গাজীপুর নিউজ 24

গাজীপুর নিউজ 24 এই পেজের মাধ্যমে সকল নিউজ একসাথে পাবে? News of Gazipur on this page.
(2)

ফি আমানিল্লাহ-আমাদের সবার অতি স্নেহের সামিয়াকে ওপেন হার্ট সার্জারির (অপারেশন) জন্য অপারেশন থিয়েটারে (OT) নেওয়া হয়েছে।...
08/07/2025

ফি আমানিল্লাহ-
আমাদের সবার অতি স্নেহের সামিয়াকে ওপেন হার্ট সার্জারির (অপারেশন) জন্য অপারেশন থিয়েটারে (OT) নেওয়া হয়েছে।
আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দোয়া চাচ্ছি—
আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁর অশেষ রহমতে সামিয়াকে সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন।
আমিন।

টঙ্গীতে সাংবাদিকদের মিলনমেলা ও মৌসুমি ফল উৎসব: উচ্ছ্বাসে বর্ণিল প্রস্তুতিটঙ্গী, গাজীপুর | মোহাম্মদ সুমন চৌধুরী:সাংবাদিকদ...
06/07/2025

টঙ্গীতে সাংবাদিকদের মিলনমেলা ও মৌসুমি ফল উৎসব: উচ্ছ্বাসে বর্ণিল প্রস্তুতি

টঙ্গী, গাজীপুর | মোহাম্মদ সুমন চৌধুরী:
সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি (সঅবাস) এক ব্যতিক্রমী আয়োজন করতে যাচ্ছে—“মৌসুমি ফল উৎসব ও সাংবাদিক মিলনমেলা ২০২৫”।
এই মনোমুগ্ধকর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১১ জুলাই, শুক্রবার, বিকেল ৫টায়, টঙ্গী চেরাগ আলীস্থ টঙ্গী প্রেস ক্লাবে।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৩০০ জন সাংবাদিকের অংশগ্রহণে এই উৎসব এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

সঅবাস চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরী বলেন,

> “সাংবাদিকদের জন্য পেশাগত বন্ধন ছাড়াও মানবিক সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই উৎসব সেই চেষ্টারই অংশ। যেহেতু আমাদের কেন্দ্রীয় কার্যালয় টঙ্গীর দত্তপাড়ায়, তাই টঙ্গী প্রেস ক্লাবকেই বেছে নেওয়া হয়েছে আয়োজনের ভেন্যু হিসেবে।”

তিনি আরও জানান, গাজীপুর জেলার সকল সাংবাদিক সংগঠন ছাড়াও উত্তরা ও ঢাকার বিশিষ্ট সাংবাদিকরাও এই উৎসবে অংশগ্রহণ করবেন, যা এই মিলনমেলাকে আরও বর্ণাঢ্য করে তুলবে।

সঅবাসের কোষাধ্যক্ষ রাজু আহমেদ তাইজুল বলেন,

> “সঅবাস শুধু সাংবাদিকদের অধিকার আদায়েই নয়, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমেও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারে কাজ করছে। এই উৎসব তারই একটি অনন্য দৃষ্টান্ত।”

এই আয়োজন সফল করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির নিবেদিত সদস্যরা—মোহাম্মদ সুমন চৌধুরী, রাজু আহমেদ তাইজুল, সুজন আহমেদ, মানিক হোসেন বিজয়, আশরাফুল ইসলাম প্রমুখ।

---

মিডিয়া পার্টনার ও সহযোগী প্রতিষ্ঠানসমূহ:

ওয়ার্ড বাংলা টিভি ডট কম

সাপ্তাহিক মুক্তির চেতনার বাংলাদেশ

দৈনিক বাংলার বিপ্লব

স্বাধীন কণ্ঠ

দৈনিক আজকের আলোকিত সকাল

জগৎ কণ্ঠ

হক কথা

ক্রাইম পেট্রল বিডি

বৃহত্তর উত্তরা প্রেস ক্লাব

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি

জিবিসি টিভি

এন বিবি

চলমান বিশ্ব

জনতার ক্রাইম

দৈনিক ভোরের বাণী

তালাশ বিডি

এশিয়া বার্তা

দৈনিক সংবাদ সমাচার

টি এ ফ্যাশন

দৈনিক রোজ খবর

মডার্ন ফার্মেসী

গাজীপুর নিউজ 24

-----

আমন্ত্রণ বার্তা:

সঅবাসের পক্ষ থেকে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এই ব্যতিক্রমধর্মী ফল উৎসবে উপস্থিত থেকে মিলনমেলাকে সাফল্যমণ্ডিত করার আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

এই আয়োজনে উপস্থিত সকলের জন্য এটি নিঃসন্দেহে হবে এক স্মরণীয়, আনন্দঘন ও পেশাগতভাবে সমৃদ্ধ দিন।

---

সংবাদ প্রেরক:
মোহাম্মদ সুমন চৌধুরী
সাংবাদিক ও চেয়ারম্যান, সঅবাস
টঙ্গী, গাজীপুর সিটি

আপনার এলাকায় এই সবজিটি কি নামে পরিচিত।
02/07/2025

আপনার এলাকায় এই সবজিটি কি নামে পরিচিত।

02/07/2025

দেখি লোকেশন টা কেউ বলতে পারি কিনা?

কিছুদিন আগে আমি সামিয়া নামের একটি অসহায় শিশুকে নিয়ে একটি পোস্ট করেছিলাম। তখন অনেকেই কমেন্টে ওর জন্য দোয়া করেছিলেন, ভ...
01/07/2025

কিছুদিন আগে আমি সামিয়া নামের একটি অসহায় শিশুকে নিয়ে একটি পোস্ট করেছিলাম। তখন অনেকেই কমেন্টে ওর জন্য দোয়া করেছিলেন, ভালোবাসা জানিয়েছিলেন। আজ আবারও আপনাদের কাছে অনুরোধ করছি—এই ছোট্ট শিশুটির জীবনের সবচেয়ে কঠিন সময়ে আমরা কি তার পাশে দাঁড়াতে পারি না?

সামিয়া আক্তার, মাত্র কয়েক বছরের একটি শিশু, বর্তমানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, মিরপুর-১, ঢাকা-তে ভর্তি আছেন (ওয়ার্ড নং: ৭, বেড নং: ১৬)। তার ওপেন হার্ট সার্জারি করার জন্য জরুরিভাবে ৬ ব্যাগ বি-পজিটিভ রক্তের প্রয়োজন।

আল্লাহর অশেষ রহমতে, একজন মহান হৃদয়ের মানুষ (নাম প্রকাশে অনিচ্ছুক) ইতোমধ্যে সামিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এখন প্রয়োজন আপনার রক্তের উপহার, যা হয়তো সামিয়ার জন্য জীবন ফিরিয়ে আনার চাবিকাঠি হতে পারে।

🙏 বি পজিটিভ রক্তদাতা ভাই ও বোনদের প্রতি বিনীত অনুরোধ, দয়া করে নিচের নাম্বারে যোগাযোগ করুন:
📞 01913-891217

একটু সময়, একফোঁটা রক্ত—আর একটি জীবন বাঁচাতে পারেন আপনি।
দয়া করে শেয়ার করুন, সাহায্য করুন, দোয়া করুন।

আসুন একটি নিষ্পাপ প্রাণকে বাঁচাতে আমরা সবাই একসাথে এগিয়ে আসি… 💔

শুভেচ্ছা ও অভিনন্দন!গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক হিসেবে মোহাম্মদ রফিকুল ইসলাম মনোনীত হওয়ায় তাঁকে জানাই আন্তর...
30/06/2025

শুভেচ্ছা ও অভিনন্দন!
গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক হিসেবে মোহাম্মদ রফিকুল ইসলাম মনোনীত হওয়ায় তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তাঁর নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও দলীয় প্রতি অবিচল নিষ্ঠা কৃষক দলের অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করবে—এমনটাই আমাদের বিশ্বাস।
আগামীর পথচলা হোক সাফল্য ও অর্জনে ভরপুর।

এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির পর বিশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রাসেল রানাসহ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা দিয়ে তাঁকে উষ্ণভাবে বরণ করে নেন, যা তাঁর প্রতি ভালোবাসা ও সম্মানের প্রতীক।

29/06/2025

জরুরি রক্তের প্রয়োজন!

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন আইসিইউ রোগীর জন্য জরুরি ভিত্তিতে B+ রক্তের প্রয়োজন।

যদি আপনি বা আপনার পরিচিত কেউ শাহবাগ বা আশপাশে অবস্থান করেন এবং রক্তদানে সক্ষম হন, অনুগ্রহ করে নিচের নাম্বারে দ্রুত যোগাযোগ করুন:

📞 01913-891217

একটি জীবন বাঁচাতে আপনার এক ফোঁটা রক্ত হতে পারে অমূল্য উপহার।
শেয়ার করে ছড়িয়ে দিন।

29/06/2025

জুলাই বিপ্লবসহ শিক্ষার্থীদের যৌক্তিক সকল আন্দোলনে তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে দেখা...

আমাদের এই পেজের ওয়েবসাইট-
29/06/2025

আমাদের এই পেজের ওয়েবসাইট-

gazipurnews24bd

প্রাকৃতিক সৌন্দর্যময় এই জায়গাটির গাজীপুরে কোথায়-----
29/06/2025

প্রাকৃতিক সৌন্দর্যময় এই জায়গাটির গাজীপুরে কোথায়-----

🌼 গাজীপুরের গৌরবময় ঐতিহ্য 🌼🙏 শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ২০২৫ 🙏গাজীপুরের জয়দেবপুরে শুরু হলো বহু প্রতীক্ষিত ...
27/06/2025

🌼 গাজীপুরের গৌরবময় ঐতিহ্য 🌼
🙏 শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ২০২৫ 🙏

গাজীপুরের জয়দেবপুরে শুরু হলো বহু প্রতীক্ষিত এবং হাজারো ভক্তের শ্রদ্ধার কেন্দ্রবিন্দু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। শতাব্দী প্রাচীন এই রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও মানবতার এক মহামিলনমেলা।

🎉 আজ থেকে শুরু হয়ে আগামী এক মাসব্যাপী চলবে এই মহোৎসব।
🌺 রথের টান, ভক্তদের উল্লাস, সাংস্কৃতিক পরিবেশনা, প্রসাদ বিতরণ ও নানা আচার-অনুষ্ঠানে মুখরিত থাকবে গোটা জয়দেবপুর।

আসুন, সকলে মিলে এই রথযাত্রাকে সফল ও সার্থক করে তুলি—ভক্তি, ভ্রাতৃত্ব ও ঐক্যের সেতুবন্ধনে গড়ে উঠুক মানবতার আলোকিত পথ।

🔱 জয় শ্রী জগন্নাথ! 🔱
#রথযাত্রা২০২৫ #গাজীপুররথযাত্রা #জগন্নাথদেব #গাজীপুরঐতিহ্য

গাজীপুর সিটিতে এই বাজারটি অবস্থিত কে বলতে পারবেন এই বাজারটির নাম কি?
27/06/2025

গাজীপুর সিটিতে এই বাজারটি অবস্থিত কে বলতে পারবেন এই বাজারটির নাম কি?

Address

Salna Bazar
Gazipur
1703

Telephone

+8801913891217

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাজীপুর নিউজ 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গাজীপুর নিউজ 24:

Share

Category

গাজীপুরের সকল খবর পাবেন এই পেজে-

গাজীপুরের সকল খবর পাবেন এই পেজে-