ফারিজুল মমিন

ফারিজুল মমিন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ফারিজুল মমিন, Media, Gazipur.

25/07/2025

নেতাদের মধ্যে তিনিই প্রথম(এবং তিনিই)শেষ নেতা।আপনার মতো আর কেউ নেই।(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
'আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। '

©(ভিডিও সংগৃহীত)

08/09/2024

“আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি,
নেবে না। আমাদের পতাকায় কালেমা তাইয়্যেবা,
আমাদের এই বাণী কাউকে কোনদিন থামতে দেয়নি,
আমরাও থামবো না। ”

প্রতিটি শব্দ যেন আগুনের গোলা। শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার!❤‍🔥

এরা হারবে না। এদের হারানো অসম্ভব।

ইনকিলাব জিন্দাবাদ।

27/08/2024

ছাত্রলীগ→RAW→ডাকাত→ হিন্দু→এইচএসসি পরীক্ষার্থী→আনসার→রিকশাওয়ালা→নেক্সট?

আপনার মতামত দিন!! 😅

26/08/2024

ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিটের চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাজী টায়ার কারখানার আগুন।

বন্যাকে পূজি করে যেসব ঘাতক দালালরা পন্যের দাম অতিরিক্ত রেখেছে নৌকা ভাড়া অতিরিক্ত চেয়েছে, উদ্ধারের বিনিময়ে অনেক টাকা দাবী...
26/08/2024

বন্যাকে পূজি করে যেসব ঘাতক দালালরা পন্যের দাম অতিরিক্ত রেখেছে নৌকা ভাড়া অতিরিক্ত চেয়েছে, উদ্ধারের বিনিময়ে অনেক টাকা দাবী করেছে সম্ভব হলে এদের তালিকাটা নাম ঠিকানাসহ কইরেন।

পরিস্থিতি স্বাভাবিক হলে এদের বুঝাইয়েন যে বিপদে এমন করতে হয় না, বিপদ যে কোনো সময় যার তার উপরেই আসতে পারে।

(বি: দ্র:বন্যা কবলিত এলাকায় নাকি এরকম কিছু রাজাকার দেখা যাচ্ছে। অথচ সারা বাংলার মানুষ বন্যা কবলিত এলাকার জন্য দোয়া করছে পারলে সবকিছু সেখানে ফ্রিতে পাঠানোর চেষ্টা করছে।)

🥀🌹
23/05/2023

🥀🌹

বাংলাদেশে "চারিত্রিক সনদপত্র" দেওয়ার যে একটা নিয়ম রয়েছে এটা নিয়ে আপনার মতামত কি?বাংলাদেশের প্রেক্ষাপটে আদৌ কি একজন মানু...
21/05/2023

বাংলাদেশে "চারিত্রিক সনদপত্র" দেওয়ার যে একটা নিয়ম রয়েছে এটা নিয়ে আপনার মতামত কি?

বাংলাদেশের প্রেক্ষাপটে আদৌ কি একজন মানুষ আরেকজন মানুষকে চারিত্রিক সনদপত্র দেওয়ার যোগ্যতা রাখেন?

লেখকের ভাবনা!!
21/05/2023

লেখকের ভাবনা!!

ই-মেইল অ্যাকাউন্ট খোলার প্রকল্প এখন ১৭৮ কোটি টাকা!সরকারি দুই লাখ কর্মকর্তা-কর্মচারীর জন্য নিরাপদ ই-মেইল অ্যাকাউন্ট খোলা...
18/03/2023

ই-মেইল অ্যাকাউন্ট খোলার প্রকল্প এখন ১৭৮ কোটি টাকা!

সরকারি দুই লাখ কর্মকর্তা-কর্মচারীর জন্য নিরাপদ ই-মেইল অ্যাকাউন্ট খোলার উদ্যোগ নিয়েছিল সরকার। এ জন্য ২০১৮ সালে ১১৬ কোটি টাকার তিন বছর মেয়াদি একটি প্রকল্প নিয়েছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্ত বিভাগ। কিন্তু সেই কাজ শেষ হয়নি গত পাঁচ বছরেও।

27/12/2022

মানুষের চাওয়ার কোনো শেষ নেই!!

25/12/2022

আমাদের গাজিপুর চৌরাস্তায় আব্দুর রহিম পাইকারি কাপরের মার্কেট অগ্নিকান্ড।

গা হিম করা একটা ছবি। এটা বিরল সূর্যগ্রহণের দৃশ্য। দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করেছিলেন কাতারের ইলিয়াস চেজিওটিস।রাসূল (সাল্লা...
20/12/2022

গা হিম করা একটা ছবি। এটা বিরল সূর্যগ্রহণের দৃশ্য। দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করেছিলেন কাতারের ইলিয়াস চেজিওটিস।

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ফজরের ছালাত পড়বে, অতঃপর সূর্যোদয়কালে ছালাত আদায় করবে না, যতক্ষণ না তা কিছুটা উপরে উঠে। কেননা, যখন তা উদিত হয়, তখন শয়তানের দুই শিং-এর মধ্য দিয়ে উদিত হয় এবং এসময় কাফেররা তাকে সিজদা করে। ...অতঃপর ছালাত থেকে বিরত থাকবে, যতক্ষণ না সূর্য ডুবে যায়। কেননা তা শয়তানের দুই শিং-এর মধ্য দিয়ে অস্তমিত হয় এবং এসময় কাফেররা তাকে সিজদা করে (বুখারী হা/৩২৭৩; মুসলিম হা/৮৩২; মিশকাত হা/১০৪২)।

কাফের-মুশরিকরা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যের পূজা করে। এসময় শয়তান সূর্যের সামনে গিয়ে দাঁড়ায়। সে চায় যে, কাফেররা যেন তারই পূজা করে। এসময় শয়তান এমনভাবে দাঁড়ায়, যেন সূর্য তার মাথার মধ্যবর্তী স্থান দিয়ে সামনে অগ্রসর হয়। সেকারণে হাদীছে বলা হয়েছে যে, ‘সূর্য শয়তানের দুই শিংয়ের মধ্য দিয়ে উদিত হয়’। এ সময় সালাত আদায় করা নিষিদ্ধ হওয়ার এটাই মূল কারণ (ফাৎহুল বারী ২/৬০)। হাদীছে শয়তানের শিং বলতে তার মাথার উভয় পার্শ্বকে বুঝানো হয়েছে (নববী, শরহ মুসলিম ৬/১১২)।

ছবিটি ডিসেম্বরের ২৬, ২০১৯ তারিখে কাতারের আল ওয়াকরাহে থেকে তোলা হয়েছে।

©️সংগৃহীত

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফারিজুল মমিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category