31/01/2025
আপনি সম্প্রীতির কথা বলেন, আমি বম জাতির কথা বলি। আপনারা জুলাই অভ্যুত্থানের শহীদের কথা সগর্বে বলেন, আমি পাহাড়ের গণহত্যার ব্যাথা বুকে ধারণ করি। আপনারা বলছেন দেশ স্বাধীন হয়েছে, আমি অনুরোধ করেছি পাহাড়ের দিকে একবার তাকাতে। আপনারা পাহাড়ের তাকালেন ।
পাহাড়ের সৌন্দর্য নজর কারলো নজর পরলো না আমার বম সম্প্রদায়ের উপর, সন্তান কোলে নিয়ে লজ্জিত মায়ের মুখ আপনারা দেখলেন না। খোঁজ নিয়ে ও দেখলেন না সুনাম ধন্য নটরডেম কলেজে পড়ুয়া ছেলেটার কথা।
আমি বললাম পাহাড়ের অভ্যন্তরে অহেতুক সেনা শাসনের কথা, আপনারা এক কথায় শেষ করে দিলেন, তারা দেশপ্রেমিক দেশের গর্ব।
সেদিন আমার পাহাড়ের মানুষ জানলো, দেশ প্রেমিকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় না।
আপনারা শীতের বস্ত্র দিলেন, গরীবদের নতুন দালানের ব্যবস্থা করলেন, বৃদ্ধদের ভাটা, উপবৃত্তি, ত্রাণ বিতরণ ইত্যাদি দিয়ে আমাদের মন জয় করে নিলেন।
নিজেদের মধ্যে তর্ক করে আমরা আপনাদের হয়ে রাজপথে নামলাম, স্লোগানে দিয়ে দিলেন," তুমি কে আমি কে বাঙালি বাঙালি" ।
আমার ভাইয়েরা সেদিন যুক্তি উপস্থাপন করলো সংখ্যার দিক দিয়ে।
পাহাড় আপনাদের কাছে কাশ্মীর হয়ে উঠলো, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিলেন,আর আমরা? আমার বম সম্প্রদায়ের নিরীহ মানুষরা?
পাহাড়িদের উগ্রবাদী, সন্ত্রাসী বলতে বলতে পাহাড় ঘুরে আসছে, নতুন নতুন সেটেলার পূণর্বাসন করাচ্ছেন।
যেদিন এই "আমি "শব্দ টা সাধারণ থেকে অসাধারণ এক গেরিলা শব্দে রুপান্তরিত হবে সেদিন আপনাদের দেওয়া সন্ত্রাসী ট্যাগ বাস্তবায়ন করবো।
এটা ক্ষোভ না অভিযোগ । আপনি আমার কথা শুনতে সেদিন বাধ্য হবেন। এক করে গণহত্যা অত্যাচারের সব বিচার এই দেশ মাতাকে করতে হবে। পাঁচ কেজি চালের যুগ শেষ আমাদের বর্তমানে যে যুগ তা অদৃশ্য ও বটে।
আমি সেদিন পর্যন্ত বেঁচে থাকবো।
Copy