Beetech member

Beetech member কেউ ইনভেস্ট ছাড়া অনলাইন বা অফ-লাইনে কাজ করতে চাইলে ইনবক্সে আসুন �

22/09/2025
22/09/2025

১. বিটেক এর মাধ্যমে অতিরিক্ত কাস্টমার পাচ্ছেন!

👉 একজন দোকানদারের প্রধান চাহিদাই হলো বেশি সংখ্যক ক্রেতা। বিটেক সিস্টেমে দোকানদার নতুন গ্রাহক পাওয়ার পাশাপাশি পুরনো গ্রাহককেও ধরে রাখতে পারবেন। কারণ, কাস্টমাররা জানে এখানে কেনাকাটা করলে তারা শুধু পণ্যই পায় না, বরং পয়েন্ট ও সুবিধাও পায়। এর ফলে দোকানে ক্রেতার সংখ্যা বাড়ে।

২. দোকানে নিয়মিত কাস্টমারের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আপনার দোকান থেকে যত কাস্টমার নিবন্ধন করা হবে তারা সকলেই আপনার টিম হবে।

👉 প্রতিটি রেজিস্টার্ড গ্রাহক শুধু একজন ক্রেতা নয়, বরং তিনি আপনার ব্যবসার অংশীদার হয়ে যান। তারা অন্য দোকানে বা অন্য শহরে যেখানে-ই কেনাকাটা করুক না কেন, আপনার টিম হিসেবে থেকে যাবেন। ফলে তাদের প্রতিটি কেনাকাটা থেকেও আপনি ইনকাম পাবেন। অর্থাৎ গ্রাহক একবার নিবন্ধিত হলে তিনি আজীবনের সম্পদ।

৩. প্রতি ১০০০ টাকা ট্রানজেকশনে ৮.৩৩ টাকা পাবেন।

👉 দোকানদার শুধু নিজের দোকানের বিক্রয় থেকেই লাভবান হবেন না, বরং বিটেক সিস্টেমের মাধ্যমে তিনি অতিরিক্ত একটি ইনকাম তৈরি করবেন। অর্থাৎ, প্রতি ১০০০ টাকার লেনদেনে নিশ্চিতভাবে ৮.৩৩ টাকা কমিশন যোগ হবে।

৪. আপনার দোকানের পাইকারি কেনাকাটার মাধ্যমেও পয়েন্ট সংগ্রহ করতে পারবেন।

👉 সাধারণত দোকানদাররা পাইকারি বাজার থেকে পণ্য কিনে আনেন। এখন সেই কেনাকাটাও আপনার জন্য আয়ের একটি উৎস। মানে, আগে যেখানে শুধু খরচ হতো, এখন সেখান থেকে পয়েন্ট জমানো যাবে। সেই পয়েন্ট আবার আয়ের অংশে রূপান্তরিত হবে।

৫. একজন দোকানদার টিম তৈরির মাধ্যমে রয়েলিটি ইনকামে আসতে পারবে।

👉 এটি সবচেয়ে বড় সুবিধা। শুধুমাত্র নিজের দোকানের বিক্রয় নয়, বরং টিমের মাধ্যমে একটি স্থায়ী বা "রয়েলটি" ইনকাম তৈরি করা সম্ভব। অর্থাৎ আপনি যদি একবার টিম তৈরি করতে পারেন, সেটি থেকে মাসের পর মাস, বছরের পর বছর আয় আসতে থাকবে—even যদি আপনি সক্রিয়ভাবে কাজ না-ও করেন।

৬. প্রথমে আপনাকে বিটেকে কেনাকাটার মাধ্যমে ক্লাব মেম্বার হতে হবে।

👉 সবকিছুর শুরু এখানেই। দোকানদারকে আগে নিজের জন্য মেম্বারশিপ নিতে হবে। এটি একটি পরিচয়পত্রের মতো কাজ করে যা প্রমাণ করে আপনি বিটেক সিস্টেমের অংশ। এই সদস্যপদ ছাড়া আপনি টিম গড়তে বা আয় করতে পারবেন না।

৭. আপনার দোকান থেকে যত কাস্টমার রেজিস্ট্রেশন করিয়েছেন তারা যখন ২০.০০০ পয়েন্টের কেনাকাটা করবে তখন আপনি পাবেন কোম্পানি থেকে ডেজিগনেশন।

👉 এখানে একটি বড় মাইলস্টোন আছে। আপনার টিমের সব ক্রেতা মিলে যদি ২০,০০০ পয়েন্টের কেনাকাটা করে, তখন কোম্পানি আপনাকে বিশেষ স্বীকৃতি দেবে। এটাকে ডেজিগনেশন বা পদবী বলা হয়। এটি শুধু সম্মানই নয়, বরং আপনার আজীবনের আয়ের দরজা।

৮. আপনি হবেন জুনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ, তখন থেকে পাবেন কোম্পানির লাভের ৩৫% অংশ আজীবন।

👉 এটি একটি লাইফটাইম সুযোগ। কোম্পানির মোট লাভের একটি বড় অংশ সরাসরি ভাগ হবে আপনার সঙ্গে। আর এটি একবার পাওয়ার পর আজীবন চালু থাকবে। অর্থাৎ, আপনি ব্যবসায় যত পুরোনো হবেন, আয় ততই শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।

৯. দেশের বড় বড় সুপার মার্কেটগুলোর মত আপনার দোকানের একটি ডিজিটাল প্রোফাইল হবে! যেমন: স্বপ্ন, মিনা বাজার, আগোরা, আড়ং ইত্যাদি

👉 আপনিও আপনার কাস্টমারদের পয়েন্ট দিতে পারছেন ঠিক সুপারমার্কেট গুলো যেভাবে দেয়- তাদের পয়েন্টগুলোর চাইতে আপনার দেওয়া পয়েন্টগুলো বেশি মূল্যবান- এটি একজন বিটেক কাস্টমার বোঝেন!

✅ সব মিলিয়ে একজন দোকানদার শুধু বিক্রেতা থাকেন না, বরং তিনি হয়ে যান একজন উদ্যোক্তা। বিটেক তাকে দেয়—

নতুন গ্রাহক!

বেশি সংখ্যক কাস্টমার!

বাড়তি ইনকাম!

পাইকারি কেনাকাটার মাধ্যমেও পয়েন্ট অর্জন!

টিম তৈরির মাধ্যমে রয়েলিটি আয়, আজীবন!

এবং কোম্পানির লাভের অংশীদারিত্ব, পদবি অনুযায়ী!

সাধারণ কাস্টমার এর চাইতে একজন দোকানদারের কয়েক গুণ বেশি লাভ - তাহলে আর কিসের ভাবনা! নিজের দোকানটি এখনই বানিয়ে ফেলুন বিটেক আউটলেট....!

Visit: www.beetc24.com

-BeeTech Communication OPC

22/09/2025

আসসালামু আলাইকুম....

আমি কি পারবো? যদি না পারি – এমন চিন্তা ভাবনা নিয়ে কখনো ব্যবসা বা কোন কাজ শুরু করবেন না।
আপনি যদি জীবনে কিছু করতে চান, এগিয়ে যেতে চান, সফল হতে চান, পরিবার ও সমাজের জন্য কিছু করতে চান তবে জীবন থেকে “যদি” “কিন্তু” – এই শব্দ গুলো ডিলিট করে দিতে হবেই।
যদি না পারি – এটা দুর্বলদের কথা, ফাঁকিবাজদের কথা, যাদের নিজের প্রতি আত্মবিশ্বাস নেই, তাঁরা এসব ভাবতে পারে। এটা একটা অজুহাত। আরেকজন পারলে আপনি কেন পারবেন না?
কোন কিছু ভালো না লাগলে, করবেন না কিন্তু যা ভালো লাগে, যা পেতে চান, যা হতে চান – তাঁর জন্য সব কিছু করার প্রস্তুতি নিয়ে নিজেকে উজার করে ঢেলে দিতে হবে, পরিশ্রম করে যেতে হবে এবং লেগে থাকতে হবে।
আমি পারবো এবং আমাকে পারতেই হবে – যত কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হবে, আমি প্রস্তুত।
এই ইতিবাচক ও দৃঢ় মানসিকতা আপনাকে লক্ষ্যে পৌঁছাবেই ইনশাআল্লাহ।
আসুন আমরা সবাই নিজকে বিটেক কমিউনিকেশনের সাথে যোক্ত রাখি জীবন কে পরিবর্তন করি ইনশাআল্লাহ।
বিস্তারিত জানতে ০১৯৪৯৯৯৬১০২

09/09/2025
09/09/2025
16/05/2025

16/05/2025

16/05/2025

Address

Gazipur
2004

Alerts

Be the first to know and let us send you an email when Beetech member posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beetech member:

Share