Sunrise BD

Sunrise BD News video

08/04/2025

মানিয়ে নেওয়ার নামই জীবন

05/03/2025

নতুনদের নিয়ে ১০০০ জনের একটা গ্রুপ খোলা হবে।সবাই সবাইকে ফলো করবে,সবাই এক্টিভ ফলোয়ার পাবে। ফলোয়ার বাড়াতে চাইলে কমেন্টস করুন গ্রুপে এড দেয়া হবে 💓

04/03/2025

১। ঘর ঝাড়ু দিতে হলেও এতো ভালো করে ঝাড়ু দিবে যাতে তোমার চেয়ে ঐ কাজ ভালো কেউ করতে না পারে।

২। নিজের জীবনটা এমনভাবে গড় যাতে তুমি ইতিহাস গড়তে পারো। ইতিহাস পড়া আর গড়া এক না।

৩। জীবনে ডিসিপ্লিনের চেয়ে বড় আর কিছু নাই। ডিসিপ্লিনের বাইরে গেলেই জীবন যুদ্ধ ও জীবন যাত্রা থেকে ছিটকে পড়ে যেতে হবে।

৪। আর ১০ জনের মতো হতে যেও না, নিজের মতো থেকো, অনুসরণ করো, অনুকরণ করো না।

৫। কথা কম বলো, কম লিখে সব কিছু বুঝানোর চেষ্টা করো। কোটি টাকার প্রস্তাবনাও ১ পেজে লিখো, বুলেট করে লিখো। কারো সময় নাই, দুই পেজ পড়ার।

৬। প্রত্যেকদিন পড়াশুনা করবে, নিজের ক্ষেত্রে নতুন কিছু শিখবে। নিজের সাথে কম্পিটিশন করবে।

৭। চাকরি করা মানেই দাসত্ব না, চাকরি তোমার নিজের সাথে প্রতিষ্ঠানের একটা ডিল। তুমি চুক্তিমতো কাজ করবে, নিজের সেরাটা দিবে। কেউ তোমাকে মনিটর করবে না, ফাঁকি দিলে নিজেই ঠকবে।

৮। চাকরি করবো না, চাকরি দিবো, বিষয়টা অহংকারের নয়, কারণ চাকরি যেমন দিতে পারতে হবে, তেমনি ভালোভাবে চাকরি করতেও পারতে হবে। এগুলো নিয়ে উদ্ধত কথা বলে কেউ সফল হতে পারে না। পরস্পর পরস্পরকে সম্মান করতে হবে।

৯। বিনয় মানুষকে বড় করে, অহংকার ছোট করে। সব সময় মাটির দিকে তাকিয়ে হাঁটবে।

১০। লিখুন, ছোট বড় প্রতিটা জিনিস লিখুন, এতে অনেক কাজ যথাসময়ে করতে পারবেন।

রমাদান পরিকল্পনা 💓
02/03/2025

রমাদান পরিকল্পনা 💓

20/02/2025
The Power of Stepping Away:✳️✳️✳️ সবসময় কেবল সামনে এগিয়ে যাওয়াই সাহস ও বুদ্ধিমত্তা নয়। কখনও কখনও পরিস্থিতি বিবেচনায়...
29/11/2024

The Power of Stepping Away:
✳️✳️✳️ সবসময় কেবল সামনে এগিয়ে যাওয়াই সাহস ও বুদ্ধিমত্তা নয়। কখনও কখনও পরিস্থিতি বিবেচনায় দুকদম পিছিয়ে আসতে জানলে অথবা অপ্রত্যাশিত অবস্থান থেকে নিজেকে সরিয়ে নিতে পারলে নিজের জন্যেও ভালো, দশের জন্যেও ভালো 👇

Address

Dhaka
Gazipur
017

Telephone

+8801776584793

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunrise BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sunrise BD:

Share