বিসমিল্লাহ , .

বিসমিল্লাহ , . اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ*পড় তোমার প্রভুর নাম যিনি সৃষ্টি করেছেন

15/06/2025

দান বা দানশীলতা সম্পর্কে কুরআনে অনেক আয়াত রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আয়াত হলো:

সূরা আল-বাকারা (২:২৬১):

> "যারা নিজেদের ধন-সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের দৃষ্টান্ত একটি শস্যবীজের মত, যা থেকে সাতটি শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষে একশত করে শস্য থাকে। আল্লাহ যাকে ইচ্ছা ততগুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ বড় দানশীল, সর্বজ্ঞ।"
(সূরা আল-বাকারা, আয়াত ২৬১)

এই আয়াত থেকে বোঝা যায়, আল্লাহর রাস্তায় দান করলে তা বহু গুণে বৃদ্ধি পায়, এবং আল্লাহর পক্ষ থেকে এর উত্তম প্রতিদান রয়েছে।

06/11/2024

Bangla New Waz by Abu Taha Muhammad Adnan. abu toha muhammad adnan is a popular islamic scholar in our country. Watch Bangla Waz mahfil, Bangla new waz and get any kind of life solution from islamic lecture . You will know important information from the Bangla Waz. Keep watching our channel.
যেভাবে দোয়া করলে আল্লাহ কবুল করে
আল্লাহ মানুষকে তাঁর কাছে চাইতে, দোয়া ও প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। দোয়াকে ইবাদতের মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের প্রভু বলেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা : গাফির, আয়াত : ৬০)। নবী করিম (সা.) বলেন, ‘দোয়াই ইবাদত।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ১৪৮১)

মুমিনের দায়িত্ব হলো, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। ছোট-বড় সব প্রয়োজনের জন্য দোয়া করা। আল্লাহ প্রার্থনাকারীকে পছন্দ করেন। প্রার্থনা না করলে তিনি রাগ করেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তিনি তাঁর ওপর রাগান্বিত হন।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৩৩৭৩)
আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, ‘যখন আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, নিশ্চয় আমি তাদের নিকটবর্তী। আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি, যখন সে আমার কাছে প্রার্থনা করে।

সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার ওপর বিশ্বাস স্থাপন করুক। এতে তারা সঠিক পথে চলতে পারবে।’ (সুরা : বাকারা, আয়াত : ১৮৬)

আবু ত্বহা মুহাম্মদ আদনানের বাংলা নতুন ওয়াজ। আবু তোহা মুহাম্মদ আদনান আমাদের দেশের একজন জনপ্রিয় ইসলামী আলোচক ।

05/11/2024

তাবলীগ সম্পর্কে চরমোনাইওয়ালাদের স্পষ্ট অবস্থান প্রকাশ করলেন মুফতী সৈয়দ ফয়জুল করীম হাফিজাহুল্লাহ

দিন কয়েক আগে, একজন ভাই আমাকে ইনবক্সে একটা ম্যাসেজ দিয়েছেন।তার ছোট্ট কন্যা যাইনাব। ছোটদের জন্য আমার লেখা ‘পবিত্র মাসজিদের...
01/11/2024

দিন কয়েক আগে, একজন ভাই আমাকে ইনবক্সে একটা ম্যাসেজ দিয়েছেন।

তার ছোট্ট কন্যা যাইনাব। ছোটদের জন্য আমার লেখা ‘পবিত্র মাসজিদের গল্প’ সিরিজ থেকে যাইনাবের আম্মু যাইনাবকে বাইতুল্লাহ, মাসজিদ আন নববী আর মাসজিদ আল আকসার গল্প শোনান। গল্পের ফাঁকে ফাঁকে যাইনাবকে তিনি বাইতুল্লাহ যিয়ারতে যাওয়ার স্বপ্ন দেখান এবং একদিন বলেন, ‘যাইনাব, আমরা বাইতুল্লায় সাতদিন থাকব, মাসজিদ আন নববীতে সাতদিন থাকব, কেমন?’

যাইনাবের ছোট্ট মনের কৌতূহল থেকে সে তার আম্মুর কাছে জানতে চাইল, ‘আম্মু, আমরা মাসজিদ আকসায় কয়দিন থাকব?’

যাইনাবের বাবা আমাকে ম্যাসেজ দিয়ে বললেন, ‘ভাইজান, বলুন তো, এই প্রশ্নের কোনো উত্তর আছে?’

ছোট্ট যাইনাব হয়তো ভেবেছে—আম্মু তো বাইতুল্লায় থাকার কথা বললো, মাসজিদে নববীতে থাকার কথাও বললো, কিন্তু মাসজিদ আকসায় থাকার কথা তো বললো না।

কিন্তু যাইনাবকে, এবং তার মতো আরো হাজার হাজার ছোট্ট কুসুমকলিদের আমরা কী করে বোঝাবো—এই প্রশ্নের কোনো সদুত্তর আমাদের কাছে নেই। তার মতো কতো শতো শতো পরী-মেয়ে প্রতিদিন সেই তল্লাটে প্রাণ হারাচ্ছে, যাদের স্বপ্নের দৈর্ঘ্যটাও তাদের বয়সের মতোই—নাতিদীর্ঘ।

মুসলিমদের ঐতিহ্যবাহী শহর কনস্ট্যান্টিনোপল তখন রোমানদের দখলে। সুলতান মুহাম্মাদ আল ফাতিহ রাহিমাহুল্লাহর মা প্রতিদিন সকালে মুহাম্মাদ ফাতিহকে নিয়ে নদীর পাড়ে আসতেন এবং নদীর ওপাড়ে, দূরে দূরে থাকা কনস্টান্টিনোপলের প্রাচীরগুলো দেখিয়ে তাকে বলতেন, ‘বাবা, ওই যে দূরের শহরের প্রাচীর দেখা যাচ্ছে, ওই শহর যে জয় করবে, আল্লাহর রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমি স্বপ্ন দেখি—একদিন তুমি এই শহর জয় করবে।

ছোট্ট ফাতিহর মনে তার মা একটা স্বপ্ন বুনে দিয়েছিলেন। এবং সত্যি সত্যিই, একদিন মুহাম্মাদ আল ফাতিহ রাহিমাহুল্লাহ বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটিয়ে কনস্ট্যান্টিনোপল বিজয় করেন।

আল আকসায় কতোদিন থাকব সেটা হয়তো আমাদের যাইনাবদের এখন আমরা বলতে পারছি না। কিন্তু, আমরা একটা স্বপ্নবীজ বুনে দিয়ে যাব আমাদের যাইনাবদের মনে।

সেই স্বপ্নবীজ তারা বুনে দিবে তাদের উত্তর-প্রজন্মে। হতে পারে, আমাদের যাইনাবদের কেউ কেউ মাসজিদ আল আকসার ছবি দেখিয়ে তাদের সন্তানদের বলবে, ‘বাবা, আল আকসাই এখন মুসলমানদের রাজধানী। এই শহর আর এই পবিত্র মাসজিদকে যারা উদ্ধার করবে, তারা নিশ্চিতভাবে জান্নাতে আল্লাহর রাসুলের সঙ্গী হবে। আমি চাই—তুমি এই মাসজিদকে উদ্ধার কর

29/10/2024

‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী’ [সূরা আনফাল : আয়াত : ৩০]

আর যিনার ধারে-কাছেও যেও না,নিশ্চয় তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ।— (সূরা আল-ইসরা, ১৭:৩২)নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল...
26/10/2024

আর যিনার ধারে-কাছেও যেও না,
নিশ্চয় তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ।
— (সূরা আল-ইসরা, ১৭:৩২)
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন বিবাহ করে তখন সে তার অর্ধেক দ্বীন পূর্ণ করে নেয়। অতএব তাকে তার অবশিষ্ট অর্ধেক দ্বীনের ব্যাপারে আল্লাহকে ভয় করা।
— (বাইহাক্বীর শুআবুল ঈমান ৫৪৮৬, সহীহুল জামে’ ৪৩০)

24/10/2024

আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না.. ‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী’ [সূরা আনফাল : আয়াত : ৩০]

 #প্রতিদিন_একটি_হাদীসবিসমিল্লাহ , .
20/10/2024

#প্রতিদিন_একটি_হাদীস

বিসমিল্লাহ , .

15/10/2024

এই যুগের অবস্থা দেখে মনে হয় যে আমরা জান্নাতে যাবো❓ 🎙️ ডাক্তার জাকির নায়েক

15/10/2024

তেরা মেরা রিশতা কেয়া?
লা ইলাহা ইল্লাল্লাহ
❤️💚

শ্রেষ্ঠ দোয়া ‼️رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِউচ্চারণঃ ‘রাব্ব...
14/10/2024

শ্রেষ্ঠ দোয়া ‼️

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণঃ ‘রাব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাহ, ওয়াফিল আখিরাতি হাসানাহ, ওয়াকিনা আ'জাবান্নার।’

অর্থ: ‘হে আমার প্রভু! আমাকে দুনিয়াতে সুখ দান কর, আখেরাতেও সুখ দান কর এবং আমাকে জাহা'ন্নাম থেকে বাঁচাও।’
(সুরা বাকারা: ২০১‍)

⭕ সংক্ষিপ্তভাবে যাকাতের পরিমান, যাকাত আদায়ের শর্তাবলী এবং কাদেরকে যাকাত দেওয়া যাবে এই বিষয়ে আলোচনা করা হলোঃ-🔸 স্বর্ণের ক...
08/04/2023

⭕ সংক্ষিপ্তভাবে যাকাতের পরিমান, যাকাত আদায়ের শর্তাবলী এবং কাদেরকে যাকাত দেওয়া যাবে এই বিষয়ে আলোচনা করা হলোঃ-
🔸 স্বর্ণের ক্ষেত্রে যাকাতের নিসাব হচ্ছে সাড়ে সাত ভরি এবং রুপার ক্ষেত্রে নিসাব হচ্ছে সাড়ে বায়ান্ন ভরি। কারো কাছে এই পরিমাণ স্বর্ণ কিংবা রুপা অথবা রূপার নিসাব পরিমান টাকা থাকলে তার উপর যাকাত ফরজ হবে। -[সহীহ বুখারী- ১৪৪৭, সহীহ মুসলিম- ৯৭৯]
🔹 যদি সোনা-রূপা, টাকা-পয়সা কিংবা ব্যবসায়িক পন্যের কোনোটিই আলাদাভাবে নিসাব পরিমাণ না থেকে থাকে এবং এইসব মিশ্রিত সম্পদ একত্র করার পর যদি তা সাড়ে ৫২ ভরি রুপার সমমূল্য কিংবা তার চেয়ে বেশি হয়, তাহলে এই সকল সম্পদ একত্রে হিসাব করে যাকাত আদায় করতে হবে। -[মুসান্নাফে আব্দুর রাযযাক- ৭০৬৬,৭০৮১]
🔸 যাকাত আদায় করার ক্ষেত্রে শর্ত হচ্ছে, গচ্ছিত সম্পদ ঋণ অতিরিক্ত হতে হবে এবং তা পূর্ণ ১ বছর নিজের কাছে থাকতে হবে।
⭕ উদাহরণস্বরূপ কিছু দৃষ্টান্ত দেওয়া হলোঃ-
▪️কারো কাছে নগদ ২ লক্ষ টাকা, ১ লক্ষ টাকার স্বর্ণ এবং ৫০ হাজার টাকার রূপা আছে, তাহলে এই ৩ লক্ষ
৫০ হাজার টাকার উপর যাকাত দিতে হবে।
▪️কারো কাছে নগদ ৩ লক্ষ টাকা, ২ লক্ষ টাকার স্বর্ণ এবং ২০ হাজার টাকার রূপা আছে, পাশাপাশি ২.৫ লাখ টাকা ঋণ আছে। তাহলে মূল টাকা থেকে ঋণ বাদ দিয়ে অবশিষ্ট টাকার উপর যাকাত দিতে হবে।
▪️কারো কাছে নগদ ১ লক্ষ টাকা, ৫০ হাজার টাকার স্বর্ণ এবং ৫০ হাজার টাকার রূপা আছে, পাশাপাশি ২ লক্ষ টাকা ঋণ আছে। তাহলে তার উপর যাকাত আদায় করা ফরজ হবে না বরং ঋণ আদায় করা ফরজ হবে।
⭕ মোট কথা হচ্ছে, কারো কাছে যদি স্বর্ণ, রূপা, নগদ অর্থ কিংবা ব্যবসায়িক পন্য পৃথক পৃথকভাবে নিসাব পরিমান না থেকে থাকে, তাহলে তার উপর যাকাত
আদায় করা ফরজ হবে না।
⭕ তবে যদি প্রতিটি সম্পদই কিছু কিছু করে থাকে যা কিনা একত্র করলে সাড়ে ৫২ ভরি রূপার সমতূল্য হয় অর্থাৎ আনুমানিক ৬৫ হাজার টাকার সমান কিংবা তার চেয়ে বেশি হয়, তাহলে এই মিশ্রিত সম্পদের উপর যাকাত আদায় করতে হবে।
🔸 যাকাত ফরজ হয়েছে এমন সম্পদের চল্লিশ ভাগের একভাগ (অর্থাৎ ২.৫%) হারে যাকাত আদায় করা ফরজ।
🔹 প্রতি ভরি স্বর্ণ অথবা রূপার বিক্রয়মূল্যের উপর যাকাত নির্ধারণ করতে হবে, ক্রয়মূল্যের উপরে নয়। অর্থাৎ বর্তমানে স্বর্ণের বিক্রয়মূল্য যদি ৭০ হাজার টাকা হয়, তাহলে প্রতি ভরি ৭০ হাজার টাকা করে ধরে মোট স্বর্ণের যাকাত নির্ধারণ করতে হবে।
🔸 যাকাত আদায় করার জন্য যাকাত প্রদানের পূর্বে নিয়ত করা জরুরী।
🔹 যাকাত প্রদানের ক্ষেত্রে যাকাত গ্রহীতাকে এই কথা বলার প্রয়োজন নেই যে, এটা যাকাতের টাকা। বরং মালিক যাকাতের নিয়ত করে টাকা প্রদান করলেই যাকাত আদায় হয়ে যাবে।
🔸 যাদের উপর যাকাত ফরজ নয় এমন অসহায়, গরীব আত্বীয় স্বজন, এতীম, মিসকিন, ঋণ গ্রহণকারী ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যাবে। -[সূরা তওবা- ৬০]
🔹 তবে আমি যাদের মাধ্যমে এসেছি এবং যারা আমার মাধ্যমে আসবে তাদেরকে যাকাত দেওয়া জায়েজ নেই। যেমন- মা বাবা, দাদা দাদী, নানা নানী, ছেলে মেয়ে, নাতি নাতনী।
🔸 অমুসলিমদেরকে এবং মসজিদ নির্মান কাজে যাকাত দেওয়া জায়েজ নেই। [মু. আ. রা.- ৭১৬৬]
🔹 ব্যবহৃত সম্পদের উপর যাকাত ফরজ নয়। অর্থাৎ ব্যবহৃত সম্পদ (বাড়ি, গাড়ি, খাট, ফ্রিজ) যদি লাখ টাকার উপরেও বিদ্যমান থাকে, তবুও এর উপর যাকাত আদায় করা ফরজ হবে না।

Address

Dhaka
Gazipur
1740

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিসমিল্লাহ , . posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share