HM Media 30

HM Media 30 হক্কানী আলেম ওলামাদের।
সকল ধরনের আপডেট গুলো সবার আগে পেতে। আমাদের এই পেইজের সঙ্গে থাকুন।
ধন্যবাদ ❤️

🥰 Abdur Rahim Al Madani fans lover❤️
(3)

 #কপি-পোস্ট মাদানী হুজুর থেকে ❤️আমি এখনো মনে প্রানে বিশ্বাস করতে চাই জামাতে ইসলামের সাথে বেশ কিছু লেখা পড়া করা সচেতন আলে...
27/10/2025

#কপি-পোস্ট মাদানী হুজুর থেকে ❤️
আমি এখনো মনে প্রানে বিশ্বাস করতে চাই জামাতে ইসলামের সাথে বেশ কিছু লেখা পড়া করা সচেতন আলেম ওলামা সাংগঠনিক ভাবে জড়িত আছেন ।

যারা তাদের ইলমের আমানত রক্ষা করে নিজেদের দল এবং দলের বাহিরের সকলের দ্বীন এবং ইমান হেফাজত জন‍্য কাজ করবেন (ইনশাআল্লাহ)

সম্প্রতি তাদের এই ইলমের আমানত রক্ষার বিষয়ে আমি বেশ সন্দিহান ।

কারন হলো, আমরা লক্ষ করছি,তাদের সংগঠনের কোন সাধারণ কর্মি কিংবা দায়িত্বশীল কেউ যদি ইসলামী নীতি বহির্ভূত কোন কাজ করেন,

কিংবা তাদের কোন আলেম যদি দ্বীনি বিষয়ে ইচ্ছে কিংবা অনিচ্ছায় কোন ভুল করে ফেলেন,তাহলে সে বিষয়ে তারা রহস‍্যজনক ভাবে চুপ থাকেন ।

কোন কোন ক্ষেত্রে আরেকটু এ‍্যাডভান্স হয়ে সেই ভুলগুলো কে সঠিক প্রমানের জন্য মরিয়া হয়ে উঠেন । পক্ষান্তরে কেউ যদি তাদের দল কিংবা দলের নেতাকর্মীদের সার্থ বিরোধী কোন কাজ করেন সেটা যতই যৌক্তিক কিংবা প্রয়োজনীয় হোক না কেন তার বিরুদ্ধে তাঁরা কঠিন ভাবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েন ।

এটা কি ইলমের সাথে খেয়ানত নয় ?

তাহলে কি আমরা বলবো তাদের পড়াশোনা, গবেষণা, সবকিছু দল এবং দলের স্বার্থ রক্ষার জন্যই?

ইসলামের স্বার্থে তাদের কোন ভূমিকা থাকতে নেই ?

ভিন্ন ঘরানার কেউ কোন শরঈ বিষয়ে তাদেরকে সতর্ক করলে কিংবা কলম ধরলে তাকে বিভিন্ন ট‍্যগ দিয়ে দমানোর প্রচেষ্টা করা, তার মসজিদের মিম্বার দখল নিয়ে নিজের মত করে খতিব নেওয়ার চিন্তা ভাবনা করা, দলিয় লোক লাগিয়ে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা চালানো ইত্যাদি ।

তাহলে তাদের সাথে এবং যারা সেকুলার রাজনীতি করে তাদের সাথে পার্থক্য থাকলো কোথায়?

বর্তমান চলমান প্রেক্ষাপটে আমার কথাগুলো ইনসাফের সাথে বিবেচনা করার অনুরোধ করছি ।

বিশেষ দ্রষ্টব্যঃ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম কায়েম করার জন্য সকলকেই আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ কুরবানীর নজরানা পেশ করতে হবে ।

আল্লাহ তায়ালা আমাদেরকে তার পথে কবুল করুন ।

27/10/2025

হাসিনার আমলে যে কারণে ৬ টি মামলার আসামী ছিলাম
🎤আব্দুর রহীম আল মাদানী হাফি
👇
Abdul Hakim Al Sadi
fans

25/10/2025

টঙ্গীর খতিবকে গু*ম করায় ই*স*ক*নের বি*রু*দ্ধে। অ*গ্নি*ঝরা বয়ান দিলেন।
আব্দুর রহীম আল মাদানী হাফি
👇
Abdul Hakim Al Sadi
fans

23/10/2025

গাজীপুর মাদরাসার ছাত্রীর ধ/র্ষ/ন মামলা নিয়ে পুলিশের নয় ছয় যা বললেন।
🎤আব্দুর রহীম আল মাদানী হাফি
👇
Abdul Hakim Al Sadi
fans

আজ ২২ অক্টোবর ২০২৫ রোজ বুধবার । আজকের মাহফিল গাজীপুর, কোনাবাড়ী, আমবাগ । আলোচনার সময় রাত ১০/৩০ মিনিট (ইনশাআল্লাহ)
22/10/2025

আজ ২২ অক্টোবর ২০২৫ রোজ বুধবার । আজকের মাহফিল গাজীপুর, কোনাবাড়ী, আমবাগ । আলোচনার সময় রাত ১০/৩০ মিনিট (ইনশাআল্লাহ)

21/10/2025

🔴 Live সরাসরি বয়ান করছেন
🎤 আব্দুর রহীম আল মাদানী হাফি
👇
Abdul Hakim Al Sadi
fans

জামায়াতের একটি উসূল বা মূলনীতি হলো–তাদের বিরোধীতা যারা করে, সে যদি আলেম না হয়, তাহলে তাকে বানিয়ে দেয় ‘না*স্তিক’। আর কোনো...
20/10/2025

জামায়াতের একটি উসূল বা মূলনীতি হলো–তাদের বিরোধীতা যারা করে, সে যদি আলেম না হয়, তাহলে তাকে বানিয়ে দেয় ‘না*স্তিক’। আর কোনো আলেম বিরোধীতা করে, তাহলে তাকে বানিয়ে দেয় ‘আওয়ামীলীগের দালাল’। এই চরিত্রটা জামায়াতের অনেক পুরান। গত সরকারের আমলে আমি দুইবার গ্রেফতার হয়েছি। এরপরও গাজীপুরের জামাতীরা আমাকেও দালাল বানাতে চায়😜।
সম্প্রতি মাওলানা আব্দুর রহীম আল মাদানী হাফি এখন জামায়াতীরা আওয়ামীলীগ বানাতে মরিয়া হয়ে উঠেছে। অথচ এই জামায়াতীরাই কিছুদিন আগ পর্যন্ত মাদানী ভাইকে ‘মুজাহিদ বক্তা’ হিশাবে রায় দিতো। যখনই মাদানী ভাই রোজা-পূজার প্রতিবাদ করলেন, পূজায় অর্থায়ন করায় জামায়াতের বিরোধিতা করলেন, আমির হামজার কুরআন অপব্যখ্যার ব্যাপারে গর্জে উঠলেন, তখনই হয়ে গেলেন, তিনি আওয়ামী দালাল!

যুক্তি হিশাবে পেশ করা হচ্ছে–সাবেক মেয়র জাহাঙ্গীরের সাথে তার সখ্যতা ছিলো। হ্যাঁ, ছিলো। আমিও জানি। কিন্তু আমাদের গাজীপুরের অসংখ্য জামায়াতীদের মেয়র জাহাঙ্গীর কদম চাটার প্রমাণ আমার হাতেও রয়েছে। মেয়র জাহাঙ্গীরের নেতৃত্বে জামায়াতেরও অসংখ্য নেতা-কর্মী বঙ্গবন্ধুর মাজার যিয়ারাতের ছবিও আমার হাতে রয়েছে। তাহলে তারাও আওমীলীগের দালাল? আসল কথা হলো–আজ মাদানী হাফ যদি জামায়াতের সব ভুল মেনে, তাদের পক্ষে সাফাই গাইতেন, তবে তিনি তাদের কাছে হয়ে যেতেন ‘মুজাহিদে মিল্লাত’। কিন্তু, সত্যেন্বষী আলেমরা কখনই জামায়াতের পক্ষে থাকতে পারে না।

কোনো একজন লোক আলেমদের গুরুত্ব দিলে, তার সাথে সখ্যতা রাখলেই যদি সে তাদের দালাল হয়ে যায়, তাহলে আমির হামজা যে সেদিন বললো, ‘আমেরিকা জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় ৫ টি কারণে।’ তাহলে আমরাও ধরে নিলাম–জামায়াত আমেরিকার দালাল।

20/10/2025

মায়াবী কন্ঠের মায়ের ওয়াজ।

মুফতি সাইফুল্লাহ শামসী
01856098171

ইমাম মদিনা মুনাওয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ রাজেন্দ্রপুর চৌরাস্তা গাজীপুর।
মহাসচিব আর-রহমান আশ-শামস মাজলিসুল ওয়ায়েজীন বাংলাদেশ।
সাধারণ সম্পাদক- উলামা ঐক্য পরিষদ ২২ নং ওয়ার্ড গাজীপুর।

19/10/2025

গাজীপুরে মাদ্রাসা ছাত্রীকে টানা ৩দিন ধ/র্ষ/ণ।
🎤 আব্দুর রহীম আল মাদানী হাফি

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when HM Media 30 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share