05/08/2024
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডঃ সালেহ উদ্দিন আহমেদকে প্রধান করে ১৮ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন সরকার গঠন।
১৮ সদস্য বিশিষ্ট সরকার পরিচালনায় যারা নিযুক্ত হয়েছেন তাহারা হলেন,
১। ডঃ সালেহ উদ্দিন আহমেদ সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক ।
২। লেঃ জেনারেল ( অবঃ ) জাহাঙ্গীর আলম চৌধুরী ( সাবেক মহাপরিচালক বিজিবি )।
৩। ডঃ মঞ্জুর আহমেদ চৌধুরী ( সাবেক চেয়ারম্যান জাতীয় নদী সংরক্ষণ কমিশন ) ।
৪। প্রফেসর একরামুল হক ( ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ার ) বুয়েট ।
৫। ডঃ মাহফুজুল হক ( সাবেক সচিব, বন ও পরিবেশ মন্ত্রণালয় ) ।
৬। ব্যারিস্টার সারাহ হোসাইন, সাবেক পরিচালক, লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ( BLAST )।
৭। মোঃ তৌহিদ হোসাইন, সাবেক পররাষ্ট্র সচিব,পররাষ্ট্র মন্ত্রণালয়৷
৮। মোঃ নূরুল হূদা ( সাবেক আইজিপি) বাংলাদেশ পুলিশ ।
৯। লেঃ জেঃ মোঃ মঈনুল ইসলাম ( সাবেক মহাপরিচালক, বিজিবি ) ।
১০। সাংবাদিক মোঃ নূরুল কবির, সম্পাদক ( নিউ এইজ )।
১১। মোঃ ফজলুল কবির খান ( সাবেক সচিব )
১২। মেজঃ জেঃ ( অবঃ ) গোলাম হেলাল মোর্শেদ খানন ( সাবেক চেয়ারম্যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ) ।
১৩। প্রফেসর নিয়াজ আহমেদ খান প্রোভিসি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ।
১৪। বদরুল আলম মজুমদার, প্রতিষ্ঠাতা ( সুজন )।
১৫। ডঃ শাহদীন মালিক ( সিনিয়র আইনজীবি বাংলাদেশ সুপ্রিমকোর্ট ) ।
১৬। ডঃ আহসান এইচ মঞ্জুর ( অর্থনীতিবিদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট ) ।
১৭। প্রফেসর আনন্দ কুমার সাহা ( সাবেক ভাইস চ্যান্সেলর ) রাজশাহী বিশ্ববিদ্যালয়র ।
১৮। কুইন ইয়ান ইয়ান, উপদেষ্ঠা, চাকমা সার্কেল প্রধান ।