18/07/2023
"অপরিচিতা"
#ছোট গল্প
#কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
#পর্বঃ ২
কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন, আমি সৎ পাত্র। তামাকটুকু পর্যন্ত খাই না। ভালো মানুষ হওয়ার কোন ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালোমানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে —
বস্তুত, না-মানিবার ক্ষমতা আমার নাই। অন্তঃপুরের শাসনে চলিবার মত করিয়াই আমি প্রস্তুত হইয়াছি , যদি কোন কন্যা স্বয়ংবরা হন তব এই সুলক্ষণটি স্বরণ রাখিবেন।
অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল। কিন্তু মামা ,যিনি পৃথিবীতে আমার ভাগ্যদেবতার প্রধান এজেন্ট, বিবাহ সমন্ধে তাঁর একটা বিশষ মত ছিল। ধনী কন্যা তাঁর পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেড করিয়া আসিবে এই তিনি চান না। অথচ টাকার প্রতি আসক্তি তাঁর অস্থিমজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যার টাকা নাই অথচ তিনি টাকা দিতে কসুর করিবেন না। যাহাকে শোষণ করা চলিবে অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাঁধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না।
আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিত কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, “ওহে মেয়ে যদি বল একটা
খাসা মেয়ে আছে ।”
কিছুদিন পূর্বেই এম. এ. পাস করিয়াছি । সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধূ ধূ করিতেছে-
পরীক্ষা নাই,উমেদারি নাই,চাকরি নাই; নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই ইচ্ছাও নাই — থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা।
এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীরুপের মরীচিকা দেখিতেছিল— আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিশ্বাস,
তরুমর্মরে তাহার গোপন কথা।
এমন সময় হরিশ আসিয়া বলিল “মেয়ে যদি বল তবে—” । আমার শরীর-
মন বসন্তবাতাসে বকুলবনে নবপল্লবরাশির মতো কাঁপিতে কাঁপিতে............