Islam Sotto

Islam Sotto ইসলামই মুক্তির একমাত্র পথ। ইসলামই সৃষ্টিকর্তা মনোনীত একমাত্র জীবনব্যবস্থা। Islam Sotto is a platform where we preach the message of Truth..

We are ready to Talk / debate with any Anti-Islamist.

21/12/2025

ISLAM VS. ALL OF YOU ( ইসলাম বিষয় উন্মুক্ত আলোচনা 21-12-2025 শুধু বিনয়ীদের জন্য )
আপনাদের মতামত, বা কোন প্রশ্ন বা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাইলে লিংকে ক্লিক করে যুক্ত হতে পারেন
https://streamyard.com/8n5f8se49m

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

19/12/2025

বিশেষ লাইভ,
কুরআনে সম্পত্তি বন্টনের নিয়মে কোন গাণিতিক ভুল আছে কি ?
Are there any mathematical errors in the rules for property distribution in the Quran?
"সচেতন মুসলিম / Conscious Muslim " পেজ ও ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আয়োজিত)
(শুধুমাত্র বিনয়ীদের জন্য )

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

19/12/2025

Are You Ready ? 📢
আজ রাত সম্ভাব্য @10:00 PM Topic is ⬇️
☑️কুরআনে সম্পত্তি বন্টনের নিয়মে কোন গাণিতিক ভুল আছে কি ?
☑️Are there any mathematical errors in the rules for property distribution in the Quran?
✔️ইনবক্সে অনেকেই আগ্রহ দেখিয়েছেন এই বিষয়ে আলোচনা করতে বা বিস্তারিত জানতে
✔️যারা এই বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন তারা অগ্রাধিকার পাবেন
✔️এদের মধ্যে যারা আরবি জানেন তারা অগ্রাধিকার পাবেন
✔️এদের মধ্যে যারা আগে আসবেন তারা অগ্রাধিকার পাবেন

15/12/2025

কুরআনে সম্পত্তি বন্টনের নিয়মে কোন ভুল আছে কি?

অনেক নাস্তিক এবং সংশয়বাদীরা মনে করেন এফ গ্রেড আসিফের সাথে কেউ ডিবেটে বা আলোচনায় পারবে না।মুমিনরা তার সাথে আলোচনা করলে হে...
13/12/2025

অনেক নাস্তিক এবং সংশয়বাদীরা মনে করেন এফ গ্রেড আসিফের সাথে কেউ ডিবেটে বা আলোচনায় পারবে না।মুমিনরা তার সাথে আলোচনা করলে হেরে যাবে।তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আসিফের ভিতরগত বিষয় জানেন না।গতকাল হাফিজ ভাই সম্পর্কে মিথ্যা তথ্য উপস্থাপন করার এফ গ্রেড আসিফ, আমাদের হাফিজ ভাইকে লাইভে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়। এবং সে দাবী করে সে কাউকে গালিগালাজ করে না।কোন মুমিনকে গালিগালাজ করে বের করে দেয় না ইত্যাদি ইত্যাদি।হটাৎ যখন হাফিজ ভাই, তার সম্পর্কে, লাইভে মিথ্যা তথ্য দেওয়ার কারণে প্রবেশ করে, তখন ভয়ে সে কাপাকাপি করছিল।সে মদনাকে নক করেও খুঁজে পাচ্ছিল না।ইকবাল নক করেও খুঁজে পাচ্ছিল ছিল না।আসিফ জানে সে একা হাফিজ ভাইয়ের সাথে আলোচনার যোগ্য না।যদি হাফিজ ভাই তাকে নাকানিচুবানি খাইয়ে দেয় তাহলে নাস্তিকদের তার প্রতি যে কনফিডেন্স ছিল, সেটা কমে যাবে।হাফিজ ভাই লাইভে ঢুকার পর যখন অনেকক্ষন ধরে মদনা ও ইকবালকে পাওয়া যাচ্ছিল না তখন সে আরো ভীত হয়ে যায়।স্টেজে অবস্থানরত এক মুমিন ভাই তাকে বারবার বলে হাফিজ ভাইকে এড করুন।কিন্তু সে ভয়ে তা করতে পারছিল না।এমন সময় যখন স্টেজে থাকা ব্যাক্তিটি আবারও বললো হাফিজ ভাইকে এড করুন।তখন সে হাফিজ ভাইকে গালাগাল করছিল।অথচ এই এফ গ্রেড আসিফই কিছুদিন আগে লাইভে বলেছিল হাফিজ ভাই তার লাইভে গেলে সে গালাগাল ছেড়ে ভালো হয়ে যাবে।তখন এই কথা বলেছিল কারন সে সময় লাইভে তার চামচা মদনা ও ইকবাল ছিল। এখন চামচারা নাই দেখে হাফিজ ভাই সম্পর্কে কটুবাক্য বলে হাফিজ ভাইকে ব্যাকস্টেজ থেকেই তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। নাস্তিক ও শংসয়বাদীদের উদ্দেশ্যে বলতে চাই, আসিফ ভয়ের কারণে আমাদের লাইভে আসে না।সে আর তার ভক্তরা তাদের লাইভে যেতে বলে।আবার তাদের লাইভে গেলে তাদের প্যান্ট ভিজে যায়।এড করার সাহস থাকে না।এমতাবস্থায় নাস্তিক ভাই ও বোনেরা আসিফকে একটি চুড়ি পড়িয়ে দিয়ে ঘরে বসিয়ে রাখুন যেহেতু সে এতই ভয় পায়।কই আমাদের ইসলাম সত্য টিমের হাফিজ ভাই, আসাদকে,মাসুদকে,ইমরানকে,তিতা টিভির জুয়েলকে তাদের লাইভে গিয়ে নাকানিচুবানি খাওয়াইছে, তাহলে তাদের এত ভয় কিসের আমাদের লাইভে এড হতে? একটু হিসেব মিলিয়ে দেখুন।আসলে নাস্তিক জাতি ভীতুর জাতি।এরা বিদেশে পালিয়ে থাকে।নিজের পরিচয় গোপন রাখে।এরা জন্ম থেকেই ভীতু, আসিফকে দেখলে তা সহজেই অনুমেয়।যাহোক আসিফের বয়স হয়েছে। এখন আর সে পারে না। আর মিথ্যা দিয়ে কতদিনই টিকা যায়?এগুলো আসিফ বুঝে দেখেই যারা জানে তাদেরকে এড করে না।কিন্তু উপর দিয়ে বুঝায় সে অনেক বড় হেডম।যাহোক হাফিজ ভাই তাকে একটি সুযোগ দিয়েছিল।এমনিতেই হাফিজ ভাই তাদের চুনাহাগাখোর টাইপের লাইভে যায় না।এখন সে আশাটুকুই সে হারিয়ে ফেলল।তবে হাফিজ ভাইয়ের সাথে যদি অন্য কোন নাস্তিকের লাইভে আসিফ নির্লজ্জের মত কথা বলতে চায় তাহলে আসিফকে ক্ষমা চেয়ে কথা বলতে হবে।অন্যথায় নাস্তিকরা আবার বলবেন না হাফিজ ভাই ভয়ে আসিফের সাথে কথা বলে নাই।আসিফ সে সুযোগ হারিয়ে ফেলেছে।

"সজীব"  নামের দু'জনকে চিনি। একজন হিন্দু এবং একজন মুসলিম। আবার "আব্দুল্লাহ মাসুদ"  নামে একজন সুপরিচিত নাস্তিক রয়েছে। অথচ...
12/12/2025

"সজীব" নামের দু'জনকে চিনি। একজন হিন্দু এবং একজন মুসলিম। আবার "আব্দুল্লাহ মাসুদ" নামে একজন সুপরিচিত নাস্তিক রয়েছে। অথচ "আবদুল্লাহ" শব্দের অর্থ "আল্লাহর বান্দা"। সুতরাং নামের সাথে ধর্মের কোন সম্পর্ক আসলে নেই, বরং এটার সম্পর্ক বিশ্বাসের সাথে।

যে হিন্দু অথবা খৃষ্টান ধর্মে অথবা নাস্তিকতায় বিশ্বাস করে তার উপর জোর করে ইসলামের বিশ্বাস চাপিয়ে দেওয়া উচিত নয়। আমরা তাদের কাছে সত্যটা তুলে ধরতে পারি, কিন্তু তাদেরকে তাদের নিজের বিশ্বাস অনুযায়ী থাকতে দেওয়াটাই হল তাদের প্রতি সম্মান দেওয়া।

বেগম রোকেয়া তার বইতে ধর্ম এবং ধর্মীয় গ্রন্থ সম্পর্কে যা লিখেছে, তাতে সুস্পষ্ট সে ব্যক্তিগতভাবে কোন ধর্মে বিশ্বাসী নয়।

আরবি "কাফির" মানে হল অবিশ্বাসী অর্থাৎ যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না। ইসলামে অমুসলিমদেরকে খুব সাধারন ভাবে "কাফির" বলা হয়। আর যারা পূর্বে মুসলিম হিসেবে পরিচিত ছিল কিন্তু পরবর্তীতে ইসলাম বিদ্বেষী পরিচয় দেয় তাদেরকে "মুরতাদ" বলা হয় যার অর্থ "ইসলাম থেকে বের হয়ে গিয়েছে"। এগুলো নিতান্তই কিছু শব্দের অর্থ।

বেগম রোকেয়ার ক্ষেত্রে তাকে সবাই মুসলিম মনে করত। কিন্তু সে তার ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী সঙ্গাগত ভাবে কাফির এবং মুরতাদদের মধ্যে পড়ে যায়। এটা খুবই সহজ কথা। এখন তাকে এই পরিচয়ে ডাকার কারণে অনেকেই ক্ষোভ দেখাচ্ছেন।

বেগম রোকেয়াকে কাফির অথবা অমুসলিম বলাতে যারা ক্ষোভ দেখাচ্ছেন, তারা আসলে তার ব্যক্তিগত ধর্ম বিরোধী বিশ্বাসকে অসম্মান করছেন। তারা তাকে জোর করে মুসলিম বানাতে চাচ্ছেন। আমি পূর্বেই বলেছি মুসলিম হওয়ার সাথে নামের সম্পর্ক নেই, বিশ্বাসের সম্পর্ক আছে। বিশ্বাস অনুযায়ী উনি নিজেই নিজেকে অমুসলিম পরিচয় দিয়েছেন। আর আপনারা জোর করে তাকে মুসলিম বানাতে এসেছেন।

তাকে যারা মুসলিম বলবে তারা তার বিশ্বাসের উপর অবিচার করবে।

তাহলে কেন তার বিশ্বাস কে প্রকাশ্যে কাফির হিসেবে বলতে হবে ? কারণ সে একটা সুপরিচিত নাম। তাকে দেখে অনেকেই প্রভাবিত হবে। তার বই থেকে অনেক মুসলিম রোগাক্রান্ত হতে পারে। মুসলিম সমাজকে সতর্ক করার জন্য এটা প্রকাশ করা জরুরী।

আবার‌ও বলছি, যারা বেগম রোকেয়াকে জোর করে মুসলিম বানাতে চাচ্ছেন তারা আসলে তার প্রতি অবিচার করছেন।

(ডা. আব্দুল্লাহ মুসাফির ভাইয়ের লেখা)

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Islam Sotto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islam Sotto:

Share