখবেন—
জীবন একবারই মেলে,
তাই কষ্টের মাঝেও হাসুন,
এটাই সবচেয়ে বড় জয়। 🙂

17/08/2025

✨ হাসিখুশি মানুষ ✨

হাসিখুশি মানুষরা আসলে পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার।
তাদের মুখের হাসি অন্যের মন খারাপ ভেঙে দিতে পারে,
অন্যের হৃদয়ে আশার আলো জ্বালিয়ে দিতে পারে।

কিন্তু সত্যি কথা হলো—
যতটা সহজ তারা বাইরে থেকে দেখায়,
ভেতরে তারা ততটাই কষ্ট লুকিয়ে রাখে।

তবুও তারা শেখায়—
জীবন যত কঠিনই হোক,
একটা হাসি দিয়েই সব জয় করা যায়। 🙂💫

---

সম্পর্ক ভাঙে হঠাৎ করে নয়,চুপিসারে জমে ওঠে অভিমান,না বলা কিছু কথা,না বোঝা কিছু ব্যথা—সেগুলোই একসময় দেয়াল হয়ে দাঁড়ায়।ফাটল ...
17/08/2025

সম্পর্ক ভাঙে হঠাৎ করে নয়,
চুপিসারে জমে ওঠে অভিমান,
না বলা কিছু কথা,
না বোঝা কিছু ব্যথা—
সেগুলোই একসময় দেয়াল হয়ে দাঁড়ায়।

ফাটল শুরু হয় ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে,
কিন্তু যতদিন তা বোঝা যায় না,
ততদিন সেই ফাটল গভীর হতে থাকে।

একসময় দেখো,
দু’জন পাশাপাশি থেকেও
মাইলের পর মাইল দূরে দাঁড়িয়ে যায়।

সম্পর্ক টিকিয়ে রাখে কথার বিনিময়,
ভালোবাসার যত্ন,
আর একে অপরকে বোঝার চেষ্টা।

কিন্তু যখন নীরবতা হয়ে ওঠে সঙ্গী,
তখনই সম্পর্কের ভাঙন অনিবার্য হয়।

শীতের সকালের শোভা অতি অনুপম;ভোরের আলো যখন স্পর্শ করে পৃথিবীতেঘন কুয়াশার আবরণে গাছপালা অস্পষ্টমনে হয়,গোটা পৃথিবীটা যেন এক...
11/01/2025

শীতের সকালের শোভা অতি অনুপম;
ভোরের আলো যখন স্পর্শ করে পৃথিবীতে
ঘন কুয়াশার আবরণে গাছপালা অস্পষ্ট
মনে হয়,
গোটা পৃথিবীটা যেন এক রূপকথার মায়াপুরী;
এক ধূসর স্বপ্নের বেশ,
অপূর্ব তার রূপ মাধুরী
অনিন্দ্য সুন্দর সেই পরিবেশ ।

চাঁদ তার অর্ধেক আলোয়ও পূর্ণ । মানুষের  জীবনেও সব কিছু পূর্ণ হওয়ার অপেক্ষা না করে অর্ধেক থেকেও সন্তুষ্ট হওয়া যায়।
22/12/2024

চাঁদ তার অর্ধেক আলোয়ও পূর্ণ । মানুষের জীবনেও সব কিছু পূর্ণ হওয়ার অপেক্ষা না করে অর্ধেক থেকেও সন্তুষ্ট হওয়া যায়।

শীতের বিকেল বেলা পড়ন্ত রোদ্দুর অনেক সুন্দর লাগে ।
22/12/2024

শীতের বিকেল বেলা পড়ন্ত রোদ্দুর অনেক সুন্দর লাগে ।

22/12/2024

রাগ আর অভিমান এক জিনিস না। রাগ হলো চরিত্রের সর্বনিম্ন একটা দিক আর অভিমান বড় হৃদয়ের পরিচয়।
-রেদোয়ান মাসুদ

21/12/2024

মানুষের শারীরের কোন স্থানে মন কোথায় অবস্থিত?
বাংলা সিনেমায় দেখা যায় মন নিয়ে প্রচুর গান রয়েছে সেখানে তারা মনকে হার্ট থেকে বের করে দেখাচ্ছে আসলেই কি মন হার্টে থাকে. ?

মন:
"মন" সংজ্ঞায়িত করা একটি কঠিন শব্দ, তবে এটি সাধারণত একজন ব্যক্তির চিন্তাভাবনা এবং আত্ম-সচেতনতার অনুভূতি বোঝায়। এটি স্মৃতি, যুক্তি, আবেগ ইত্যাদির মতো বিভিন্ন দিক নিয়ে গঠিত বলে মনে করা হয়।
সুতরাং মন মানুষের হার্টে থাকেনা মস্তিষ্কে থাকে।

21/12/2024

মনের উপর কারও হাত নেই। মনের উপর জোর খাটানোর চেষ্টা করা বৃথা। –ম্যাকডোনাল্ড

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when TUNGS SOCIAl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TUNGS SOCIAl:

Share