12/05/2025
এই দিনে তুমিও নতুন জীবন শুরু করেছিলে। সংসার জীবনের ব্যস্ততায় আজ আমরা সবাই মহাব্যস্ত। হারানোর বেদনা অনেক কঠিন, তবুও সবই স্মৃতি হয়ে থেকে যায়।
"এই দিনটি শুধু আমার ভাই নয়, আমার সবচেয়ে কাছের বন্ধুর জীবনের সূচনা। জীবনের প্রতিটি পথচলা হোক ভালোবাসায় পূর্ণ, আস্থা আর আনন্দে ভরপুর। তোমার জীবনের প্রতিটি দিন হোক স্বপ্নের মতো সুন্দর।"