27/10/2025
#কপি-পোস্ট মাদানী হুজুর থেকে ❤️
আমি এখনো মনে প্রানে বিশ্বাস করতে চাই জামাতে ইসলামের সাথে বেশ কিছু লেখা পড়া করা সচেতন আলেম ওলামা সাংগঠনিক ভাবে জড়িত আছেন ।
যারা তাদের ইলমের আমানত রক্ষা করে নিজেদের দল এবং দলের বাহিরের সকলের দ্বীন এবং ইমান হেফাজত জন্য কাজ করবেন (ইনশাআল্লাহ)
সম্প্রতি তাদের এই ইলমের আমানত রক্ষার বিষয়ে আমি বেশ সন্দিহান ।
কারন হলো, আমরা লক্ষ করছি,তাদের সংগঠনের কোন সাধারণ কর্মি কিংবা দায়িত্বশীল কেউ যদি ইসলামী নীতি বহির্ভূত কোন কাজ করেন,
কিংবা তাদের কোন আলেম যদি দ্বীনি বিষয়ে ইচ্ছে কিংবা অনিচ্ছায় কোন ভুল করে ফেলেন,তাহলে সে বিষয়ে তারা রহস্যজনক ভাবে চুপ থাকেন ।
কোন কোন ক্ষেত্রে আরেকটু এ্যাডভান্স হয়ে সেই ভুলগুলো কে সঠিক প্রমানের জন্য মরিয়া হয়ে উঠেন । পক্ষান্তরে কেউ যদি তাদের দল কিংবা দলের নেতাকর্মীদের সার্থ বিরোধী কোন কাজ করেন সেটা যতই যৌক্তিক কিংবা প্রয়োজনীয় হোক না কেন তার বিরুদ্ধে তাঁরা কঠিন ভাবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েন ।
এটা কি ইলমের সাথে খেয়ানত নয় ?
তাহলে কি আমরা বলবো তাদের পড়াশোনা, গবেষণা, সবকিছু দল এবং দলের স্বার্থ রক্ষার জন্যই?
ইসলামের স্বার্থে তাদের কোন ভূমিকা থাকতে নেই ?
ভিন্ন ঘরানার কেউ কোন শরঈ বিষয়ে তাদেরকে সতর্ক করলে কিংবা কলম ধরলে তাকে বিভিন্ন ট্যগ দিয়ে দমানোর প্রচেষ্টা করা, তার মসজিদের মিম্বার দখল নিয়ে নিজের মত করে খতিব নেওয়ার চিন্তা ভাবনা করা, দলিয় লোক লাগিয়ে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা চালানো ইত্যাদি ।
তাহলে তাদের সাথে এবং যারা সেকুলার রাজনীতি করে তাদের সাথে পার্থক্য থাকলো কোথায়?
বর্তমান চলমান প্রেক্ষাপটে আমার কথাগুলো ইনসাফের সাথে বিবেচনা করার অনুরোধ করছি ।
বিশেষ দ্রষ্টব্যঃ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম কায়েম করার জন্য সকলকেই আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ কুরবানীর নজরানা পেশ করতে হবে ।
আল্লাহ তায়ালা আমাদেরকে তার পথে কবুল করুন ।