It's-Hanif

It's-Hanif আপনার শখের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নিয়ে যেকোনো ধরনের কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন

ছবি তুলে দিবে এমন কোনো ক্যামেরামান নাই আমার,তাই কংকাল এর সাহায্যে ছবি উঠায়।
05/08/2025

ছবি তুলে দিবে এমন কোনো ক্যামেরামান নাই আমার,
তাই কংকাল এর সাহায্যে ছবি উঠায়।

04/08/2025

Dream River Cave.
যারা এখনো ড্রিম হলিডে পার্কে যায় নাই তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই দেখবেন
আশা করা যায় ভালো লাগবে।
ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্য পেজটি ফলো করে যাবেন।

একটা সময়ের পর 🥀মানুষ তার সমস্ত অভিমান😥 তাঁর নিজের উপর নিয়ে নেয়।😒😌
04/08/2025

একটা সময়ের পর 🥀মানুষ তার সমস্ত অভিমান😥 তাঁর নিজের উপর নিয়ে নেয়।😒😌

চাহিদা যত কম,জীবন তত সুন্দর ।   #আধুনিক_প্রজন্ম
31/07/2025

চাহিদা যত কম,
জীবন তত সুন্দর ।
#আধুনিক_প্রজন্ম

(নগ্নতার বিশ্বায়ন— সিরিজ-৫:)"মোবাইল, টিকটক ও বাচ্চাদের হাতে বিকৃত বিনোদনের বিষ—যা বাবা-মা নিজের হাতে তুলে দিচ্ছেন!"আজকে...
30/07/2025

(নগ্নতার বিশ্বায়ন— সিরিজ-৫:)
"মোবাইল, টিকটক ও বাচ্চাদের হাতে বিকৃত বিনোদনের বিষ—যা বাবা-মা নিজের হাতে তুলে দিচ্ছেন!"

আজকের এই লেখাটা একটু তেতো, কিন্তু ভীষণ প্রয়োজনীয়।
অনেক বাবা-মা আছেন, যাদের ভাবটা এমন—
“আমার বাচ্চা তো ঘরেই থাকে, বাইরে যায় না, খারাপ কিছুতে জড়ায় না। সারাদিন মোবাইলেই থাকে... তাতে ক্ষতি কী?”

দুঃখজনক হলেও সত্যি, এই “ঘরেই থাকে” বলতে আপনি যা বোঝেন, বাস্তবে তা আর নেই।
আপনার সন্তান এখন বাইরে নেই ঠিকই, কিন্তু তার হাতে এমন এক ডিজিটাল দরজা আছে, যার ভিতর দিয়ে সে পৃথিবীর নোংরা ও বিকৃত বিনোদনের মধ্যে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিচরণ করছে।

🎭 টিকটক, রিলস, শর্টস—বাচ্চাদের নতুন মাদক

এখনকার মোবাইল ইন্টারটেইনমেন্ট মানেই "অল্প সময়ে বেশি উত্তেজনা"।
▪️ টিকটক খুললে ১০ সেকেন্ডের মধ্যে নাচ
▪️ রিলসে ২০ সেকেন্ডে চটুল গান
▪️ ইউটিউব শর্টসে ৩০ সেকেন্ডে জঘন্য কনটেন্ট
এইসব ছোট ছোট ভিডিওতে লুকানো থাকে যৌনতা, হিংসা, বিকৃত কল্পনা আর বিকারগ্রস্ত চিন্তা।

সন্তান যে কিছুই বোঝে না—এটা মিথ্যা।
সে যা দেখে, সেটাই শিখছে।
যা শুনছে, সেটাই তার ভেতরে গেঁথে যাচ্ছে।

মনস্তাত্ত্বিক প্রভাব? ভয়াবহ!

▪️ ৫ বছর বয়সেই শিশুরা শিখে নিচ্ছে, “ভিউ পেতে হলে শরীর দেখাতে হয়।”
▪️ ৮ বছর বয়সে ছেলেরা মনে করছে, মেয়েরা কনটেন্ট; চরিত্র নয়।
▪️ ১০ বছরের কিশোর ভাবছে, ‘রিলেশনে না থাকলে আমি লুজার।’
▪️ ১২ বছর বয়সে অনেকে ‘গার্লফ্রেন্ড নিয়ে ঝামেলা’ করছে!
এগুলো কি আপনি তাকে শিখিয়েছেন? না।
তবে আপনি তার হাতে যা তুলে দিয়েছেন, সেখান থেকেই সে এই শিক্ষা পাচ্ছে।

📱 “আমার বাচ্চা তো গেম খেলে”—এই কথাটাও ভুল!

আধুনিক গেম মানেই সহিংসতা, খুন, গালাগালি, নগ্নতা, প্রতিযোগিতার নামে দম্ভ আর মস্তিষ্কের বিকৃতি।
কোনো ভালো কিছু শেখার সময় নেই—শুধুই আনলিমিটেড স্ক্রল আর ডোপামিন রিলিজ।

এই দায় আপনি এড়াতে পারবেন না

▪️ বাচ্চার হাতে কে মোবাইল দিল?
▪️ কে WiFi কানেকশন দিল?
▪️ কে বলল—“তুমি তো বাসায় থাকো, সমস্যা নেই”?

আপনি দিয়েছেন।
নিজের হাতে, ভালোবেসে, আদর করে
একটা আস্ত স্ক্রিনের ভেতর একটা জাহান্নামের দরজা খুলে দিয়েছেন!

সমাধান কী?

✅ ১২ বছর বয়স পর্যন্ত ব্যক্তিগত মোবাইল দেবেন না
✅ ঘরেই একটা নির্দিষ্ট জায়গায় সকলের সামনে মোবাইল ব্যবহার শিখান
✅ ভালো ইসলামিক কার্টুন, বই, খেলনা দিয়ে তার সময় পূর্ণ করুন
✅ নিজে যেভাবে ফেসবুক-ইউটিউবে আসক্ত হয়ে গেছেন, সেভাবে যেন সন্তান না হয়—সে ব্যাপারে সজাগ থাকুন
✅ সবচেয়ে গুরুত্বপূর্ণ—তার সাথে বন্ধুর মতো সম্পর্ক তৈরি করুন, যেন সে আপনার কাছেই সব বলে

স্মরণ রাখুন:
"আপনার বাচ্চার মোবাইল আসক্তির দায় আপনি এড়াতে পারবেন না, কারণ আপনি নিজেই তাকে আসক্ত বানিয়েছেন!"

📌 পরবর্তী পর্বে ইনশাআল্লাহ:
“স্কুল-কলেজে মুখচেনা বন্ধুদের ছদ্মবেশে আসা নৈতিক শত্রুদের চিনবেন কীভাবে?”

#আধুনিক_প্রজন্ম #ডিজিটাল_বিনোদন #মোবাইল_নেশা #টিকটক_বাচ্চারা #প্যারেন্টিং #ইসলামিক_চিন্তা #ফেসবুক_সিরিজ

✍️ লেখাটি উপকারি মনে হলে শেয়ার করতে ভুলবেন না।
সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করা শুধু নিজের নয়, আমাদের সকলের দায়িত্ব।

এদের মায়ায় পড়ে আছি এজন্য টাকা কম পেলেও আলাদা এক প্রশান্তি লাগে দিলের ভিতরে,এদের কারণে। আল্লাহ তা'য়ালা কোরআনের সকল পা...
29/07/2025

এদের মায়ায় পড়ে আছি এজন্য টাকা কম পেলেও আলাদা এক প্রশান্তি লাগে দিলের ভিতরে,এদের কারণে। আল্লাহ তা'য়ালা কোরআনের সকল পাখিকে কবুল করুন আমীন।

সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন
27/07/2025

সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন

জাতিসংঘ নিয়ে যে সতর্কবার্তা দিলেন, তা প্রত্যেকটা মানুষের জানা দরকার। আলোচক: মুফতি মোবারক হোসাইন চৌধুরী মুহাদ্দ....

বহুকাল ধরে ভালো নেই, মনে কোনো শান্তি নেই, দিন কেটে যাচ্ছে দিনের মতো, তবুও নেই নতুন কোনো সুসংবাদ, সব মিলিয়ে আজ আমি বড়ই ক্...
24/07/2025

বহুকাল ধরে ভালো নেই, মনে কোনো শান্তি নেই, দিন কেটে যাচ্ছে দিনের মতো, তবুও নেই নতুন কোনো সুসংবাদ, সব মিলিয়ে আজ আমি বড়ই ক্লান্ত!😔😔

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,বন্ধুত্ব তো এমনি হয়!মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার আ*হত বন্ধুকে ...
22/07/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,
বন্ধুত্ব তো এমনি হয়!
মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।
কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।
ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।
— সংগৃহীত।

22/07/2025

আমি লিখবো চিঠি দেবো তোমায়।
ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং একটি কমেন্ট করুন

জিবন কয়েকটা লোহার শিকের কাছে হেরে গেলো
21/07/2025

জিবন কয়েকটা লোহার শিকের কাছে হেরে গেলো

Address

Dhaka
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when It's-Hanif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's-Hanif:

Share