01/07/2024
Update: নিজে নিজে বাসা চিনে চলে আসছে কিছুখন আগেই ১:৪০ এ,,,শরীর একদম ভিজা ছিল।আল্লাহ কে হাজার শুকরিয়া 😭
এখন বাহিরে অনেক বৃষ্টি,,রাত বাজে ১:০০টা কিছুখন আগেও আমার ডোরেমি কে আম্মু আর আমি খুজে আসলাম।কিন্তু কোথাও নেই এতবার ডাকলাম কিন্তু পেলাম না।আগে এইরকম হয়েছে কিন্তু প্রত্যেকবার ঘরেই পাওয়া গেছে। এখন আমার মেয়েটা এত রাতে কোথায় আমি জানি নাহ।কলিজাটা ছিড়ে যাইতেছে আমার খুব বাজে অনুভুতি হচ্ছে।এই বৃষ্টি এর সময় কোথায় আছে কেমনে আছে আমি ভাবলেই পাগল লাগতেছে নিজেরে।
আল্লাহ সকাল কেন হইতেছে না এখনো।নিজের ভুল এর জন্য আমার মেয়েটা কে পাচ্ছি নাহ।কই আমার ডোরেমি? কি খাবে রাতে?চিৎকার করে কান্না করতে ইচ্ছে করতেছে।আল্লাহ আমার ডোরেমি রে ভালো রাখো।আমার বাচ্চারে আমার কাছে ফিরায়া দেও🙂