Bp News Bangladesh

Bp News Bangladesh All kinds of news for people in Bangladesh

পড়ালেখা করা সকল মানুষের জীবনে অন্তত একটা ডিকশনারি সব সময়ই থাকে । বিশেষ করে আমাদের মত ছাপোষা দেশে যেখানে ইংরেজি শিখতে পার...
13/07/2023

পড়ালেখা করা সকল মানুষের জীবনে অন্তত একটা ডিকশনারি সব সময়ই থাকে । বিশেষ করে আমাদের মত ছাপোষা দেশে যেখানে ইংরেজি শিখতে পারাটা অন্যতম সেরা যোগ্যতা মনে করা হয়, সেখানে ডিকশনারি তো একটা থাকতেই হবে ছেলেমেয়েদের ঘরে । একটু বড় ক্লাসের বই পত্র কেনার সাথে সাথে বাবা মায়েরা একটা আলাদা করে ডিকশনারি কিনে নিয়ে আসতো । প্রথমে হয়তো একেবারে পকেট ডিকশনারি, পরে যখন উপরের ক্লাসে ওঠে তখন ডিকশনারির আকারও বড় হয় । কিন্তু এখন আর সেই ভাবে কেউ ডিকশনারি কিনে আনা হয় না । অবশ্য সেটার দরকারই নেই । এখনই আধুনিক যুগে বইয়ের পাতায় খুজে খুজে শব্দের অর্থ বের করার কোন দরকার পড়ে না। যেখানে কেবল টাইপ করলেই শব্দের অর্থ চলে আসে চোখের সামনে । প্লে স্টোরে কত গুলো ডিকশনারির এপ আছে তার কোন হিসাবও নেই । তার ভেতর থেকে একটা নামিয়ে ইনস্টল করে নিলেই হল । তারপর কেবল টাইপ কত আর শব্দের অর্থ বের কর । এছাড়া গুগল তো আছেই ।
কিন্তু আমাদের সময়ে এই ডিকশনারি ছাড়া আমাদের ঠিক যেন চলতোই না । আমাদের হাতে না ছিল মোবাইল আর তাতে ছিল স্মার্ট এপস । আমাদের শব্দের অর্থ জানার জন্য এই ডিকশনারিই এক মাত্র ভরসা ছিল । আমার জীবনের প্রথম ডিকশনারি ছিল ছোট একটা পকেট ডিকশনারি । তখন সেটার দাম ছিল সম্ভবত ২৫ টাকা । ছোট একটা পকেট ডিকশনারি । লাল রংয়ের একটা ডিকশনারি । বোধকরি আমাদের বয়সী সকলেই এই লাল রংয়ের পকেট ডিকশনারীর সাথে পরিচিত । নেটে একটা ছবি খুজে পেলাম । দুই পাশে যে ছোট ডিকশনারি দেখা যাচ্ছে সেই ছোট সাইজের ডিকশনারি বোধকরি আমাদের সবার বাসাতেই ছিল ।

11/07/2023

""যারে হাত দিয়ে মালা গেঁথে দিতে পারো নাই কেনো মনে রাখো তারে
ভুলে যাও মোরে, ভুলে যাও মোরে একেবারে...""

পরন্ত বিকেল তুরাগ নদীর তীরে
08/07/2023

পরন্ত বিকেল তুরাগ নদীর তীরে

আমি তো এমনি ছিলাম,আমাকে করেছি উপভোগনেই প্রেমের প্রতি কোনো মোহ, কোনো মনোযোগ।শিখেছি তোমায় দেখে,ভালোবাসা হলো মানসিক রোগ।কখন...
05/07/2023

আমি তো এমনি ছিলাম,
আমাকে করেছি উপভোগ
নেই প্রেমের প্রতি কোনো মোহ,
কোনো মনোযোগ।
শিখেছি তোমায় দেখে,
ভালোবাসা হলো মানসিক রোগ।
কখনো টলি না আমি,
আমাকে টলাতে কেন
অযথাই এতকিছু করো।
কে এলো, কে গেল,কার দায়,
সে খবর কে রাখে!
আমি শুধু ভালোবাসি
একরোখা এই আমিটাকে।

র থেকে প্রকাশিত দৈনিক মুক্ত সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সোহরাব হোসেনের শারীরিক অবস্থার সম্পর্কে খোঁজ খবর নিতে ঢ...
24/06/2023

র থেকে প্রকাশিত দৈনিক মুক্ত সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সোহরাব হোসেনের শারীরিক অবস্থার সম্পর্কে খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী মহাসচিব মোঃ রফিকুল ইসলাম। এসময় সাথে ছিলেন, দৈনিক সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার ও জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর মহানগর কমিটির মোঃ হাছান আলী।

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মানিকের রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হ...
21/06/2023

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মানিকের রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব লেহাজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, আব্দুল হেকিম মিয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোসাঃ মাকসুদা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি কফিল মাহমুদ, মোঃ হাসান আলী, মোঃ আশিকুর রহমান, মোঃ জাফর আলী, মোঃ আব্দুর রহিম মোল্লা, মোঃ জামাল উদ্দিন খান, মোঃ রবিউল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম শরিফ প্রমুখ।

" লোকে বলে প্রেম অন্ধ,কবি বলে অন্ধ ওঁরাইযাঁরা দেখতে পান না ভালবাসা ৷"
20/06/2023

" লোকে বলে প্রেম অন্ধ,
কবি বলে অন্ধ ওঁরাই
যাঁরা দেখতে পান না ভালবাসা ৷"

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি, মোঃ মনির হোসেন মানিক...
19/06/2023

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি, মোঃ মনির হোসেন মানিক স্ট্রোক করে উত্তরা আধুনিক হাসপাতালে (বাংলাদেশ মেডিকেল) চিকিৎসাধীন আছেন। তাঁর জন্ম সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন দ্রুত সেফা দান করেন।
- আমিন।

18/06/2023

আজমত উল্লা খানের অনুসারীদের কাছে জিজ্ঞাসা মহামান্য হাইকোর্টও কী আপনাকে দৃষ্টিতে মীরজাফরের পক্ষে রায় ঘোষণা করেন।

আমি আর তুমি... আমি আর তুমিতে পৃথিবীটা ছোট হয়ে যায়।আমি আর তুমির বাহিরেও পৃথিবীতে আরও অনেক কিছু আছে। যা আমাকে বাঁচতে শেখায়...
16/06/2023

আমি আর তুমি...
আমি আর তুমিতে পৃথিবীটা ছোট হয়ে যায়।
আমি আর তুমির বাহিরেও পৃথিবীতে আরও অনেক কিছু আছে। যা আমাকে বাঁচতে শেখায়। একবার পা পিছলে যাওয়ার পরে আবার হাটতে শেখায়।

" ভাঙ্গা দেয়াল, ক্ষ্যাপা শেয়ার ও বড় লোকের খেয়াল। এই তিনটি থেকে নিজেকে দূরে রাখুন। "
11/06/2023

" ভাঙ্গা দেয়াল, ক্ষ্যাপা শেয়ার ও বড় লোকের খেয়াল। এই তিনটি থেকে নিজেকে দূরে রাখুন। "

ইচ্ছেরা উড়ে মন আকাশেসময়ের কোলে মাথা রেখে বড্ড অবুঝ হতে ইচ্ছে করে,আনমনা হতে ইচ্ছে করে, ভাবতে ইচ্ছে করেকল্পনার সমুদ্দুরে ন...
10/06/2023

ইচ্ছেরা উড়ে মন আকাশে
সময়ের কোলে মাথা রেখে বড্ড অবুঝ হতে ইচ্ছে করে,
আনমনা হতে ইচ্ছে করে,
ভাবতে ইচ্ছে করে
কল্পনার সমুদ্দুরে নীল জলে ভাসতে ইচ্ছে করে,
কিছুটা আবেগী হতে ইচ্ছে করে।

Address

Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Bp News Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bp News Bangladesh:

Share