28/11/2024
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ মিছিল।
মাহবুব আলী কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর কালিয়াকৈর উপজেলায় চন্দ্রা মোড়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাস্তা আটকিয়ে গার্মেন্টস শ্রমিকরা তাদের পাওনা বকেয়া বেতনের টাকা আদায়ের জন্য রাস্তায় নেমে মহাসড়কের গাড়ি আটকিয়ে তারা আন্দোলন করেন।
২৮শে নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে মহাসড়ক আটকিয়ে আন্দোলন শুরু করেন। এতে চন্দ্রা নুরুল গার্মেন্টসের সকল গার্মেন্টস শ্রমিক অংশগ্রহণ করেন। তাদের এককালীন পাওয়া টাকা সহ তাদের কর্মস্থত পূনরায় চালু করার দাবি জানিয়ে মহাসড়কে অবস্থান করে।
তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই রাজপথ থেকে বাড়ি ফিরবে না এমনটা বলছেন শ্রমিকরা। যে সকল শ্রমিকরা আন্দোলন করছেন তাদের বেশির ভাগ শ্রমিক বাসা ভাড়া করে থাকেন। তাদের বাসা ভাড়া দোকান বাকি নিয়ে পড়েছেন চরম বিপাকে। এই অবস্থায় তাদের আয়ের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তাদের আর কোন অবস্থান নাই বলছেন সাধারণ শ্রমিকরা।
ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দুইদিন আটকিয়ে রেখেছেন এদিকে নবীনগর চন্দ্রা আটকিয়ে রেখেছেন বেক্সিমকো কোম্পানির শ্রমিকরা। ৫শে আগস্টের পর বেক্সিমকো কোম্পানি বন্ধ হয়ে যায়। সেই সুবাদে তারা একত্রিত হয়ে আন্দোলন করছেন। তাদের দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না এমনটা বলছেন গার্মেন্টস শ্রমিকরা।এদিকে রাস্তা বন্ধ করে আন্দোলন করার কারণে এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী-সাধারণকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে।