Emrist Bm

Emrist Bm আমার যা ভালো লাগে তা পোস্ট করি 🙂

এই নিষ্পাপ শিশুর অপরাধ কি❓আজকে কোথায় তোমাদের আইন কোথায় বিচার ব্যবস্হা❓ক্ষমতার কাছে হেরে যায় বার বার জীবন মানবতা।এই মৃত্য...
18/08/2025

এই নিষ্পাপ শিশুর অপরাধ কি❓আজকে কোথায় তোমাদের আইন কোথায় বিচার ব্যবস্হা❓ক্ষমতার কাছে হেরে যায় বার বার জীবন মানবতা।এই মৃত্যুপুরি এই খুনীর উপত্যাকা আমাদের নয়।

আমরা সুন্দর আইন শাসিত বহুত্ববাদী রাষ্ট্র চাই।মানুষের অধিকার চাই।প্রতিটি টি শস্য থেকে ধুলিকনা সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব।সে দায়িত্ব পালনে আজ রাষ্ট্র ব্যর্থ।তোমরা অবলোকন করুন।সত্যর চক্ষু দিয়ে বিচার করুন।

জানি তবু আপনারা চুপ থাকবেন।কারন এই বম শিশুটি বাঙ্গালী নন,ইসলাম নন।হ্যা,এটাই বাংলাদেশ।
(সংগৃহীত)

নিরীহ বমদের বিনা ওয়ারেন্টে গ্রেফতারের দায় যেমন শেখ হাসিনার, ঠিক তেমনি কারাগারের ভিতরে চিকিৎসার অভাবে মৃত্যুর দায়ও এই অন্...
03/08/2025

নিরীহ বমদের বিনা ওয়ারেন্টে গ্রেফতারের দায় যেমন শেখ হাসিনার, ঠিক তেমনি কারাগারের ভিতরে চিকিৎসার অভাবে মৃত্যুর দায়ও এই অন্তর্বতীকালীন সরকারকে নিতেই হবে।

দণ্ডপ্রাপ্ত দাগী আসামীরা মুক্তি পায়বিনা বিচারে বম-রা কেন জেলখানা থেকে কবরে যায়?দ্রোহ যাত্রা, ২০২৫ছবি: সংগৃহীত
02/08/2025

দণ্ডপ্রাপ্ত দাগী আসামীরা মুক্তি পায়
বিনা বিচারে বম-রা কেন জেলখানা থেকে কবরে যায়?

দ্রোহ যাত্রা, ২০২৫
ছবি: সংগৃহীত

আমি কল্পনাতে তোমায় নিয়ে সুখী🤍
14/02/2025

আমি কল্পনাতে তোমায় নিয়ে সুখী🤍

আপনি সম্প্রীতির কথা বলেন, আমি বম জাতির কথা বলি। আপনারা জুলাই অভ্যুত্থানের শহীদের কথা সগর্বে বলেন, আমি পাহাড়ের গণহত্যার ...
31/01/2025

আপনি সম্প্রীতির কথা বলেন, আমি বম জাতির কথা বলি। আপনারা জুলাই অভ্যুত্থানের শহীদের কথা সগর্বে বলেন, আমি পাহাড়ের গণহত্যার ব্যাথা বুকে ধারণ করি। আপনারা বলছেন দেশ স্বাধীন হয়েছে, আমি অনুরোধ করেছি পাহাড়ের দিকে একবার তাকাতে। আপনারা পাহাড়ের তাকালেন ।
পাহাড়ের সৌন্দর্য নজর কারলো নজর পরলো না আমার বম সম্প্রদায়ের উপর, সন্তান কোলে নিয়ে লজ্জিত মায়ের মুখ আপনারা দেখলেন না। খোঁজ নিয়ে ও দেখলেন না সুনাম ধন্য নটরডেম কলেজে পড়ুয়া ছেলেটার কথা।
আমি বললাম পাহাড়ের অভ্যন্তরে অহেতুক সেনা শাসনের কথা, আপনারা এক কথায় শেষ করে দিলেন, তারা দেশপ্রেমিক দেশের গর্ব।
সেদিন আমার পাহাড়ের মানুষ জানলো, দেশ প্রেমিকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় না।
আপনারা শীতের বস্ত্র দিলেন, গরীবদের নতুন দালানের ব্যবস্থা করলেন, বৃদ্ধদের ভাটা, উপবৃত্তি, ত্রাণ বিতরণ ইত্যাদি দিয়ে আমাদের মন জয় করে নিলেন।
নিজেদের মধ্যে তর্ক করে আমরা আপনাদের হয়ে রাজপথে নামলাম, স্লোগানে দিয়ে দিলেন," তুমি কে আমি কে বাঙালি বাঙালি" ।
আমার ভাইয়েরা সেদিন যুক্তি উপস্থাপন করলো সংখ্যার দিক দিয়ে।
পাহাড় আপনাদের কাছে কাশ্মীর হয়ে উঠলো, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিলেন,আর আমরা? আমার বম সম্প্রদায়ের নিরীহ মানুষরা?
পাহাড়িদের উগ্রবাদী, সন্ত্রাসী বলতে বলতে পাহাড় ঘুরে আসছে, নতুন নতুন সেটেলার পূণর্বাসন করাচ্ছেন।
যেদিন এই "আমি "শব্দ টা সাধারণ থেকে অসাধারণ এক গেরিলা শব্দে রুপান্তরিত হবে সেদিন আপনাদের দেওয়া সন্ত্রাসী ট্যাগ বাস্তবায়ন করবো।
এটা ক্ষোভ না অভিযোগ । আপনি আমার কথা শুনতে সেদিন বাধ্য হবেন। এক করে গণহত্যা অত্যাচারের সব বিচার এই দেশ মাতাকে করতে হবে। পাঁচ কেজি চালের যুগ শেষ আমাদের বর্তমানে যে যুগ তা অদৃশ্য ও বটে।
আমি সেদিন পর্যন্ত বেঁচে থাকবো।
Copy

ভালোবাসা কেউ চেয়েও পায় নাআবার কেউ পেয়েও মূল্যায়ন করতে জানে না
13/01/2025

ভালোবাসা কেউ চেয়েও পায় না
আবার কেউ পেয়েও মূল্যায়ন করতে জানে না

02/11/2024

Lip kiss অথ থুথু ভাগাভাগি করে খাওয়া। ধন্যবাদ 😜

10/10/2024

বেকার ছেলেরা একসময় ঠিকই প্রতিষ্ঠিত হয়। কিন্তু তাদের মনে থাকে ঐ সময় তাদেরকে কে অবহেলা আর অপমান করেছিল।

08/10/2024

অনেকে ভাবে আমি চুপচাপ, কথা খরচে বড্ড হিসেবী!আবার অনেকে বলে বাব্বাহ্ তুমি এত্ত বকবক করতে জানো! আসলে আমাদের মতো মানুষেরা চুপচাপ থাকবো নাকি বকবক করবো এটা সম্পূর্ণ নির্ভর করে অপাশের মানুষটার কে এবং কেমন তার উপর।

আমরা তাদের সাথেই জমিয়ে গল্প করতে স্বস্তি বোধ করি যাদের সাথে আমাদের মন-মানসিকতা"টা মিলে যায়। জীবনে বন্ধু সংখ্যার পরিমাণ খুব বেশি লাগে না সেইম মেন্টালিটির কয়েকজন থাকলেই নিজেকে মিষ্টি সুখী ভাবা যায়।

~ কাজী সুমাইয়া আপু🌸

গাড়ি ভাড়া না দেয়ার ধান্ধা😃😄
02/10/2024

গাড়ি ভাড়া না দেয়ার ধান্ধা😃😄

আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন।🐱
02/10/2024

আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন।🐱

27/09/2024

- Happy National Crush Day."😀💞

Address

Gazipur

Telephone

+8801881592023

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emrist Bm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share