05/08/2024
"স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন"
যে সকল শহীদ ও গাজী ভাই বোনদের ত্যগের বিনিময়ে আমারা নতুন একটি স্বাধীনতা পেলাম তা যেনো কোন অপশক্তির দ্বারা ধূলিসাৎ না হয়। আমরা চাই খুব দ্রুত একটি সরকার গঠিত হোক এবং দেশের দায়িত্ব নিক একজন সৎ,ন্যয়পরায়ন মুসলিম পুরুষ শাসক। আমরা কোন সামরিক শাসন চাই না। এর পরবর্তী শসক যেই আসুক তার মাথায় যেনো এটা থাকে যে, ছাত্র জনতা চাইলে সব পারে। দয়া করে কেউ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না। কেউ নষ্ট করতে চাইলে তাদের প্রতিহত করুন। কারো প্রতি হিংসাত্মক আচরন করবেন না।
আল্লাহর পবিত্রতা ও শুকরিয়া আদায় করুন।