13/12/2025
অনেক নাস্তিক এবং সংশয়বাদীরা মনে করেন এফ গ্রেড আসিফের সাথে কেউ ডিবেটে বা আলোচনায় পারবে না।মুমিনরা তার সাথে আলোচনা করলে হেরে যাবে।তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আসিফের ভিতরগত বিষয় জানেন না।গতকাল হাফিজ ভাই সম্পর্কে মিথ্যা তথ্য উপস্থাপন করার এফ গ্রেড আসিফ, আমাদের হাফিজ ভাইকে লাইভে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়। এবং সে দাবী করে সে কাউকে গালিগালাজ করে না।কোন মুমিনকে গালিগালাজ করে বের করে দেয় না ইত্যাদি ইত্যাদি।হটাৎ যখন হাফিজ ভাই, তার সম্পর্কে, লাইভে মিথ্যা তথ্য দেওয়ার কারণে প্রবেশ করে, তখন ভয়ে সে কাপাকাপি করছিল।সে মদনাকে নক করেও খুঁজে পাচ্ছিল না।ইকবাল নক করেও খুঁজে পাচ্ছিল ছিল না।আসিফ জানে সে একা হাফিজ ভাইয়ের সাথে আলোচনার যোগ্য না।যদি হাফিজ ভাই তাকে নাকানিচুবানি খাইয়ে দেয় তাহলে নাস্তিকদের তার প্রতি যে কনফিডেন্স ছিল, সেটা কমে যাবে।হাফিজ ভাই লাইভে ঢুকার পর যখন অনেকক্ষন ধরে মদনা ও ইকবালকে পাওয়া যাচ্ছিল না তখন সে আরো ভীত হয়ে যায়।স্টেজে অবস্থানরত এক মুমিন ভাই তাকে বারবার বলে হাফিজ ভাইকে এড করুন।কিন্তু সে ভয়ে তা করতে পারছিল না।এমন সময় যখন স্টেজে থাকা ব্যাক্তিটি আবারও বললো হাফিজ ভাইকে এড করুন।তখন সে হাফিজ ভাইকে গালাগাল করছিল।অথচ এই এফ গ্রেড আসিফই কিছুদিন আগে লাইভে বলেছিল হাফিজ ভাই তার লাইভে গেলে সে গালাগাল ছেড়ে ভালো হয়ে যাবে।তখন এই কথা বলেছিল কারন সে সময় লাইভে তার চামচা মদনা ও ইকবাল ছিল। এখন চামচারা নাই দেখে হাফিজ ভাই সম্পর্কে কটুবাক্য বলে হাফিজ ভাইকে ব্যাকস্টেজ থেকেই তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। নাস্তিক ও শংসয়বাদীদের উদ্দেশ্যে বলতে চাই, আসিফ ভয়ের কারণে আমাদের লাইভে আসে না।সে আর তার ভক্তরা তাদের লাইভে যেতে বলে।আবার তাদের লাইভে গেলে তাদের প্যান্ট ভিজে যায়।এড করার সাহস থাকে না।এমতাবস্থায় নাস্তিক ভাই ও বোনেরা আসিফকে একটি চুড়ি পড়িয়ে দিয়ে ঘরে বসিয়ে রাখুন যেহেতু সে এতই ভয় পায়।কই আমাদের ইসলাম সত্য টিমের হাফিজ ভাই, আসাদকে,মাসুদকে,ইমরানকে,তিতা টিভির জুয়েলকে তাদের লাইভে গিয়ে নাকানিচুবানি খাওয়াইছে, তাহলে তাদের এত ভয় কিসের আমাদের লাইভে এড হতে? একটু হিসেব মিলিয়ে দেখুন।আসলে নাস্তিক জাতি ভীতুর জাতি।এরা বিদেশে পালিয়ে থাকে।নিজের পরিচয় গোপন রাখে।এরা জন্ম থেকেই ভীতু, আসিফকে দেখলে তা সহজেই অনুমেয়।যাহোক আসিফের বয়স হয়েছে। এখন আর সে পারে না। আর মিথ্যা দিয়ে কতদিনই টিকা যায়?এগুলো আসিফ বুঝে দেখেই যারা জানে তাদেরকে এড করে না।কিন্তু উপর দিয়ে বুঝায় সে অনেক বড় হেডম।যাহোক হাফিজ ভাই তাকে একটি সুযোগ দিয়েছিল।এমনিতেই হাফিজ ভাই তাদের চুনাহাগাখোর টাইপের লাইভে যায় না।এখন সে আশাটুকুই সে হারিয়ে ফেলল।তবে হাফিজ ভাইয়ের সাথে যদি অন্য কোন নাস্তিকের লাইভে আসিফ নির্লজ্জের মত কথা বলতে চায় তাহলে আসিফকে ক্ষমা চেয়ে কথা বলতে হবে।অন্যথায় নাস্তিকরা আবার বলবেন না হাফিজ ভাই ভয়ে আসিফের সাথে কথা বলে নাই।আসিফ সে সুযোগ হারিয়ে ফেলেছে।